Posts

Showing posts with the label ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ শামি

এবার মৌলবাদী নীতি মহম্মদ শামি উপর পড়ুন চাঞ্চলকর তথ্যটি..

Image
সুপ্রভাত ডিজিটাল:  একটি চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ শামি-এর সম্পর্কে। আর অভিযোগটি করেছেন তাঁর স্ত্রী হাসিন জাহান। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি জানিয়েছেন যে, তাঁর স্বামী শামির বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছে।  Anandabazar Patrika এমনকি তাঁকে নাকি শামির মারধরও করেন। হাসিনকে শারীরিক ও মানসিক দিক থেকে নির্যাতন করেন শামির। হাসিন শুধুমাত্র অভিযোগেই স্থির থাকেননি। তিনি শামিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেবেন বলে জানিয়েছেন।  তিনি দাবি করেছেন যে, তিনি শামিরের একাধিক নোংরা সম্পর্কের কথা জানতে পেরেছেন শামিরের ফোন থেকে। ফোনটি ছিল শামিরের বিএমডব্লিউ গাড়ি থেকে। তিনি এমনটিও জানিয়েছেন যে, তাঁকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। তাঁকে শামির মারধরও করেছেন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে। ***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****************