Posts

Showing posts with the label সুপ্রভাত.ইন

বিশ্ব সমীক্ষায় ফ্রান্স ও ব্রিটেনকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি ভারত..

Image
সুপ্রভাত ডিজিটাল: সামরিক শক্তির নিরিখে বিভিন্ন দেশের ওপর চালানো সাম্প্রতিক সমীক্ষায় জানা গিয়েছে, ভারত এই মুহূর্তে বিশ্বের চতুর্থ বৃহত্তম। ভারত অস্ত্র আমদানিতে যত বাড়ছে তেমনি কমছে পাকিস্থানের। বিশ্বের বিভিন্ন দেশের পরিসংখ্যান তুলে ধরা সমীক্ষা সংস্থা ‘গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী প্রথম স্থানে আমেরিকা ফ্রান্স ও ব্রিটেনকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে ভারত। তৃতীয় স্থানে চিন। বর্তমানে ভারতের প্রতিরক্ষা বাজেট ৫১ বিলিয়ন ডলার।ভারতের কাছে সবমিলিয়ে ২ হাজারের বেশি যুদ্ধবিমান (যুদ্ধবিমান, সামরিক পরিবহণ বিমান ও সামরিক হেলিকপ্টার মিলিয়ে) রয়েছে। সক্রিয় সেনার সংখ্যা ১৩ লক্ষের বেশি।এছাড়া, আরও ২৮ লক্ষ রিজার্ভ ফোর্স রয়েছে ভারতের। যুদ্ধট্যাঙ্কের সংখ্যা প্রায় ৪৪০০।ভারত অস্ত্র আমদানিতে যত বাড়ছে তেমনি কমছে পাকিস্থানের।  এমনটা জানা গেল সোমবার প্রকাশিত স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) প্রকাশিত তথ্যে। গবেষণায় জানা গেছে ভারতের বৃহত্তম প্রধান অস্ত্র আমদানিকারক হিসাবে আবির্ভূত হয়েছে। ২০১৩-১৭ সালে ভারতে বিশ্বের বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে যা মোট আমদানির 12 শত...

BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

Image
সুপ্রভাত ডিজিটাল: এক বড় সিধান্ত প্রধানমন্ত্রী মোদীর। এবার কোনো রাজনৈতিক বিষয় নয় এবার তিনি টিবি নির্মূলের লক্ষ্যে পৌঁছানোর কথা বললেন। টিবি নির্মূলের দিকে প্রধানমন্ত্রী মোদীর এক বড় কদম। ২০৩০ এর মধ্যে প্রধানমন্ত্রী চান দেশ থেকে যাতে টিবি নির্মূল হয় আর এর পর তিনি বলেন নির্ধারিত লক্ষ্যের চেয়ে পাঁচ বছর আগে ২0২৫ সালের মধ্যে রোগটি শেষ করার লক্ষ্যে নিলেন প্রধানমন্ত্রী মোদী নির্মূল মিশন ঘোষণা করলেন তিনি। সমগ্র বিশ্ব জুড়ে নেতারা সারা বিশ্ব জুড়ে সমস্ত রাজ্যগুলির মন্ত্র সহ সহস্রাব্দে যোগ দিতে জাতীয় রাজধানীতে একত্রিত হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই ঘটনায় এখানে উপস্থিত সব রাজ্যের এবং সংশ্লিষ্ট কর্মকর্তার কয়েকজন মন্ত্রী উপস্থিত আছেন, নির্দেশ দেন যে, আমরা কীভাবে 'টিম ইন্ডিয়া' হিসেবে দেশ থেকে টিবি নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছি।টিবি একটি সংক্রামক, বায়ুবাহিত রোগ যা প্রধানত ফুসফুসকে প্রভাবিত করে এবং ব্যাকটেরিয়া মাইকোব্যাকটেরিয়াম যক্ষ্মা (এমটিবি) দ্বারা সৃষ্ট হয়। *****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আই...

আপনিও জানলে রেগে যাবেন " কিভাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের টাকা এবার আত্মসাৎ করবে 40000 রোহিঙ্গা "

Image
সুপ্রভাত ডিজিটাল: রোহিঙ্গাদের নিয়ে সরকার থেকে সাধারণ সব মানুস এখন চিন্তায়। গোয়েন্দা সুত্রে খবর পশ্চিমবঙ্গের উত্তর ২4 পরগনা ও দক্ষিণ ২4 পরগণা জেলায় ক্রমশ হাজার হাজার রোহিঙ্গা বসতি স্থাপন করছে। অনুমান করা হচ্ছে ৪০ হাজার রোহিঙ্গা বর্তমানে পশ্চিমবঙ্গে ঢুকেছে। এবং তারা আসতে আসতে বসতি  স্থাপন করছে।  পশ্চিমবঙ্গ সরকার এই নিয়ে এখনও পর্যন্ত কোনো ব্যস্ততা নেওয়া হয়নি।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারে বলা হয়েছে আইএসআই ও আইএসআইএস এবং অন্যান্য চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত থাকতে পারে রোহিঙ্গারা, তারা পরবর্তী কালে দেশের সংবেদনশীল এলাকায় ঢুকে অনেক ক্ষতিও করতে পারে।  ২9 টি রোহিঙ্গারা বর্তমানে  উত্তর ২4 পরগনার মধ্যে বসবাস শুরু করেছে এবং তাদের বসতি স্থাপনের জন্য নতুন ঘর নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। প্রশ্ন এখন এটাই সরকার সব জেনে কেন চুপ করে এদের সাহায্য করছে। নিকটবর্তী গ্রামগুলিতে বসবাসরত জনগণকে তাদের জমি রোহিঙ্গাদের দান করার জন্য বলেছে যাতে তারা স্থায়ীভাবে পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করতে পারে।