Posts

Showing posts with the label বাংলা

চাকরির খবর! কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড

Image
বাংলা হান্ট ডেস্ক : আবারও রাজ্যে পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ পুলিশ কল টিমেন্ট বোর্ড। এর আগে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তবে এবার বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্স দফতরে স্টাফ অফিসার প্রশিক্ষক পদে নিয়োগ করা হবে বলে জানাল পশ্চিমবঙ্গ পুলিশ ট্রিটমেন্ট বোর্ড। জানুন বাংলা নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য- 1. মোট শূন্যপদ- 125, সাধারণ যাত্রীদের জন্য- 67, তফসিলি জাতি- 28, তফসিলি উপজাতি-8, বাকি আসন ওবিসি প্রার্থীদের জন্য। 2. এই পদে আবেদনের জন্য যোগ্যতা- স্টাফ অফিসার কাম প্রশিক্ষক পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের যে কোনও কলেজ থেকে গ্র্যাজুয়েট হতে হবে একই সঙ্গে বাংলা ভাষায় লেখা পড়ার ক্ষমতা থাকতে হবে। 3. বয়স সীমা- এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে 20-39 বছরের মধ্যে। 4. অন্যান্য যোগ্যতা- শারীরিক সক্ষমতার পরীক্ষা নিরীক্ষার পর উচ্চতা এবং ওজনের ওপর কিছু শর্ত দেওয়া হয়েছে। যদিও মহিলা এবং পুরুষ নির্বিশেষে উচ্চতার ছাড় রয়েছে। 5. প্রার্থী বাছাই পদ্ধতি- শারীরিক সক্ষমতা পরীক্ষার আগে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে তার মাধ্যমে প্...

বাংলায় বর্তমানে রক্ষকই ভক্ষক! রাজ্য পুলিশের নামে এক চরম অভিযোগ উঠল পড়ুন চাঞ্চলকর তথ্যটি..!

Image
সুপ্রভাত ডিজিটাল: রাজ্যের একি হাল বর্তমানে রক্ষকই এখন ভক্ষক। প্রতিবেশীর ঘরে ঢুকে ধর্ষণ করলো রাজ্য পুলিশ কর্মী। অভিযুক্ত এর নাম অখিল মণ্ডল বর্তমানে তিনি রায়গঞ্জ সংশোধনাগারের জেল ওয়ার্ডেন।  তার নামে অভিযোগ তিনি তার প্রতিবেশীর ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করে। ঘটনাটি ঘটে সোমবার মাঝ রাতে গৃহবধূ বলেন আমি ঘুম থেকে উঠে শৌচালয় যাই আর সেই সময় সেই সময়ই বাড়ির মেইন সুইচ বন্ধ করে দেয় অখিল মণ্ডল।  তারপর বাড়ি অন্ধকার দেখে সুযোগ বুঝে ঘরের মধ্যে ঢুকে পরে অখিল মণ্ডল। ঘরের মধ্যে সেই সময় তখন ওই গৃহবধূর ও তার মা ছিলেন। কিছু সময় পর যখন বুজতে পারে এটা তার স্বামী নয় অন্য কেউ তখন গৃহবধূ চিত্কারে তার মা দৌড়ে বাইরে বেরিয়ে এসে ঘরের দরজা আটকে দেন। তারপর গৃহবধূর মায়ের চিত্কারে ছুটে আসেন অভিযুক্ত পুলিসকর্মীর বাড়ির লোকেরা।  এবং দরজা ভেঙে অখিলকে নিয়ে যার নিজেদের বাড়ি। নির্যাতিতা গৃহবধূর পরিবার অখিল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কিন্তু কিন্তু পুলিসের তদন্ত নিয়েও উঠছে প্রশ্ন। অভিযোগ, ঘটনার পর দুদিন কাটতে চললেও এখন অধরা অভিযুক্ত। পাশাপাশি অভিযুক্তের পরিবার অভিযোগ তুলে নিতেও চাপ দিচ্ছে। ******...

পাহাড়ে হিংসার জন্য দায়ী তৃণমূলের এই এজেন্ট, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের..

Image
পাহাড়ে হিংসার জন্য দায়ী তৃণমূলে,আজ বিনয় তামাংয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন পাহাড়ে অশান্তির সমস্ত বিমল গুরুং পাহাড়ে উপস্থিত ছিলেন না। ছিল বিনয় তামাং, তাহলে বিমল গুরুংকে কেন দায়ী করা হচ্ছে? না সে তৃণমূলের নেতা বলে সব ছার। বিনয় তামাংয়ের এই রাজনীতি পাহাড়ের মানুষ ভালো চোখে দেখে না এর যোগ্য জবাব পাবেন তিনি পরে। পাহাড়ের উন্নয়নে কেন্দ্র যে ৩০০ কোটি টাকা দিয়েছে, তার কোনও হিসেব নেই। সব টাকা কি তার পকেটে যাচ্ছে তাহলে। মোর্চা ভবিষ্যতে পাহাড়ে বিজেপির সঙ্গে জোট করবে না, সেটাও কড়া ভাসায় জানিয়ে দিলেন দিলীপ ঘোষ।

সাম্প্রদায়িক দাঙ্গায় বাংলা এখন ১ নাম্বার বলছে এই রিপোট..

Image
বাংলার প্রগতির কথা শুনলে সাধারন সব বাংলার মানুষ  এরই আনন্দ হয় । কিন্তু সেই আনন্দ ২০১৭ অনেক কমে যার বাংলার যার কারণ হলো বাংলার দুর্গতি ।  কি এমন দুর্গতি যার কারণে এমন অবস্তা বাংলার, কারণটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বাংলার দুর্গতির মূল কারণ সাম্প্রদায়িক দাঙ্গা মোট ৮২২ টি সাম্প্রদায়িক দাঙ্গা যার মধ্যে নিহত হয় ১১১ জন মানুস,আর আহত হয়েছে ২৩৮৪ জন মানুস ।  সাম্প্রদায়িক দাঙ্গার হার বর্তমানে গুজরাটকেও হারিয়ে দিয়েছে বাংলা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই দাবি করেন, কর্মসংস্থানে গোটা দেশকে পথ দেখাচ্ছে বাংলা বলছে মুখ্যমন্ত্রী মমতা বানার্জী কিন্তু তার পরও এমন  সাম্প্রদায়িক দাঙ্গা কি করে হয় তা বাংলার সাধারণ মানুষ জানতে চায় । Anandabazar Patrika

বাংলায় নজর দিতে শুরু করল বিজেপির শীর্ষ নেতৃত্ব অমিত শাহ, কি বলছেন তিনি জেনে নিন..

Image
গুজরাটের জেতার পরে এবার বাংলায় নজর দিতে শুরু করল বিজেপির শীর্ষ নেতৃত্ব অমিত শাহ। বর্তমান এখুন ১৯ টি রাজ্যে বিজেপি সরকার তৈরী করেছে যার ফলে বিজেপি ক্ষমতা পরিমান বেড়েছে,এখুন এই জয়কে এগিয়ে নিয়ে যেতে এখুন বাংলাও যেটা বিজেপির খুব দরকার তার কাজ শুরু করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, আগামী মাসেই বাংলায় পা রাখতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। রাজ্য নেতৃত্বকে উদ্দেশ্য করে প্রতি জেলায় তাঁর এই বার্তা পাঠানোরও নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে তিনি জানিয়েছেন,আর গ্রাম থেকেই যদি সেই ধাক্কা শুরু করা যায়, তবে তার থেকে আর ভালো কিছু হবে না বলেই মত অমিত শাহদের।  সেই কারণে অন্যান্য দলের নেতারা যাঁরা বিজেপিতে আসতে চাইছেন, তাঁদের জন্য জায়গা খুলে দিতে হবে। তাঁর কথায়, সংগঠনে লোক না বাড়াতে তৃণমূলের সঙ্গে লড়াই করা যাবে না। অমিত শাহ বুঝিয়ে দিয়েছেন, বাংলাকে নিয়ে বিজেপির নির্দিষ্ট লক্ষ রয়েছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনই তাঁদের মূল টার্গেট। তার আগে ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনকে বিজেপি শীর্ষ নেতৃত্ব সেমিফাইনালের যুদ্ধ বলেই মনে করছে। যত তাড়াতাড়ি সম্ভব এই কমিটি গঠনের কাজ শেষ করার নির্দেশ পাঠিয়েছেন তিনি।...