Posts

Showing posts with the label হজ যাত্রা

হজ ভর্তুকি বাতিল করলো কেন্দ্র।কিন্তু কেন এই সিদ্ধান্ত জানতে ক্লিক করুন।

Image
কেন্দীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন ২০১৮ থেকে হজ যাত্রীদের জন্য সাবসিডি বা ভর্তুকি দেওয়া হবে না ।প্রতি বছর বিপুল পরিমান টাকা খরচ হতো হজ ভর্তুকির জন্য, এবার সেই টাকা কাজে লাগানো হবে মুসলিম মহিলাদের শিক্ষার উন্নয়নের কাজে।কিন্তু বর্তমানে আসাউদ্দিন ওয়েসির দল ও তৃণমূল দল সহ কিছু জন এই হজ বাতিলের বিরোধিতা করেছেন।তাঁদের দাবি এতদিন ধরে চলে আসা হজ বাতিল করা ঠিক নয়।এতে সমস্যায় পড়বেন গরিব ধর্মপ্রাণ মুসলিমরা।আপনাদের জানিয়ে রাখি হজ ভর্তুকি বাতিলের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের নিয়ম মেনেই করা হয়েছে।কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন কয়েকটি বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি মোদী সরকারের একটা পলিসি,যেখানে মোদী সরকার প্রথম থেকেই সবার সমান অধিকার নিয়ে কথা বলতেন। মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন সরকার চাই সংখ্যালঘুদের তোষণ না করে উন্নয়ণ করতে ,তাদের যোগ্য মর্যাদা দিতে।যার জন্য ওই টাকা মুসলিম মহিলাদের শিক্ষার জন্য কাজে লাগাতে চাই কেন্দ্র।আপনাদের জানিয়ে দি পাকিস্তান ,বাংলাদেশে হজএর কোনো ভূর্তুকি দেওয়া হয় না।বর্তমানে সুপ্রিম কোর্টের আইন মেনে ভারতেও বন্ধ হলো এই ভূর্তুকি। ...

৭০ বছরের অসম্ভবকে সম্ভব করে দেখালেন প্রধানমন্ত্রী মোদী তারপর জানুন..

Image
পুরুষ সফরসঙ্গী ছাড়াই হজযাত্রা করতে পারবেন মহিলারা।রেডিওয় ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন প্রথম বার যখন শুনলাম পুরুষ অভিভাবক ছাড়া মুসলিম মহিলারা হজ যাত্রায় যেতে পারেন না ভাবলাম, এটা কী করে হতে পারে? এই অরাজকতা কেন এখুনও ? খতিয়ে দেখলাম, স্বাধীনতার সত্তর বছর পরেও আমরাই এই নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছি। অনেক ইসলামিক দেশেও এই নিয়ম নেই।’’ এর পরেই মোদীর সংযোজন, ‘‘সাধারণত লটারির মাধ্যমে বাছা হয় যাত্রীদের। সংখ্যালঘু মন্ত্রককে আমি সুনিশ্চিত করতে বলেছি, যে মহিলারা পুরুষ অভিভাবক ছাড়া যাওয়ার আবেদন করেছেন, তাঁদের যেন বিশেষ শ্রেণিতে ফেলে হজে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়।’’৭০ বছর ধরে চলে আসা নিয়ম তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।রুষ সফরসঙ্গী ছাড়া মহিলারা হজে যেতে পারতেন না। স্বাধীনতার পর থেকে এই নিয়ম চলে আসছিল। মুসলিম মহিলাদের সঙ্গে অন্যায় হচ্ছিল। ওই নিয়ম আমরা বদলে দিয়েছি। আমার সরকারের সংখ্যালঘু উন্নয়নমন্ত্রক এব্যাপারে নজর দেয়। বহু ইসলামিক দেশেই এই নিয়ম নেই।আবারও এক বড় কদম নিল মোদী চিন্তায় এখুন আবার বিরোধীরা।