Posts

Showing posts with the label রামদেব বাবা

মোদী বলতে শুধু নরেন্দ্র মোদীকেই চিনি আর কাউকে না। দেখুন কিভাবে সাংবাদিকে কড়া জবাব দিলেন বাবা রামদেব..

Image
মোদী বলতে শুধু নরেন্দ্র মোদীকেই চিনি আর কাউকে না। এবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ালেন বাবা রামদেব। তিনি বলেন মোদী বলতে তিনি শুধু নরেন্দ্র মোদীকেই চেনেন আর কাউকে না। রামদেবকে যখন এক সাংবাদিক প্রশ্ন করেন যে, দেশের তিন মোদীর দুর্নীতি জন্য দেশ বিপাকে অর্থাত তিন মোদী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পিএনবি প্রতারণা কাণ্ডের নীরব মোদী এবং আইপিএল কাণ্ডের ললিত মোদী।  এই প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি মোদী বলতে শুধু নরেন্দ্র মোদীকেই চিনি আর কাউকে না, দেশের উন্নতিতে খুব ভাল কাজ করে চলেছে নরেন্দ্র মোদী এবং ওনার নাম ইতিহাসে তোলা থাকবে। ভারতকে প্রগতিশীল তৈরী করতে এমন মোদী দরকার যে দেশকে রক্ষা করবে। এর সাথে তিনি বলেন যারা দেশের টাকা চুরি করে পালিয়েছে তাদের ঠিক প্রধানমন্ত্রী মোদী ধরে আনবেন।

Video: রামদেব বাবর উপর ট্যাক্স চুরির অভিযোগ তুলেছিলেন এক সাংবাদিক!তারপর রামদেব বাবা যা বললেন..

Image
ইন্ডিয়ান নিউজ চ্যানেল আজটাক এ একটা শো দেখানো হয় যার নাম থার্ড ডিগ্রি।এই শো তে আসা অথিতিকে নানান প্রশ্ন করা হয় এবং প্রশ্ন করার সময় ওই জায়গার পরিস্থিতি এমন করা হয় যেন কোনো অপরাধীকে প্রশ্ন করা হচ্ছে। সম্প্রতি এই শোএর অতিথি ছিলেন যোগগুরু বাবা রামদেব।বাবা রামদেবকে প্রশ্ন করার জন্য সেখানে অজতক চ্যানেলের 3 জন পরিচালক প্রসূন বাজপেয়ী,অশোক সিংহল ও অঞ্জনা ওম কাশ্যপ উপস্থিত ছিলেন। শো চলাকালীন প্রসূন বাজপেয়ী বাবা রামদেবকে নানান কৌশলের প্রশ্ন করছিলেন।কিন্তু এই প্রশ্ন করতে করতে এমন পরিস্থিতি তৈরী হয় যে বাবা রামদেব একসময় রেগে যান।আপনাদের জানিয়ে রাখি, প্রসূনজি বাবা রামদেবের ক্রমবর্ধমান ব্যাবসার উপর প্রশ্ন করতে গিয়ে উনার উপর ট্যাক্স চুরির অভিযোগ লাগান।যারপরেই বাবা রামদেব রগে গিয়ে বলেন, "আপনি একজন সাংবাদিক ,সাংবাদিকের মতোই কথা বলুন আমাকে রাজনৈতিক ব্যাক্তিদের মতো আমার উপর দোষারোপ করবেন না। আমি এটা সইবো না।" আসলে প্রসূনজি রামদেব বাবাকে বলেন যে উনি ট্যাক্স বাঁচানোর কারিগরি।উনি ট্যাক্স চুরি করেন।এরপরই বাবা রামদেব রেগে গিয়ে ওই সাংবাদিককে পুরো চুপ করিয়ে দেন। দেখুন সেই ভিডিও-