Posts

Showing posts with the label যোগী আদিত্যনাথ

এবার কি এলাহাবাদের নামও পরিবর্তন করতে চলেছেন যোগিজি!পড়ুন চাঞ্চল্যকর প্রতিবেদনটি।

Image
উত্তরপ্রদেশে রামরাজ্যের কাজ খুব ভালোরকমভাবে শুরু হয়েগেছে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে যেন উত্তরপ্রদেশে আবার নিজের আগের সংস্কৃতি ও পরিচিত ফেরত পাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি মুসলিম মুঘল আক্রমনকারীরা ভারতের কিছু শহরের প্রাচীন নাম পরিবর্তন করে শহরগুলির পরিচয় মুছে দিয়েছিল।এমনকি আজও দেশে অনেক স্থান রয়েছে যেখানে মুসলিম শাসকদের দেওয়া নাম প্রচলিত। কিন্তু বর্তমানে আবার উত্তরপ্রদেশে যোগী সরকার উত্তরপ্রদেশ রাজ্যে হিন্দুস্থানের পুরানো নাম ও পরিচিত ফিরিয়ে আনার কাজ শুরু করে দিয়েছেন।শোনা যায় মুঘল আক্রামক আকবর ভারতের প্রয়াগরাজ এর নাম পরিবর্তন করে এলাহাবাদ রেখেছিলেন।বেদ, রামায়ণ,মহাভারতের মতো মহাকাব্যে বর্তমানের এলাহাবাদকে প্রয়াগ বলার সাক্ষী রয়েছে।প্রত্যেক বছর মাঘ মেলার আয়োজন করা হয়।প্রত্যেক বছরের মতো এবছরেও ওই মেলার আয়োজন করা হয়েছে।কিন্তু এই বছর মেলার জন্য আকর্ষিত সরকারি সাইন বোর্ডে এলাহাবাদের জায়গায় প্রয়াগরাজ রাখা হয়েছে। এই প্রয়াগরাজ নামকে কেন্দ্র করে মানুষের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে ।অনেক মনে করছেন যোগিজি হয়তো অন্য জায়গার মতো এলাহাবাদের নামও পরিবর্তন করবেন। আপনাদের আরোও জানিয়ে...

Video : রিপোর্টার UP তে হওয়া এনকাউন্টার নিয়ে প্রশ্ন করেছিলেন, কিন্তু CM যোগী দিলেন এমন জবাব যে..

Image
উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হওয়ার পর যোগী আদিত্যনাথ অপরাধীদের উদেশ্যে সতর্ক করে বলেছিলেন, "অপরাধ করলে এনকাউন্টার করে দেওয়া হবে।" বর্তমানে সেই সতর্কবার্তার প্রভাবও দেখা যাচ্ছে।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে উত্তরপ্রদেশের পুলিশ অপরাধীদের বিরুদ্ধে অপারেশন করেই চলেছেন।সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত ৪ মাসেই পুলিশ ৪২০টি অপারেশন করেছে যার মধ্যে মিরাথে ৯৩ টি এনকাউন্টার আগ্রায় ৮৪ টি এনকাউন্টার এবং বিরাজিতে ৬০ টি এনকাউন্টার করা হয়েছে।উত্তরপ্রদেশের পুলিশ ৮৬৮ টি নামকরা অপরাধীকে এবং অনান্য ১১০৬ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে।আপনারা জেনে অবাক হবেন যে উটোরপ্রদেশকে একদিন গুন্ডারাজ বলা হতো সেই উত্তরপ্রদেশে ৮৬ অপরাধী নিজে থেকে কোর্টে এসে আত্মসমর্পণ করেছেন।এই বিষয়ের উপর সাংবাদিক যোগী আদিত্যনাথ এর সাথে প্রশ্নআলাপ করছিলেন।এর উপর যোগী আদিত্যনাথ যা উত্তর দেন তা শুনে দর্শকরা তালি  দিয়ে যোগিজিকে সমর্থন করেন।দেখুন সেই ভিডিও- 24 ghanta live news

CM যোগীর ছবি নিয়ে কংগ্রেস করলো এই জঘন্য কাজ, আর তারপর যা হল..

Image
দেশের প্রায় প্রতিটি রাজ্যে বিজেপির কাছে মাথা নত করতে হয়েছে কংগ্রেসকে।এমত অবস্থায় কংগ্রেস এতটাই বিভ্রান্ত হয়েগেছে যে তারা এবার নোংরা রাজনীতিতে নেমে এসেছে।এখন জিগনেশর মতো সম্প্রদায়ইক নেতাকে সমর্থন করা হোক বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার করা হোক,কোনো কিছুতেই পিছিয়ে নেই কংগ্রেস।যোগী আদিত্যনাথ যখন থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন,তখন থেকেই কংগ্রেস উনাকে আক্রমণ করা শুরু করেছেন।একথাও অস্বীকার করা যায় না যে যোগী আদিতনাথের সুকাজের জন্য সাধারণ মানুষ উনার দ্বারা খুব প্রভাবিত হয়েছে।আর তাই যখনই যোগী আদিত্যনাথ বিজেপির প্রচারের জন্য নেমেছেন তখনই  সাধারন মানুষকে আদিতনাথের বিরুদ্ধে উত্তেজিত  করার একটাও সুযোগ হাত ছাড়া করেনি কংগ্রেস। কিন্ত এবার কংগ্রেস যা করলো তা সব কিছুর সীমা ছাড়ালো।কংগ্রেস তাদের অফিসিয়াল টুইটের একাউন্ট এ একটা পোস্ট করেছে যেখানে যোগী আদিত্যনাথের মুখ রান্নার কড়াইয়ের মধ্যে রেখেছে এবং লিখেছে আপনি যদি বিজেপি স্টারের প্রচারক তৈরী করতে চান তাহলে এই রেসিপি। এর প্রতিবাদে সরব হয়েছেন বিজেপি সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ।বিজেপির মূখ্যপাত্র টিজে...