Posts

Showing posts with the label বাল্যবিবাহ

মোদীযুগে কমেছে বাল্যবিবাহ বলছে সারা বিশ্ব..

Image
মোদী যুগে বাল্যবিবাহ কমেছে বলছে ইউনিসেফ, সরকারের কিছু ভালো প্রচেষ্টার কারণে এমন ফল আজ,বর্তমান সরকারের কিছু নীতির কারণেই এই ফল পাওয়া গেছে, আশঙ্কা ৫০ থেকে কমে ৩০ শতাংশে দাঁড়িয়েছে। ইউনিসেফ এই পরিবর্তনের কারণ গুলি উল্লেখ করেছেন। ইউনিসেফের মতে এর কারণগুলি হলো- ১: মেয়েদের শিক্ষা, সংষ্কৃতির হার বাড়ছে। যার জন্য তারা নানান কুসংস্কার ও কু-রীতিনীতির বিরোধিতা করতে পারে। ২: কিশোরীদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প বেরিয়েছে। যার জন্য তারা উৎসাহিত হচ্ছে নানান ধরণের কাজ দিকে। 3: সমাজে বাল্যবিবাহ যে অবৈধ, তার জোড়ালো প্রভাব পড়েছে। এই সবেরই মিলিত ফল স্বরূপ আজ বাল্যবিবাহ অনেক কমে গেছে। তবুও এই সমস্যা সব জায়গায় মেটেনি। আফ্রিকায় এই সমস্যা প্রবল আকার ধারণ করেছে। ইউনিসেফ থেকে জানা গেছে, সর্বশেষ পরিসংখ্যান বলছে, সারা বিশ্বে এখনো ১৮ বছরের আগে প্রায় ১কোটি ২০ লক্ষ মেয়ের বিয়ে হয়ে যায়। বিশ্বনেতারা আশ্বাস দিয়েছেন যে, ২০৩০-এর আগে বাল্যবিবাহ বন্ধ হবে। কিন্তু ২০৩০ এখন অনেক বাকি। তার আগেই তো প্রায় ১৫ কোটি মেয়ের বিয়ে হয়ে যাবে। তাই আঞ্জু বলেছেন, এই কুপ্রথা যত তাড়াতাড়ি সম্ভব নিরাময় করতে হবে। কোটি কোটি মেয়ের শৈশব কেড়ে নিচ্ছে ...