গরুকে নিয়ে বিজেপি সরকার নিয়ে আসছে এক কড়া আইন যা শুনলে আপনিও চমকে যাবেন..

সুপ্রভাত ডিজিটাল: এবার এই বিজেপি রাজ্যে অর্থাৎ হরিয়ানা সরকার এবার নিয়ে আসছে এক নতুন আইন যা গরুকে নিয়ে তৈরী। এবার কেউ বাড়ি থেকে গরুকে রাস্তায় বার করে দিলে হবে তার শাস্তি। এবার এই বিষয়ে আইন তৈরি করতে চলেছে হরিয়ানা সরকার।গতকাল এমনটায় জানালেন হরিয়ানা মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। Anandabazar Patrika তিনি বলেন গোশালায় যে গরুগুলি আছে সেগুলির গায়ে এক বিশেষ চিহ্ন দেওয়া দেওয়া থাকে কিন্তু সাধারণ মানুসের ঘরে যে গরু থাকে তাতে কোনো চিহ্ন বর্তমানে ছিল না কিন্তু এবার এক নতুন চিহ্ন করা হবে যার ফলে কেউ যদি এই গরুকে বাড়ি থেকে বার করে দেয় তাহলে সেই গরুর চিহ্ন ধরে তার মালিকের কাছে যাওয়া যাবে এবং তাকে ধরা হবে। কেউ যদি গরুকে বাড়ি থেকে বার করে দেন, তাহলে ৫,০০০ টাকা জরিমানা করা হবে। গরুদের রক্ষা করার জন্য হরিয়ানা সরকার এই সিধান্ত নিয়েছে।