Posts

Showing posts with the label পিএনবি কেলেঙ্কারি

পিএনবি কেলেঙ্কারি: নীরব মোদীর বিলাসবহুল বাংলো সহ রেকর্ড এত কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করল মোদী সরকার..

Image
ইডির বড় সাফল্য,মামা-ভাগ্নে জুটির মোট ৯৪ কোটি ৫২ লক্ষ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি নীরব মোদী ও তাঁর ব্যক্তিগতলাক্সারি গাড়ি যেমন রোলস রয়েস ঘোস্ট, দু’টি মার্সিডিজ বেঞ্জ, একটি পোর্সে পানামেরা, তিনটি হন্ডা এবং একটি টয়োটা ফরচুনার গাড়ি এ দিন বাজেয়াপ্ত করেছে ইডি। এই সব গাড়ি আজ ইডি বাজেয়াপ্ত করে। পিএনবি কেলেঙ্কারিতে নীরব মোদীর আরও কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। আজ নীরবের প্রায় ২১টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এরমধ্যে রয়েছে পেইন্ট হাউস, খামারবাড়ি সহ হীরে ব্যবসায়ীর মোট ৫২৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। দেশের ১৭টি জায়গায় তল্লাশি চালিয়ে মোট ১০ কোটি টাকার হিরে ও ১৪১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিট থেকেমোট ১৪৫ কোটি ৭৪ লক্ষ টাকা পাওয়া যায়। এখনও পর্যন্ত নীরব ও তাঁর মামা মেহুল চোক্সীর মোট ১২৬টি ভুয়ো সংস্থার সন্ধান মিলেছে বলে জানিয়েছে ইডি। সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৫ হাজার ৭৩৬ কোটি টাকার। দেশে এই প্রথম এমন দূর্ত কাজ করছে বলে যানান সাধারন মানুস।

মমতার মন্ত্রীর পাশেই পিএনবি-র এর আসল প্রতারক, দেখুন চাঞ্চলকর ছবি প্রকাশ বিজেপির..

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দাঁড়ানো শিল্পপতিদের ভিড়ে পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদী এক ছবিতে থাকার জন্য বিরোধী দল গুলি তান্ডব শুরু করে দিয়েছিল তার মধ্যেই একটা দল ছিল তৃণমূল। এরপর পুরো বাজি উল্টে দিল বিজেপি সভাপতি দিলীপ ঘোষ,তিনি কিছু ছবি প্রকাশ করেন তাতে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের পাশে ‘মেহুলভাই’ জানুয়ারির শুরুতে যিনি দেশ ছেড়েছেন বলে দাবি গোয়েন্দাদের। গতকাল এই ঘটনার পর থেকে ওই ছবি রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের ওয়েবসাইটে ‘মিডিয়া’ বিভাগে এরাত পর্যন্ত ছিল কিন্তু এখন আর দেখা যাচ্ছে না।  Today Bengali News

পিএনবি কেলেঙ্কারির আসল নায়ক কোন সরকার? জানতে দেখুন এই চাঞ্চলকর তথ্যটি..

Image
সুপ্রভাত ডিজিটাল:   পিএনবি কেলেঙ্কারির নায়ক সত্যিকারের নায়ক কে? কার আমলে এই বড় চুরি? আজ সবের উত্তর পাবেন।এই প্রতারণার ঘটনায় সাধারণ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হননি কিন্তু এই কাণ্ড সামনে আসার পরে দেশের ব্যাঙ্কগুলির বিরুদ্ধে সাধারণ মানুসের ক্ষোভ বেড়েই চলেছে। পিএনবি জালিয়াতি কাণ্ডে নাম উঠে আসে হিরে ব্যবসায়ী নীরব মোদী। তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১১ হাজার ৩০০ কোটি টাকা জালিয়াতি করেন। কিন্তু সবথেকে বড় কথা হলো তিনি এই টাকা পান কবে ? ব্যাঙ্ক সূত্রের খবর থেকে জানা যায় তিনি এই টাকা পান ২০১৩ সালে। সেই সময় এর সরকার ছিল ইউপিয়ে অর্থাত কংগ্রেস সরকার। সেই সময় এর সরকারকে এলাবাহাদ ব্যাঙ্ক এর এক কর্মী বারণ করেছিল ওনাকে যেন এই লোন না দেওয়া হয়,কিন্তু তার মুখ বন্ধ করার জন্য তাকেই বরখাস্ত করে দেয় সরকার। অনার মতে ওই সময় সরকার এই লোন নিয়ে সাহায্য করেছিল তাই আজ এত বড় কান্ড আমাদের দেখতে হলো। Today Bengali News