Posts

Showing posts with the label বাংলা নিউস লাইভ

ধর্ম পরিবর্তনে সরকারের অনুমতি বাধ্যতামূলক জানুন পুরো তথ্য

Image
লাভ জেহাদ নিয়ে চলা বিবাদের মধ্যেই রাজস্থান হাই কোর্টের নির্দেশ, "জেলাশাসকের নির্দেশ ছাড়া করা যাবে না কোনো ধর্ম পরিবর্তন।" বিচারপতি গোপালকৃষ্ণন লাভ জেহাদ সংক্রান্ত মামলায় এই নির্দেশ দেন। তিনি এটাও বলেন যে, "এই নির্দেশ ততদিন মোতায়েন থাকবে, যতদিন না রাজ্য সরকার ধর্ম পরিবর্তন নিয়ে কোনো আইন জারী করে।" আরো পড়ুন ~  EVM কারচুপির অভিযোগ করায় "সুপ্রিম কোর্টে " বড়সড় ধাক্কা খেল কংগ্রেস হাই কোর্ট যোধপুরের লাভ জিহাদের মামলায় মন্তব্য করেছে, ধর্ম পরিবর্তন এখন ছেলেখেলা হয়ে উঠেছে। যোধপুরের এক পরিবার হাই কোর্টে মামলায় বলেছিল, তাদের মেয়েকে লাভ জেহাদের মাধ্যমে জোর করে ধর্ম পরিবর্তন করানো হয়েছিল। হাই কোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চান, এগুলো আটকাতে রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা। এর উত্তরে সরকার জানান যে, তারা একটি নতুন আইন বানিয়েছেন যা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। এই নির্দেশের পর এবার থেকে জেলাশাসকের অনুমতি ছাড়া কোনো ধর্ম পরিবর্তন করা যাবেনা। তবে খ্রিষ্টান মিশনারীর গুলির উপর এটা কার্যকর হবে কিনা তা দেখার ব্যাপার। কারণ এই মিশনারী গুলির বিরুদ্ধে টাকার বি...

নতুন যুগলবন্ধি তৃণমূলের সঙ্গে সিপিএমের, কি হতে চলেছে ভবিষ্যত জেনে নিন..

Image
বিজেপি যে হারে বাড়ছে তার ফলে রাজ্যে এখুন দুই মূখ পার্টি লাইন স্থির করতেই দিন করতে পারছে না। বিজেপিকে হারাতে এখুন হতে পারে জোট এমনটাই মনে করছেন রাজনৈতিক জন, হারের মুখে দেখেছে ২০১১-তে, তারপর থেকে একের পর এক হার থেকেও শিক্ষা নিচ্ছে না সিপিএম। পার্টি লাইন নিয়ে দ্বন্দ্বে জেরবার দল। নিজেরাই বারবার জড়িয়ে পড়ছে নিজেদের দন্ধে। আর এরই মাঝে অবাস্তব এক বার্তাও উঠে এল। কংগ্রেসের সঙ্গে জোটে বিরোধিতা করতে গিয়ে উঠে এল তৃণমূলের সঙ্গে জোটের তত্ত্বও। সদ্য শেষ হওয়া দিল্লির বৈঠকে ঠিক কী প্রস্তাব দিয়েছেন কারাত? সিপিএমের বর্তমান সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মতো তিনিও মনে করেন, বামেদের এই মুহূর্তে বড় শত্রু বিজেপি।তা নিয়ে কোনও দ্বিমত নেই দুই শীর্ষনেতার। যত সমস্যা শত্রুকে মোকাবিলা করার পদ্ধতি নিয়ে। কোন পথে শত্রু দমন করা হবে, তা নিয়ে দুই লবির দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে বারবার।বিশেষজ্ঞরা মনে করেন, যেভাবে প্রতিটি নির্বাচনে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে কমিউনিস্ট পার্টিটা, ২০২১-এর নির্বাচনের পর তাদের দূরবীন দিয়ে খুঁজতে হবে। আর কারাতের প্রস্তাব মেনেচললে, ২০১৯-এই সাইনবোর্ড হয়ে যাবে সিপিএম। তাই সীতারাম ইয়েচুরির কাছ...

প্রধানমন্ত্রীকে খুব কটু ভাষায় আক্রমণ করেছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা।তার উত্তর প্রধানমন্ত্রী যেভাবে দিলেন তা জানলে আপনার মনে মোদীজির প্রতি শ্রদ্ধা জাগবে।

Image
একবার স্বামী বিবেকানন্দ দেশবাসীর উদ্দেশে বলেছিলেন, ভূলিও না—তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়ামাত্র ; ভুলিও না— নীচজাতি, মুখ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই।এখন সেই বিবেকানন্দের শিক্ষার পরিচয় দিয়েই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী কংগ্রেসের মনিশঙ্কর আইয়ারকে দিলেন উপযুক্ত জবাব।যা অবশ্যই লজ্জায় ফেলবে পুরো কংগ্রেস দলকে। আসলে কংগ্রেসএর প্রবীণ নেতা মনিশঙ্কর আইয়ার দেশের প্রধানমন্ত্রীকে উদেশ্য করে বলেন,' নরেন্দ্র মোদী খুবই নীচ, তার মধ্যে এতটুকুও সভ্যতা নেই।মোদী যে রাজনীতি করেন তা অসভ্যতার সমান।' এরপর থেকে সোশ্যাল মিডিয়া,রাজনৈতিক মহলে আলোড়ন শুরু হয়ে যায়।রাহুল গান্ধী মনিশঙ্কর কে ক্ষমাও চাইতেও বলেন মোদীজির কাছে।কিন্তু মোদীজি কংগ্রেসের মতো এর কোনো পাল্টা কটু ভাষায় আক্রমণ করেননি।বরং তিনি যা বলেছেন তাতে তিনি দেশের মানুষদের মন জয় করে নিয়েছেন। নরেন্দ্রমোদী বলেন, 'কংগ্রেসের নেতারা আমাকে নীচে বলতেই পারেন কারণ আমি সেই সমাজের প্রতিনিধি যেখানে গরিব,দলিত,তফসিলি জাতি উপজাতিরা বাস করে।' তিনি আরও বলেন, ' কংগ্রেসের উচ্চ নেতারা আমাকে কটু ভাষায় আক্রমণ করেনা। ফ্যামিলি,আমার ব...

সবাইকে পিছুনে ফেলে ফের শীর্ষে মোদী, কিসে মোদী শীর্ষ স্থানে জেনে নিন..

Image
বাকি সবাইকে পিছনে ফেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে শীর্ষে। ২০১৭ সবথেকে বেশি ফলো নিয়ে রেকর্ড করলেন। টুইটার আজ একটি তালিকা প্রকাশ করে তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফলোয়ার সবথেকে বেশি।বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফলোয়ার সংখ্যা ৩৭.৫ মিলিয়ন অর্থাৎ ৩৭ লক্ষ ৫০ হাজার।এবং দ্বিতীয় স্থানে অমিতাভ বচ্চন।

আজ সুপ্রিমকোর্টের রামমন্দির মামলার আপডেট দেখে নিন..

Image
আবেদনকারীদের আর্জি মেনে পিছিয়ে গেল অযোধ্যা মামলার চূড়ান্ত শুনানি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি।অযোধ্যার বিতর্কিত জমি কার? এ নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি শুরু হয় আজ, মঙ্গলবার। এ দিন বেলা ২টো থেকে শুরু হয় শুনানি। • সুপ্রিম কোর্ট জানিয়েছে, মামলার নথিপত্র পেশ করার জন্য আবেদনকারীদের কাছে এটিই শেষ সুযোগ। এর পরে আর শুনানি পিছনো হবে না। • সুপ্রিম কোর্ট জানাল, আগামী ৮ ফেব্রুয়ারি অযোধ্যা মামলার শুনানি। • সুপ্রিম কোর্টের কাছে পর্যাপ্ত সময়ের আর্জি জানালেন এই মামলার আবেদনকারীরা। ইলাহাবাদ হাইকোর্টে দাখিল সমস্ত প্রাসঙ্গিক নথিপত্রের অনুবাদ ও রেকর্ড করার জন্য এই সময়ের আর্জি জানান তাঁরা। • ওয়াকফ বোর্ড ও বাবরি অ্যাকশন কমিটি-র দাবি, সুপ্রিম কোর্টের পাঁচ বা সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চে শুনানি হোক। অন্যথায় এ দিনের শুনানি বয়কট করবে তারা। • সুন্নি ওয়াকফ বোর্ডের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। • লোকসভা নির্বাচনের পর শীর্ষ আদালতে শুনানি করার আবেদন করল সুন্নি ওয়াকফ বোর্ড।

ঔরঙ্গজেবের শাসন চাইনা, চাই সবকা সাত সবকা বিকাস..

Image
যিনি গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে চা-ওয়ালা বলে খোঁচা দিয়েছিলেন। তবে এটা বলে তিনি বিজেপির অনেকাংশে উপকারই করেছেন। যখন রাহুল গান্ধী কংগ্রেসের সদর দন্তরে বসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন, তখনই নরেন্দ্র মোদী গুজরাটের ভালসাদে বাজিমাত করলেন। গুজরাটে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী খোঁচা দিয়ে বললেন, 'ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে তাঁরা মুঘলদের থেকে কিছু কম যান না। সেটা কংগ্রেস নেতারা প্রমান করে দিলেন। আমরা ঔরঙ্গজেবের শাসন চাই না। কংগ্রেসকে আমরা এটার জন্য অভিনন্দন জানাচ্ছি। তবে এই শাসন আমরা চাই না।' প্রতিপক্ষকে আক্রমণ করার কোনো সুযোগ ছাড়েন না নরেন্দ্র মোদী। এ দিনেও সেটা আবার প্রমান করলেন তিনি। প্রথম রাতে তিনি পিঁপড়ে মারার মতো রাহুল আর অভিষেকের প্রস্তুতিতেই আক্রমণটা শানালেন। তিনি বললেন, "যিনি জামিনে মুক্ত, যাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তিনি দলের সভাপতি হলেন। এই বার বুঝতে পারছি, ওরা কেমন সংস্কৃতি নিয়ে চলে।" মোদী এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছিলেন। কংগ্রেসের পরিবারতন্ত্রের উপর আঘাত ও গুজরাটের নির্বাচনী প্রচারে রাহুল গান্ধীর অভিষেককে মুঘল সম্রাটের সঙ্গে ত...

রাম মন্দির মামলার চূড়ান্ত শুনানি শুরু হল আজ..

Image
অযোধ্যার বিতর্কিত জমি কার? এ নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি শুরু হল আজ, মঙ্গলবার। এ দিন বেলা দু’টো থেকে শুরু হয় শুনানি।বাবরি মসজিদরের  ২৫ বছর পূর্তির ঠিক আগের দিন এই মামলায় ইলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ১৩টি আবেদন খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট এর  তিন সদস্যের একটি বেঞ্চ। ২০১০-এর ৩০ সেপ্টেম্বর রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় রায় দেয় ইলাহাবাদ হাইকোর্ট। ওই রায়ে আদালত বলে, অযোধ্যায় রামজন্মভূমি ও বাবরি মসজিদের ২.৭৭ একরের বিতর্কিত জমি সুন্নি ওয়াকফ বোর্ড, এ দিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি আব্দুল নাজিরের বিশেষ বেঞ্চে ওই মামলায় ১৩টি আবেদনের উপর শুনানি শুরু হবে। রামলালার তরফে কে পরাশরণ, সি এস বৈদ্যনাথন এবং সৌরভ শামশেরি, উত্তরপ্রদেশ সরকারের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তুষার মেহতা শুনানির সময় উপস্থিত থাকবেন। অন্য দিকে, অল ইন্ডিয়া সুন্নি ওয়াকফ বোর্ড ও নির্মোহী আখড়া-সহ অন্যদের তরফে থাকবেন কপিল সিব্বল, অনুপ জর্জ চৌধুরি, রাজীব ধবন ও সুশীল জৈন।

মধ্যপ্রদেশ মন্ত্রীসভা এক চমৎকার আইন পাশ করল!!জানলে আপনিও খুশি হবেন।

Image
করা আইন নিয়ে এল মোদী সরকার, মধ্যপ্রদেশে ১২ বছর বা তার কম বয়সীদের ধর্ষণের শাস্তি হতে চলেছে মৃত্যুদণ্ড। এ সংক্রান্ত বিলটিতে আগেই সিলমোহর দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার মধ্যপ্রদেশ বিধানসভাতেও সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেল বিলটি।এ বার বিলটিকে আইনে পরিণত করার জন্য দরকার রাষ্ট্রপতির অনুমোদন। রাজ্য প্রশাসন সূত্রে খবর, শীঘ্রই বিলটি অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।বিলটি পাশ হওয়ার পরই সন্তোষ প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তিনি বলেন, ‘‘যারা শিশুদের ধর্ষণ করে, তারা মানুষ নয়, তারা পিশাচ। তাই তাদের বেঁচেথাকারও কোনও অধিকার নেই।’’ পাশাপাশি, মহিলাকে বার বার উত্যক্ত করলে তা নতুন আইনে জামিন অযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘মহিলাদের সম্মান না করে যারা অসম্মান করে, তাদের শাস্তি হবেই।’’

আন্তর্জাতিক মহলে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারত।এই অজানা তথ্য জানলে আপনিও গর্বিত হবেন।

Image
ভারতের টাকায় নির্মীয়মাণ ইরানের ছাবাহার সমুদ্রবন্দরের একটি অংশের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল রবিবার।দেশের নিরাপত্তার স্বার্থে আর পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার না করে আফগানিস্তান, ইরান ও মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্য-সম্পর্ক জোরদার করে তুলতে ইরানের ছাবাহারে সমুদ্রবন্দর গড়ে তুলতে ৫০ কোটি ডলার দিয়েছে ভারত।প্রাথমিক ভাবে ছাবাহার বন্দরের যে অংশটির কাজ শেষ হয়েছে, তার নাম দেওয়া হয়েছে, শাহিদ বেহেস্তি বন্দর। এখন ওই বন্দরের দু’টি বার্থ ব্যবহার করবে ভারত। আজ ওই বন্দরের উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। হাজির ছিলেন ভারত, আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলির প্রতিনিধিরাও। আগামী বছরের শেষাশেষি মাল ওঠা-নামার কাজ শুরু হয়ে যাবে ওই বন্দরে। কাজ কেমন এগিয়েছে, তা দেখতে রাশিয়া সফর শেষে ভারতে ফেরার পথে শনিবার তেহরান ছুঁয়ে আসেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ঘুরে দেখার সময় তাঁর সঙ্গে ছিলেন ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফও।পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলে ইরানের দক্ষিণ-পূর্ব প্রান্তের সিস্তান-বালুচিস্তান প্রদেশের ছাবাহারে বন্দর গড়ে ওঠায় এ বার পাক ভূখণ্ড ব্যবহার না করেই পশ্চিম উপকূল থেকে ভারত ব্যবসা, বাণিজ...

মোদী গর্জন চাপে ফেললো কংগ্রেসকে! কি বললেন মোদী অবশ্যই জানুন।

Image
বিশ্বের সব থেকে লোক প্রিয় প্রধানমন্ত্রীর পপুলারিটি এক্ষুন ও অনেক আছে,আজ বিরোধীদের বিরুদ্ধে যে  গর্জন করেছেন তা  গুজরাট ভোটে বিজেপিকে যেটাতে সাহায্য করবে, আজ সোনা গেল মঞ্চ থেকে গর্জন,আজ  গুজরাট সুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সোনার জন্য যে পরিমানে ভির উভরে পরেছিল তাতে মনে করা যায় বিজেপি ক্ষমতা এবং তার সাথে নরেন্দ্র মোদীর ক্ষমতা, আর টানা ২২ বছর বিজেপি-র হাতে থাকা নিজের রাজ্য গুজরাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে ‘মডেল’ হিসেবে তুলে ধরলেন উত্তরপ্রদেশকে। উত্তরপ্রদেশে সদ্য শেষ হওয়া পুর ও নগর পঞ্চায়েত ভোটের ফলাফল দেখিয়ে বোঝানোর চেষ্টা করলেন উত্তরপ্রদেশই ভাইব্র্যান্ট আপাতত শাসক দল বিজেপি-র কাছে! যেখানে একেবারেই ধরাশায়ী হয়েছে কংগ্রেস।এর পরেই আসে মোদীর খোঁচা, ‘‘কংগ্রেসকে হাড়ে হাড়ে চেনে উত্তরপ্রদেশ।  গুজরাতও চেনে!’’ দু’দিনে দক্ষিণ গুজরাত ও সৌরাষ্ট্রে ৭টি জনসভা করবেন প্রধানমন্ত্রী। গুজরাতে এত দিন বিজেপি’র ভোট ব্যাঙ্ক ছিলেন যে পটেল সম্প্রদায় বা পাতিদাররা, তাঁদের একটি বড় অংশের মানুষ থাকেন সৌরাষ্ট্রে। হার্দিক পটেলের সৌজন্যে যে পাতিদার ভোট নিয়ে এ বার ভাবতেই হচ্...

বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য অমিতাভ ব নেতাজির মধ্যে গভীর সম্পর্ক...

Image
জয়া ভাদুড়ী বাদেও তাঁর আত্মীয়তার যোগাযোগ রয়েছে বাংলার সাথে। আবার নেতাজির গভীর সম্পর্ক রয়েছে উত্তরপ্রদেশের সাথে। কারণ তাঁর পূর্বপুরুষরা সেই মাটিরই সন্তান। এক গবেষণায় উঠে এলো একটি অবিস্বাশকর সত্য। অমিতাভ বচ্চন আর নেতাজি সুভাষ চন্দ্র বসু নাকি একই পরিবারের সন্তান। শুধু তাই নয়, অন্তর্জাতিক গবেষক থেকে জানা গেছে হাজার বছর আগে এঁদের সকল পূর্বপুরুষ একই পরিবারের সন্তান ছিলেন। এমনকি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গেও এঁদের সম্পর্ক রয়েছে। পাঁচকুলিন কায়স্থ উত্তর ভারত থেকে বাংলায় চলে আসে ছিলেন। এই পাঁচকুলিন কায়স্থ হলেন ঘোষ, বোস, মিত্র, দত্ত ও গুহ। তারপর তাঁরা এই পদবী নিয়েই তাদের জীবন বাংলায় অতিবাহিত করতে থাকেন। গবেষণা বলেছে যে, বাংলার বসু পরিবার আর উত্তরপ্রদেশের শ্রীবাস্তব পরিবার একই পূর্বপুরুষ থেকে এসেছে। সেই মত অনুযায়ী বচ্চন ও নেতাজির সম্পর্ক আত্মীয়তার। source

এক্সক্লুসিভ: গুজরাট নির্বাচনে অমিত শাহের করা জবাব, যা বিরোধীদের চিন্তায় ফেলবে..

Image
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ আজ এক সম্বেলনে তিনি বলেন গুজরাট বিধানসভার নির্বাচনে ১৫০ টি আসন বিজেপি জিতবেই, গুজরাটের শীর্ষ সম্মেলনের জহির সম্পাদক-ইন-চিফ সুধীর চৌধুরীর সঙ্গে কথা বললে শাহ বলেন, যদি বিজেপি জয়লাভ করে তবে সংখ্যা ১৬০ এর বেশি হতে পারে। "গত তিন বছরে বেশ কয়েকটি নির্বাচন হয়েছে এবং ২০১৪ সাল থেকে আমরা সারা ভারতে সংখ্যায় পেয়েছি ... যদি আমরা জয়লাভের ধারাবাহিকতা বজায় রাখি, আমরা ১৫০ টি আসন কম পাবে না, যা আদর্শভাবে ১৬০ এর বেশি হতে হবে," শাহ। গুজরাটের ক্ষমতাসীনরাও কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীকে আক্রমণের সুযোগ করে দিয়েছিলেন, তিনি উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক বিষয়ে তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। "রাহুল গান্ধী আসছেন এবং গুজরাটে কর্মসংস্থান সম্পর্কে কথা বলছেন, আর আমেথিতে লোকেরা চাকরির জন্য গুজরাট আসছে", আমিত শাহ বলেন।

ফের ‘লভ জিহাদ’: হাদিয়ার বক্তব্য শুনবে এবার সুপ্রিম কোট..

Image
সত্যিই কি তাঁকে মুসলিম হতে কেউ বাধ্য করেননি ? নিজের ইচ্ছাতেই মুসলিম হয়েছিলেন হাদিয়া? তাঁর ধর্মান্তকরণ কি ঘটেছিল তাঁর বিয়ের দু’বছর আগেই ? সরাসরি হাদিয়ার মুখ থেকে আজ, সোমবার সেই সব কথা শুনবে সুপ্রিম কোর্ট। প্রকাশ্য এজলাসে। শীর্ষ আদালতে তাঁর ‘লভ জিহাদ’ মামলার জন্য গত শনিবার কোচি থেকে বিমানে কড়া পুলিশ পাহারায় হাদিয়াকে নিয়ে আসা হয়েছে দিল্লিতে। সঙ্গে রয়েছেন হাদিয়ার মা, বাবাও।যাঁকে ঘিরে ‘লভ জিহাদ’ বিতর্কে আপাতত তোলপাড় কেরল, সেই হাদিয়া অবশ্য গত শনিবার দিল্লি রওনা হওয়ার আগে কোচি বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন, ‘‘আমি মুসলিম। নিজের ইচ্ছাতেই মুসলিম হয়েছি। কেউ আমাকে বাধ্য করেননি মুসলিম হতে। আমি স্বামীর কাছে ফিরে যেতে চাই।’’ গত শুক্রবার হাদিয়ার স্বামী শাফিন জাহান অভিযোগ করেন, হাদিয়াকে এখন চাপ দিয়ে হিন্দু বানানোর চেষ্টা হচ্ছে। গত বছর শাফিনকে বিয়ে করার সময় হাদিয়ার বয়স ছিল ২৪। নামও ছিল আকিলা অশোকান।বিয়ের পরেই হাদিয়ার বাবা কেরল হাইকোর্টে একটি মামলা করেন। তাঁর অভিযোগ ছিল, জঙ্গিরাই চক্রান্ত করে তাঁর কন্যা আকিলার (এখন হাদিয়া) ধর্মান্তকরণ ঘটিয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) এখন তার তদন্ত করছে।হাদিয়ার ...

২০০০ টাকার নোট নিয়ে RBI এর বড় সিদ্ধান্ত চিন্তায় ফেলবে আপনাকেও !

Image
দিল্লি: নোটগুলির প্রবর্তন এবং কালো টাকা বন্ধ করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আগের বছরে  ২০০০ টাকার  নোট বার করার এক বড় সিদ্ধান্ত সরকারের সাথে নিয়েছিল। আরবিআই এর এই সিদ্ধান্ত আপনার টেনশন বাড়তে পারে। প্রকৃতপক্ষে, সারা দেশ জুড়ে পরবর্তী তিন মাস RBI এর পাশাপাশি ২০০ এবং এর নিচে ছোট নোট শুধুমাত্র উপলব্ধ করা হবে। কেন এল RBI এই সিদ্ধান্ত আরবিআই এই সিদ্ধান্ত ২০০০ টাকা এর শোর্টেজ এবং এটিএম মধ্যে ২০০ এবং এর ছোট ছোট নোট না চলার কারণ আছে।আরবিআই বলছে যে এটিএম উপর নির্ভরতা কম পরবে। অন্যদিকে ছোট নোট আসলে  কালো ধনকেও লাগাম  লাগানো যাবে। উপলব্ধ ২০০০ এর নোট এটিএম  ফিড হবে। কিন্তু এখন পর্যন্ত ছোট মুদ্রা চালু করা যাবে না। ২০০০  টাকা বন্ধ ভারতীয় রিজার্ভ ব্যাংকের ২০০০ টাকা  নোট বন্ধ করা হয়েছে এবং বর্তমান অর্থ বছরে তাদের এবং কোনও ছাপা হবে না ২০০০ টাকার নোটগুলির ওপর সরকারের পাশাপাশি সময়ব্যাপী বিবৃতি আসছে। এই বছর এপ্রিল মাসে সরকার দ্বারা রাজশাহীতে বলা হয় যে ২০০০ টাকা নোটের বিস্মরণকরণের কোন পরিকল্পনা নেই। আগস্টে অর্থমন্ত্রী অরুণ জেটলি যখন প্রশ্ন করা হয়েছিল যে কি সরক...

আজ গুগল সার্চে এই ফটোটি সকলেই দেখেছেন কিন্তু জানেন ইনি কে বা কি করেছেন দেশের জন্য, জানুন...

Image
রুখমাবাই রাউত (নভেম্বর ২২, ১৮৬৪ - ২5 সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর, ১৯৫৫) একজন ভারতীয় মহিলা যিনি ঔপনিবেশিক ভারতে প্রথম অনুশীলনরত নারী ডাক্তারের একজন। যাইহোক, ভারতের প্রথম মহিলা চিকিত্সক ড। আনন্দি গোপাল জোশি, যিনি  ১৮৮৬ সালের ১১  মার্চ ডিগ্রী অর্জন করেন। কিন্তু ড। জোশি এক বছরেরও বেশি সময় অনুশীলন করতে পারছিলেন না, তাই আরও বেশি সময়কালের ভিত্তিতে প্রথম চিকিত্সক ভদ্র চিকিৎসক চিকিত্সার ডাঃ রুখমাবায় রাওয়াত, যিনি ১৮৮২সালে চিকিৎসাবিজ্ঞানে যোগ দিয়েছিলেন এবং  ১৮৯৪  সালে ভারতে ফিরে এসেছিলেন। ডাঃ রাকমাবায়ে ভারতে ৫০ বছরের বেশি সময় ধরে অনুশীলন করেছেনডাঃ রুখাম্বাই রাউট একটি ঐতিহাসিক আইন মামলায়ও ছিলেন, যার ফলে ১৮৯১  সালের এজ অফ কনসেন্ট্ট অ্যাক্টের আইন প্রণয়ন করা হয়েছিল। এগারো বছর বয়সে নবীন বছর বয়সী দাদাবি ভিকজী রাউতকে বিয়ে করেন তিনি। তবে তিনি তার বিধবা মা জয়ন্তেবীর বাড়িতে থাকতেন, যাঁর সাথে বিবাহিত সহকারী সার্জন সখারাম আঞ্জুণ রায়ত ছিলেন। যখন দাদাজি ও তার পরিবার রুখমবাঈকে তার বাড়ীতে যেতে বলেছিল, তখন তিনি তার পদক্ষেপ-পিতা কর্তৃক তার পছন্দ অনুসারে সমর্থিত হন। এর ফলে ১৮...

আবারও দিল্লির ট্যাক্সিতে গণধর্ষন এক মহিলার..

Image
মাথায় বন্ধুক ঠেকিয়ে এক মহিলাকে গণধর্ষণের পর তাঁর গয়না, টাকা, ফোন লুঠ করে নেওয়ার অভিযোগ উঠেছে এক ট্যাক্সিচালক ও তার সঙ্গীর বিরুদ্ধে। মঙ্গলবার গভীর ঘটনাটি ঘটে গ্রেটার নয়ডায়। মহিলার পরিবার ও বন্ধুদের দাবি, ওই দুই অভিযুক্ত ধর্ষণের ভিডিও রেকর্ডিংও করে রাখে। পুলিশের কাছে গেলে সেই ভিডিও বাজারে ছেড়ে দেওয়া হবে বলেও মহিলাকে হুমকি দেয় তারা। মহিলা পুলিশকে জানান, রোহিনিতে যাওয়ার জন্য দিল্লির হজ খাস এলাকা থেকে একটি ট্যাক্সিতে ওঠেন তিনি। ধৌলা কুঁয়া থেকে ট্যাক্সিতে আরও এক ব্যক্তিকে গাড়িতে তোলে চালক। কিছু দূর এগোতেই হঠাত্ই গাড়ির মুখ ঘুরিয়ে গ্রেটার নয়ডার পারি চক এলাকায় একটি নির্জন জায়গায় নিয়ে যায় সে। কিছু বুঝে ওঠার আগেই চালক এবং গাড়িতে থাকা ওই ব্যক্তি তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। তাঁর পরনের গয়না, ১২ হাজার টাকা এবং মোবাইল ফোন কেড়ে নেয় তারা। বুধবার ভোর ৫টায় কোনও রকমে নিজের বাড়িতে পৌঁছন মহিলা। তার পরই তাঁর পরিবার পুলিশকে গোটা বিষয়টি জানিয়ে অপহরণ এবং গণধর্ষণের মামলা দায়ের করেন ট্যাক্সিচালক ও তার সঙ্গীর বিরুদ্ধে। দিল্লি পুলিশের অ্যাডিশনাল ডিসিপি (দক্ষিণ) চিন্ময় বিসওয়াল বলেন, “হজ খা...

Breaking News - মোবাইল ব্যাবহার কারীদের জন্য কোর্টের বড় সিদ্ধান্ত,জেনে নিন এই নিয়ম...

Image
আপনার মোবাইল ফোন কোম্পানি ও ব্যাঙ্ক আপনাকে প্রায় আপনাকে ম্যাসেজ করে থাকে ফোন নাম্বার বা ব্যাঙ্কএর সাথে আধার লিংক করানোর জন্য তাহলে সেটা আপনার জন্য ভালো।কারণ সুপ্রিম কোর্ট এই সমস্ত ব্যাঙ্ক ও কোম্পানিকে কল এবং ম্যাসেজএর মাধ্যমে জনগণের কাছে সঠিক খবর পৌঁছানোর নির্দেশ দেন।আশ্চর্যের বিষয় হলো যে সুপ্রিমকোর্টএর বিচারক নিজে এই ধরণের কল ও ম্যাসেজ দ্বারা বিরক্ত হন।সুপ্রিম কোর্ট আধার আইনের সাংবিধানিক বৈধতা ও আধারের সাথে নাম্বারের যুক্তিকরণ নিয়ে কেন্দ্রের কাছে উত্তর চেয়েছেন।নভেম্বরের শেষ সপ্তাহে এই বিষয়ে শুনানি হবে।বেঞ্চ বলে টেলিকম পরিষেবা ও ব্যাঙ্ককে তাদের গ্রহকদের সঠিক ভাবে আধার লিংকের শেষ সময় ও দিন জানিয়ে দিতে হবে।ব্যাঙ্ক ও টেলিকমের আধারলিংকের শেষ তারিখ যথাক্রমে ৩১সে ডিসেম্বর ২০১৭ ও ৬ ফেব্রুয়ারি ২০১৮।অন্যদিকে কেন্দ্র সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়েছে যেখানে বলা হয়েছে, ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারির মধ্যে ফোন নাম্বার ও ব্যাঙ্ক একাউন্ট এর সাথে আধারের লিংক করতে হবে।যিনি করবেন না তিনি মোবাইল পরিষেবা থেকে ব্যাহত হবেন এবং উনাকে নতুন ব্যাঙ্ক একাউন্ট খুলতে হবে। তবে মোবাইল নাম্বারের সাথে কেন যুক্ত করতে হব...

দুর্নীতির বিরুদ্ধে যোগীর প্রথম সার্জিক্যাল স্ট্রাইক , কিভাবে জানলে চমকে যাবেন...

Image
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 7 মাস আগে যখন ক্ষমতায় আসেন, তখন তিনি দুর্নীতির জন্য শূন্য সহনশীলতার কথা বলেন। প্রধানমন্ত্রীর যোগী খারেও এই বিষয়ে অবতরণ করেছেন। দুর্নীতির উপর তার সর্বশেষ পদক্ষেপ নিন। সংবাদ যোগী সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, দুর্নীতি ও রাষ্ট্র অনিয়মের কারণ বেশি 550 কর্মকর্তা কাজ করার সিদ্ধান্ত নিয়েছে 250-260 কর্মকর্তা ও কর্মচারী আজ কর্ম বিভাগের চেয়ে বড় অর্ডার। তাদের ভিআরএস দেওয়া হচ্ছে কর্মসংস্থানের অভাব এবং অভাবের কারণে পদ্মা সেতুতে দুর্নীতির কারণে 550 জন কর্মকর্তার বিরুদ্ধে যোগসাজি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যোগ দেয়।উপ-মন্ত্রী কেওশভ প্রসাদ মৌর্য একটি পাবলিক কর্মবিভাগ বিভাগ (পিডব্লুডি) বিভাগ আছে। এই প্রক্রিয়ায় নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, নিকৃষ্ট প্রকৌশলী রয়েছে। এছাড়াও তিনি বিভাগ থেকে বেরিয়ে আসছেন। একই সময়ে, প্রায় 260-270 কর্মকর্তা জোরপূর্বক অবসর (ভিআরএস) এর অধীন হবে। এই বিষয়ে পি.এড.ডব্লিউডি ইউপি প্রধান সচিব রাজিব কুমার এবং সিএম যোগি আদিত্যনাথের কর্মকাণ্ডের তথ্য পাঠিয়েছে। 392 টি পিডব্লিউডি'র নির্বাহী প্রকৌশলীকে স্ক্রিনড করা হয়েছ...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন প্ল্যান যা বদলাতে চলেছে দেশের অর্থনীতি।

Image
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ আবাসনে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছে রিপোর্ট অনুযায়ী বিজেপি প্রধান আমিত শাহ, অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং দলের অন্য শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত হচ্চে বলে সূত্র জানায়, মোদী অর্থনীতির অবস্থা আরো মজ্ভুত করার কথা বলেছেন বলে জানা গেছে , PHOTO BY GOOLE.COM বৈঠক শেষে সরকার বেশ কিছু ঘোষণা দেয়ার সম্ভাবনা রয়েছে , দিওয়ালির আগে সরকারের অর্থনৈতিক নীতিমালার প্রতিবাদে প্রধানমন্ত্রী গতকাল ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি নতুন প্রয়োগযোগ্য পণ্য ও সেবা কর আইন পরিবর্তনের জন্য প্রস্তুত।রাহুল গান্ধীর সরকার তার বিক্ষোভের সিদ্ধান্ত এবং জিএসটি এর ত্রুটিপূর্ণ বাস্তবায়নের সমালোচনায় এ কথা বলেন।বৈঠকে এও গুরুত্ব রয়েছে যে বিজেপি প্রধান আমিত শাহ অপ্রত্যাশিতভাবে তার কেরল ইভেন্টটি কাটিয়ে ওঠেন এবং এই সভায় অংশগ্রহণের জন্য জাতীয় রাজধানীতে ফিরে যান।কেরালার মুখ্যমন্ত্রী পীররায়েই উইজিয়ানের স্বদেশে যাওয়ার জন্য নির্ধারিত ছিল আজকের মার্চ মাসে অংশ নেওয়ার জন্য আমিত শাহের ভূমিকা ছিল।তবে, কেরল সময়সূচী সামান্য কমাতে অমিত শাহের সিদ্ধান্ত বিজেপি এর উচ্চাভিলাষী জন রক্ষা যাত্রা...