Posts

Showing posts with the label ভারতী ঘোষ

বিজেপিতে যোগ আইপিএস ভারতী ঘোষ ঘটনাটি কতটা সত্যি জানুন..

Image
ভারতী ঘোষকে পশ্চিম মেদিনীপুর সুপারের পদ থেকে ব্যারাকপুরের তৃতীয় ব্যাটেলিয়নে বদলি করা হয়। তারপর তিনি সুরজিত করপুরকায়স্থের(রাজ্য পুলিশের ডিজি) কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন। এই কাজের মাধ্যমে রাজ্য রাজনীতি ও আমলামহলে শোরগোল ফেলে দেন। তিনি বিজেপিতে যোগদানের জন্য লিখিত আবেদন জানিয়েছেন। বিজেপি সূত্রে খবর পাওয়া গেছে, ভারতী ঘোষ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে গেরুয়া শিবিরে যোগদানের ইচ্ছার কথা লিখিত আবেদনে জানিয়েছেন। পাশাপাশি তিনি মুকুল রায়কেও চিঠির মাধ্যমে বিজেপিতে যোগদানের ইচ্ছার কথা জানিয়েছেন।ভারতী ঘোষ ইস্তফাপত্রের সঙ্গে তিন মাসের ছুটির আবেদনও জানিয়েছিলেন। কিন্তু এর কোনোটিই মঞ্জুর করা হয়নি। দুটিই নামঞ্জুর হওয়ার শর্তেও তিনি নতুন পদের কাজে যোগ দেননি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে একসময় ভারতী ঘোষের খুব ঘনিষ্ট সম্পর্ক ছিল। কিন্তু সেটা এখন বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তলানিতে নেবে গেছে। আর তারই সঙ্গে মুকুল রায়ের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রাজনৈতিক মহলে সারা ফেলে দিয়েছে।

প্রয়োজন ফুরোলেই ছুড়ে ফেলে দেন মমতা মুকুল বাণে বিদ্ধ হলেন নেত্রী

Image
বিজেপিতে আসার পর থেকেই মুকুল রায় খবরের শিরোনামে,তিনি রোজ কিছু না কিছু বাপরে বর্তমান সরকারকে কাটঘড়াতে দার করছেন,এতদিন বিরোধীরা যে অভিযোগ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই অভিযোগ এখন শোনা যাচ্ছে মমতার ডানহাত বলে পরিচিত সদ্য দলত্যাগী মুকুল রায়ের কণ্ঠেও।এদিন তিনি একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে প্রয়োজনে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন।' তিনি ফের এক চাঞ্চলকর বক্তব্য রাখেন,তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাজের জন্য সবাইকে সাথে রাখেন আর কাজ মিটে গেলে তাকে ছুড়ে ফেলে দেন,তেমনি তিনি ভারতী ঘোষ এর সাথে করেন বলে দাবি মুকুল রায় এর,গত সোমবারই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে ব্যারাকপুরে রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসারের পদে বদলি করা হয় ভারতী ঘোষকে। অনেক পুলিশ অফিসারের ক্ষেত্রেই এমন ঘটনা ঘটছে।আর ব্যবহার করা হয়ে গেলে তাঁকে ছুঁড়ে ফেলে দিতে এতটুকু দ্বিধা করেন না। মনে করলেই ছুঁড়ে ফেলে দেন। মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে।' source