Posts

Showing posts with the label গেরুয়া ঝর

ফের গুজরাটে গেরুয়া ঝরে চিত্পাত কংগ্রেস, দেখুন লাইভ ফলাফল..

Image
ফের দেখা গেল গেরুয়া গড়। এবারেরও  গেরুয়া ঝর গুজরাট থেকে উঠলো, আজ গুজরাটে পৌর নির্বাচনের  ফল ঘোষণা ৭৫টি পৌরসভার ফল আজ  তাই   সকাল থেকেই উত্তেজনা চলছে গুজরাটে এবার নতুন বিজেপি সরকার পৌরসভা নির্বাচন জিততে পারবে কিনা। ভোট গণনার প্রথম দিকে কংগ্রেস কিছুটা টক্কর দিলেও বেলা গড়াতে গড়াতে  বিজেপির সিট্ বাড়তে শুরু করে। ২০১৬ সালে ১২৩টির মধ্যে ১০৭টি আসন পেয়ে বড় গেরুয়া ঝর দেখিয়েছিল বিজেপি। ফলে, এবারও তেনই প্রত্যাশা রাখছে পদ্ম শিবির। দেখে মনে হচ্ছে তা পূরণ হতে চলেছে। বর্তমান ফলাফল - বিজেপি ৪৪ + কংগ্রেস ২৭ + অন্যান্য ৪ + Anandabazar Patrika