Posts

Showing posts with the label ভারতীয় sena

অবশেষে শ্রীনগর সংঘর্ষের শেষে বড় সাফল্য ভারতীয় সেনার...

Image
অবশেসে আজ শেষ হলো জঙ্গি।গতকাল শ্রীনগরের কর্ণনগরে সিআরপিএফের শিবিরে হামলা চালায় জঙ্গিরা। শিবিরের কাছে সংঘর্ষে নিহত হন এক সিআরপিএফ জওয়ান।আজ সকালে জঙ্গিদের খতম করতে চূড়ান্ত অভিযান শুরু করে সিআরপিএফ ও জম্বু পুলিশ।  শ্রীনগরে সংঘর্ষ শেষ হওয়ার আগেই আজ ভোরে জম্মুর দোমানায় সেনা ঘাঁটি লক্ষ করে গুলি চালায় জঙ্গিরা।তবে শিবিরে ঢুকতে পারেনি তারা।এই হামলার দায় নেয় লস্কর জঙ্গি সংঘঠন তবে সেনা জানিয়েছে দুই মোটরবাইক আরোহী জঙ্গি শিবিরের মূল ফটকের দিকে এগোলে তাদের থামতে বলেন রক্ষীরা আর তখনই গুলি চালায় জঙ্গিরা।তার জবাব দেয় ভারতীয় সেনা আরঅবশেসে খতম করা হয় দুই জঙ্গিকে ও তার সাথে এই মিসন শেষ হয় ভারতীয় সেনার।