Posts

Showing posts with the label তিনিমুল

100 দিনের কাজে দুর্নীতি উধাও সাড়ে 5 কোটি ,করলো এই পার্টির নেতা...

Image
একশো দিনের কাজে ফের দুর্নীতি, অভিযোগ কোচবিহারে সেখানে ৪ বছরে সাড়ে ৫ কোটি টাকা ঘটালা হয়ে চলেছে এমনকি মৃত ব্যক্তির নামেও টাকা আসছে। আর সেই টাকা তুলে নিয়েছেন দিনের পর দিন পঞ্চায়েত উপপ্রধান।দিনহাটার দুই নম্বর আটিয়াবাড়ি পঞ্চায়েতের ঝুড়িপাড়া গ্রাম। গ্রামের ৮০০ মানুষের জব কার্ড রয়েছে। সরল বিশ্বাসে প্রায় সকলেই জব কার্ড জমা রেখেছিলেন পঞ্চায়েত উপপ্রধান আবদুল মান্নানের কাছে। অভিযোগ করেন গ্রামবাসীরা ৪ বছরে প্রত্যেক গ্রামবাসীর পোস্ট অফিসের অ্যাকাউন্টে গড়ে ৩০ হাজার টাকা করে জমা পড়ে কিন্তু এখনও কেও টাকা পায়নি অ্যাকাউন্ট থেকেই সেই টাকা উধাও। অন্যদিকে অভিযুক্ত উপপ্রধান আবদুল মান্না বলেন কার টাকা কে তুলছে তা দেখার দায়িত্ব পোস্ট অফিসের আমাদের না এসব দেখা কাজ। বার বার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আসায় চাপে পড়েছে শাসকদল।