Posts

Showing posts with the label বিপিন রাওয়াত

Breaking News: ভোর-রাতে বড় সাফল্য ভারতীয় সেনাবাহিনী - Supravat.in

Image
সুপ্রভাত ডিজিটাল:    আজ ভোর রাতে বড় সাফল্য ভারতীয় সেনার। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে ফের বড়সড় সাফল্য ভারতীয় সেনার। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জেলার নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি সংঘর্ষে তিন জঙ্গি নিহত হয়েছে। সন্ত্রাসবাদীর উপস্থিতি সম্পর্কে তথ্য জানাতে পেয়ে সেনাবাহিনী তাদের উপর হামলা করে এবং তিনজন সন্ত্রাসবাদী নিহত হয়।নিহতদের মধ্যে দুই জঙ্গি শ্রীনগরের ঈসা ফজলি এবং আনন্নান্গের কোকারনাগ গ্রামের সৈয়দ ওয়েয়েসকে চিহ্নিত করেছে ও তৃতীয় জঙ্গিটার পরিচয় জানা এখনও জানা যায়নি। নিহত এক জঙ্গিরা শহরের একটি সৌরস্থ পুলিশ পাহারাদারের সাম্প্রতিক হামলায় জড়িত ছিল, যার মধ্যে একটি পুলিশ কনস্টেবলকে হত্যা করা হয়েছে। তাদের কাছ থেকে এ কে 47 রাইফেলস, পিস্তল, হাত-গ্রেনেড ইত্যাদি পাওয়া যায়  *****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******

সুপ্রিম কোর্ট: সেনাদের সঙ্গে অপরাধীর মত ব্যবহার করা যায় না, আর কি বলল সুপ্রিমকোর্ট দেখুন...

Image
সুপ্রভাত ডিজিটাল: এবার ভারতীয় সেনাদের লক্ষ করে পাথর ছুড়লে শাস্তি হবে। ২৭ জানুয়ারি পাথরছোঁড়া জনতাকে আটকাতে মেজর আদিত্য গুলি চালান এবং ২ বিক্ষোভকারীর মৃত্যু হয়। আসল প্রশ্ন হচ্ছে পাথরছোঁড়া জনতা সেনাদের উপর পাথর ছুড়লে কিছু করা যাবে না আর সেনা যদি কিছু করে তাহলে মেবুবা মুফতি সরকার তার বিরুদ্ধে এফআইআর দায় করে। তাহলে কি সেনারা বসে বসে মার খাবে? এমনটাই জানালেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলে সাধারণ নাগরিকদের বাঁচাতে প্রাণ দেন শত শত সেনা কর্মী তাদের সময় আপনারা কোথায় থাকেন। এবং কাশ্মীরে সেনা বাহিনীর বিশেষ অধিকার আইন বলবৎ রয়েছে, এই আইন অনুযায়ী কেন্দ্রের অনুমতি ছাড়া কোনও সেনাকর্মীর বিরুদ্ধে আইনি বা অন্য কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। ২৪ এপ্রিল এ ব্যাপারে চূড়ান্ত রায় দেওয়া হবে, তার আগে ওই এফআইআরের ভিত্তিতে মেজরের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। 24 ghanta Live News 24 Ghanta

সরকার যেটা করতে পারবে না সেটা করে দেখায় ভারতীয় সেনা, কেন এমন উত্তর..

Image
সুপ্রভাত ডিজিটাল: সেনা প্রধান বিপিন রাওয়াত বলেন সরকার যেটা করে দেখাতে পারবে না সেটা ভারতীয় সেনা করে দেখাবে। কেন এমন মন্তব্য সেনা প্রধানের, তার আসল কারণটি হলো এখনও দেশের বিভিন্ন জায়গায় ভারত সরকার শিক্ষা ও স্বাস্থ্যের মতো কিছু সুবিধা দিতে পারে না। সেই সমস্ত জায়গায় ভারতীয় সেনা শিক্ষা ও স্বাস্থ্যের মতো পরিষেবা পৌঁছে। বর্তমানে এখন ও কিছু জায়গা রয়েছে যেখানে যেখানে সরকারের জনকল্যাণমূলক কাজ পৌঁছয়ই না। কিন্তু সে সব এলাকাতেও স্বাস্থ্য বা শিক্ষার আলো পৌঁছে দেয় সেনা বাহিনী। এইসব এলাকার মানুষ বহুলাংশে সেনা বাহিনীর উপর নির্ভর করেন। ভারত সরকার যে কাজ করতে পারে না সেই সব জায়গায় কাজ করে দেখায় বাহিনী। 24 ghanta live news

পাকিস্তানকে করা জবাব ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াতের,যা শুনলে আপনিও গর্বিত হবেন..

Image
সেনা দিবসে পাকিস্তানকে করা ভাসায় জবাব দিলেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত।সোমবার বড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনাবাহিনী কোটলি সেক্টরে পাক সেনার গুলির জোরাল জবাব দেয় ভারতীয় সেনা। এই ঘটনায় ৭ জন পাক রেঞ্জার্স খতম হয়। এরকম এক পরিস্থিতিতে ফের পাকিস্তানকে সতর্ক করলেন রাওয়াত।সোমবার নয়াদিল্লিতে সেনা দিবসের অনুষ্ঠানে জেনারেল রাওয়াত বলেন বাধ্য করলে আমরা অন্য ব্যবস্থা নেব ফের করা জবাব ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াতের।তবে অন্য ব্যবস্থা কী সে বিষয়ে বিশদ ব্যাখ্যা দেননি সেনাপ্রধান বিপিন রাওয়াত। তবে তাঁর বার্তা পাকিস্তান যদি অনুপ্রবেশে মদত দেওয়া বন্ধ না করে সে ক্ষেত্রে কড়া পদক্ষেপ করা হবে ভারতের তরফ থেকে।