Posts

Showing posts with the label নরেন্দ্র মোদি

BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

Image
সুপ্রভাত ডিজিটাল: এক বড় সিধান্ত প্রধানমন্ত্রী মোদীর। এবার কোনো রাজনৈতিক বিষয় নয় এবার তিনি টিবি নির্মূলের লক্ষ্যে পৌঁছানোর কথা বললেন। টিবি নির্মূলের দিকে প্রধানমন্ত্রী মোদীর এক বড় কদম। ২০৩০ এর মধ্যে প্রধানমন্ত্রী চান দেশ থেকে যাতে টিবি নির্মূল হয় আর এর পর তিনি বলেন নির্ধারিত লক্ষ্যের চেয়ে পাঁচ বছর আগে ২0২৫ সালের মধ্যে রোগটি শেষ করার লক্ষ্যে নিলেন প্রধানমন্ত্রী মোদী নির্মূল মিশন ঘোষণা করলেন তিনি। সমগ্র বিশ্ব জুড়ে নেতারা সারা বিশ্ব জুড়ে সমস্ত রাজ্যগুলির মন্ত্র সহ সহস্রাব্দে যোগ দিতে জাতীয় রাজধানীতে একত্রিত হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই ঘটনায় এখানে উপস্থিত সব রাজ্যের এবং সংশ্লিষ্ট কর্মকর্তার কয়েকজন মন্ত্রী উপস্থিত আছেন, নির্দেশ দেন যে, আমরা কীভাবে 'টিম ইন্ডিয়া' হিসেবে দেশ থেকে টিবি নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছি।টিবি একটি সংক্রামক, বায়ুবাহিত রোগ যা প্রধানত ফুসফুসকে প্রভাবিত করে এবং ব্যাকটেরিয়া মাইকোব্যাকটেরিয়াম যক্ষ্মা (এমটিবি) দ্বারা সৃষ্ট হয়। *****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আই...

আপনারা মোদীজির সাথে দেখা করছেন না কেন?প্রশ্নের উত্তরে মোদীজির ভাই যা বললেন তা আপনাকেও ভাবাবে।

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীজির ঘর পরিবার সমস্ত কিছুই গুজরাটের বরনগরে।খুব সাধারণ।মোদীজির ছোট ভাই একটি জব করেন।  মোদীজির বাড়ি থেকে মাত্র ২ কিমি দূরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সভা হচ্ছিল। সমাবেশে প্রায় লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল।এমনকি প্রধানমন্ত্রীর ছোট ভাইও ওই সমাবেশে হাজির হয়েছিলেন।সভায় পিছনে থাকা মিডিয়া ও নিউস চ্যানেলগুলো মোদীজির ভাইয়ের উপর লক্ষও রাখছিলেন।সমাবেশ শেষ হওয়ার সাথে সাথে মিডিয়া নরেন্দ্র মোদীজির ভাইয়ের কাছে এসে নানান প্রশ্ন করতে শুরু করেন।এই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল, 'মোদীজি তো সামনেই আছেন,উনার সাথে দেখা কেন করছেন না?মিডিয়া মোদীজির ভাইকে প্রশ্ন করে আপনি শেষ কখন আপনার ভাইয়ের সাথে দেখা করেছেন?এই প্রশ্নের উত্তরে তিনি জানান যখন মোদীজি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন তখন উনার সাথে শেষবার দেখা হয়েছিল।মিডিয়ার পরবর্তী প্রশ্ন ছিল,আপনি আপনার দাদার কাছে থেকে সাহায্য কেন চাইছেন না? এই প্রশ্নের উত্তরে উনার ভাই জানান  "উনি নিজে একজন সন্ন্যাসী, উনি নিজের জন্য কিছু করেন না তো আমাদের জন্য কি করবেন!উনার উপর দেশের দায়িত্ব রয়েছে।যা দেবেন সবাইকে দেবেন।" মিডিয়া উনাকে...

RTI জবাব দিলো ,মোদীজির পোশাকে সরকারের খরচা কত?? যেটা আপনাদের অবশ্যই জানা উচিত !!

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোশাক নিয়ে সবসময় আলোচনা হয়ে থাকে বিরোধীদের মধ্যে এই নিয়ে,কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর যখন সুযোগ পান তখুনি এই বিসয়টি তোলেন। সম্প্রতি এক আরটিআই আবেদনের জবাবে এই নিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে,এখানে প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত তথ্যে বলা হয়েছে যে তিনি তার জামা কাপড়ের খরচ নিজেই বহন করেন প্রধানমন্ত্রী। সরকারি খরচে নয় তিনি সবসময় নিজের বেতন থেকেই যাবতীয় পোশাক কেনেন। প্রধানমন্ত্রী এই জবাব এর পর মনে হয় বিরোধীদের একটি অস্ত্র ভোঁতা হয়ে গেল,প্রধানমন্ত্রী বরাবর তিনি পরিস্কার থাকা পছন্দ করেন,তিনি বরাবরই পরিচ্ছন্ন পোশাক পরতে পছন্দ করেন তার অগোছাল থাকা পছন্দ নয়,এই কারণেই তিনি এমন পরিস্কার পরিচ্ছন্ন থাকেন।

হিমাচল কার দখলে যাবে, কী বলছে টাইমস নাও-ভিএমআর এক্সিট পোল রিপোর্ট..

Image
সমীক্ষা অনুযায়ী হিমাচল প্রদেশে ঝড়ের গতিতে আসতে চলেছে বিজেপি,এমনটাই ইঙ্গিত দিচ্ছে রিপোট,গুজরাট এর সাথে সাথে হিমাচল প্রদেশও বিজেপির ঝর থামবে না মনে হচ্ছে, গুজরাতের মতোই হিমাচলপ্রদেশের ভোটের ফলাফলও আগামী সোমবার প্রকাশিত হবে। গত ৯ নভেম্বর হিমাচলে ভোট হয়। মোট ভোট পড়েছিল ৭৪ শতাংশ,এবার দেখা যাক ভোট গণনা কি বলে, ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বিজেপি- ৪৭ থেকে ৫৫ কংগ্রেস- ১৩-২০ নিউজ ২৪-টুডেজ চাণক্য বিজেপি- ৫৫ কংগ্রেস- ১৩

ক্ষমা চেয়ে নিন মোদী, কিন্তু ক্ষমা কার চাওয়া উচিত ?? বিস্তারিত জানুন..

Image
মোদীর উপর ক্ষীপ্ত হচ্ছেন সকলেই। রাহুল গান্ধী তো বটেই, পাশাপাশি মনমোহন সিংহ ও। মোদী এখন ঘরে-বাইরে আক্রমণের মুখে। মোদী কি সত্যিই তাদেঁর ক্ষীপ্ত করার মতো কোনো কাজ করেছেন? নাকি সত্যি কথা বলার জন্য তাঁরা ক্ষীপ্ত হচ্ছেন ? যার এতদিন মুখ্ বন্ধ ছিল সেও আজ কথা বলছে, কংগ্রেসের এমন জায়গায় মোদী আঘাত করেছেন যার ফলে কংগ্রেস এখুন পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আগে করেছে, মোদীকে আক্রমণ করার কোনো সুযোগই বাদ দেননি পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহন মোদীকে অপমান করার জন্য বলেছেন, "প্রধানমন্ত্রী গুজরাটে হারের ভয়ে খড়কুটো আঁকড়ে ধরতে চাইছেন।" মনমোহন আরও বললেন, "আশা করি, প্রধানমন্ত্রী তাঁর পদের মর্যাদা রক্ষা করবেন এবং তাঁর পদের যোগ্য পরিনতিবোধ ও গরিমা রাখবেন।" এর উত্তরে মোদী বলেছেন, নিজের পদের মর্যাদা রক্ষা করতে আমি জানি।" রবিবার গুজরাটের প্রচারে মোদী অভিযোগ করেন, গুজরাটের ভোটে পাক সেনার প্রাক্তন ডিজি নাক গলাচ্ছেন। পাকিস্তানের লোকেরা বৈঠক করছেন মনিশঙ্কর আইয়ারের বাড়িতে।" আর তার পরই মোদীকে নীচ বলেন মনিশঙ্কর। এটা একটু সন্দেহ জনক ব্যাপার। মোদীর এই বক্তব্যে রাহুল গান্ধী ক্ষীপ্ত...

গুজরাট ভোটে বাংলার বদল..

Image
অমদাবাদ থেকে রাজকোট, অহমেদ শাহর নগরী থেকে সৌরাষ্ট্র অঞ্চল— সর্বত্রই যেন ‘পরিবর্তন’-এর আগে পশ্চিমবঙ্গের চেনা ছবি। বাম জমানার শেষ পর্বের সঙ্গে মিল।আবার অমিলও। অমিল হল, রাহুল গাঁধী বিজেপির পায়ের তলার জমি কাড়ছেন ঠিকই, কিন্তু গুজরাতে কংগ্রেসের কাছে কোনও ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ নেই। যিনি শেষ ধাক্কাটা দেবেন। প্রদেশ কংগ্রেস সভাপতি ভরতসিংহ সোলাঙ্কি রয়েছেন। শক্তিসিংহ গোহিল, অর্জুন মোডওয়ারিয়া, সিদ্ধার্থ পটেলের মতো পোড়খাওয়া সেনাপতিরাও হাজির। পিছনে ‘চাণক্য’ অাহমেদ পটেল। কিন্তু পুরনো অমদাবাদের জুহাপুরার মহম্মদ আসিফের মনে সংশয়, ‘‘বিনি সুতোর মালা গাঁথা যাবে না তো।’’ সোলাঙ্কি আশঙ্কা হেসে উড়িয়ে দিলেন— ‘‘পাঁচটা আঙুল মিলেই তো মুষ্টিযোগ হয়। তা ছাড়া অঙ্ক আমাদের পক্ষে।’’ টাইম মেশিনে চেপে যেন গুজরাত থেকে ২০১১-র আগের পশ্চিমবঙ্গে চলে এসেছি।অমদাবাদের এলিস ব্রিজের বছর একুশের তরুণ কুণাল পটেল বলছেন, ‘‘বাইশ বছর বিজেপি ক্ষমতায়। জ্ঞান হওয়ার পর থেকে একই সরকার দেখছি। এ বার পরিবর্তন দরকার।’’কথাটা শুনলে কংগ্রেস নেতাদের মুখে হাসি ফুটতে বাধ্য। কিন্তু সবরমতীর ঘোর কংগ্রেস সমর্থক নীলেশ ঠাকুর দোনামনা করে বলেন, ‘‘বিজেপির আসন ক...

সবাইকে পিছুনে ফেলে ফের শীর্ষে মোদী, কিসে মোদী শীর্ষ স্থানে জেনে নিন..

Image
বাকি সবাইকে পিছনে ফেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে শীর্ষে। ২০১৭ সবথেকে বেশি ফলো নিয়ে রেকর্ড করলেন। টুইটার আজ একটি তালিকা প্রকাশ করে তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফলোয়ার সবথেকে বেশি।বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফলোয়ার সংখ্যা ৩৭.৫ মিলিয়ন অর্থাৎ ৩৭ লক্ষ ৫০ হাজার।এবং দ্বিতীয় স্থানে অমিতাভ বচ্চন।

ঔরঙ্গজেবের শাসন চাইনা, চাই সবকা সাত সবকা বিকাস..

Image
যিনি গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে চা-ওয়ালা বলে খোঁচা দিয়েছিলেন। তবে এটা বলে তিনি বিজেপির অনেকাংশে উপকারই করেছেন। যখন রাহুল গান্ধী কংগ্রেসের সদর দন্তরে বসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন, তখনই নরেন্দ্র মোদী গুজরাটের ভালসাদে বাজিমাত করলেন। গুজরাটে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী খোঁচা দিয়ে বললেন, 'ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে তাঁরা মুঘলদের থেকে কিছু কম যান না। সেটা কংগ্রেস নেতারা প্রমান করে দিলেন। আমরা ঔরঙ্গজেবের শাসন চাই না। কংগ্রেসকে আমরা এটার জন্য অভিনন্দন জানাচ্ছি। তবে এই শাসন আমরা চাই না।' প্রতিপক্ষকে আক্রমণ করার কোনো সুযোগ ছাড়েন না নরেন্দ্র মোদী। এ দিনেও সেটা আবার প্রমান করলেন তিনি। প্রথম রাতে তিনি পিঁপড়ে মারার মতো রাহুল আর অভিষেকের প্রস্তুতিতেই আক্রমণটা শানালেন। তিনি বললেন, "যিনি জামিনে মুক্ত, যাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তিনি দলের সভাপতি হলেন। এই বার বুঝতে পারছি, ওরা কেমন সংস্কৃতি নিয়ে চলে।" মোদী এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছিলেন। কংগ্রেসের পরিবারতন্ত্রের উপর আঘাত ও গুজরাটের নির্বাচনী প্রচারে রাহুল গান্ধীর অভিষেককে মুঘল সম্রাটের সঙ্গে ত...

আধার লিঙ্কের ঝামেলা থেকে মুক্তি। কেন্দ্র সরকারের এক বড়ো সিদ্ধান্ত..

Image
আপনি কি এখনো আপনার মোবাইল নম্বরের সাথে আধার লিঙ্ক করেন নি? কিংবা কোনো কাজের মধ্যে পড়ে আধার লিঙ্ক করার সময় পাননি? তাহলে র চিন্তা নেই। আপনাকে ফোনের নম্বরের সাথে আধার লিঙ্ক করার জন্য আর ছোটাছুটি করতে হবে না। এখন থেকে আপনি বাড়িতে বসেই আধার লিঙ্ক যোগ করতে পারবেন আপনার নম্বরের সাথে। এমনই ঘোষণা করেছেন টুইটারে ইউ.আই.ডি.এ.আই.(ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি)। এতদিন মোবাইল নম্বরের সাথে আধার লিঙ্ক করানোর জন্য অনেক ঝামেলা পোয়াতে হতো। প্রথমে রিটেলারের কাছে যাও, ফিঙ্গারপ্রিন্ট দাও, আধার নম্বর বলো ইত্যাদি। মূলত, বয়স্ক ক্ষেত্রে একটা সমস্যা দেখা যেত। তাদের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হতে চাইতো না। কিন্তু এখন থেকে মোবাইলে ওটিপি-এর (ওয়ান টাইম পাসওয়ার্ডের) সাহায্যে আধার লিঙ্ক করা যাবে, এমনটিই জানিয়েছে ইউ.আই. ডি. এ. আই। কয়েকটি পদ্ধতির সাহায্যে আপনি নিজেরই করতে পারবেন আধার লিঙ্ক। জানতে চান পদ্ধতিগুলো?? ১. ইউ.আই.ডি.এ.আই ভয়েস কল বা এসএমএসের সাহায্যে আপনার ফোনে একটি ওটিপি পাঠাবে। ২. এসএমএস-এর সাহায্যে ওটিপি পেতে হলে আপনাকে আগে সার্ভিস প্রোভাইডারকে আধার নম্বর এসএমএস করে পাঠাতে হবে। ৩. এরপর ইউআইডিএআই ওটিপি আপনার ফোনে পাঠাব...

চীনকে পেছনে ফেলে বিরোধীদের মুখে ফের চুনকালি মাখালেন মোদী সরকার,কিভাবে জানলে চমকে যাবেন !!

Image
নরেন্দ্র মোদীর গুজরাটের নির্বাচনী প্রচারণার একটি বড় উৎসাহের মধ্যে, ভারতের জিডিপি প্রবৃদ্ধি দ্বিতীয় চতুর্থাংশে জুলাই-সেপ্টেম্বরে দ্বিতীয় চতুর্থাংশ থেকে 2013 সালের জুলাই-সেপ্টেম্বরে 6.3% পর্যন্ত প্রত্যাবর্তন করে, কারণ ব্যবসার একটি ঘনবসতিপূর্ণ উত্সব ঋতু রয়েছে অর্থনৈতিকভাবে আউটেজ কার্যকলাপ এবং জিএসটি বাস্তবায়নের পর জায়িষ নির্মাণের জন্য ত্বরান্বিত উত্পাদন। দ্বিতীয়ার্ধে (জুলাই-সেপ্টেম্বর) ভারতের জিডিপি প্রবৃদ্ধি এপ্রিল-জুনে 5.7% থেকে বাড়িয়ে 6.3% এবং  জানুয়ারী - মার্চ  এ 6.1% বৃদ্ধি পায়, কেন্দ্রীয় পরিসংখ্যান অফিসের তথ্য দেখায়। যাইহোক, জুলাই-সেপ্টেম্বরের প্রবৃদ্ধির গতি ছিল 7.3% যা আগের বছরের তুলনায় কম ছিল।এমনকি প্রত্যাশার জয়ের ফলে দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি প্রবৃদ্ধি কিছুটা হ্রাস পেয়েছে চীন, ভারত এখনও ড্যাগানের পিছনে দ্বিতীয় দ্রুততম ক্রমবর্ধমান প্রধান অর্থনীতির দেশ। গত অর্থবছরে চতুর্থ কোয়ার্টারে চীনে দ্রুততম বর্ধমান প্রধান অর্থনীতির তালিকায় শীর্ষ স্থানটি ভারতকে দিয়েছে, যখন দেশটির জিডিপি প্রবৃদ্ধি 6.1 শতাংশে নেমেছে। জিএসপি-র প্রবৃদ্ধি বৃদ্ধির কারণে জিডিপি প্রবৃদ্ধি 5...

Big Breaking আজ রাহুল গান্ধী নিজেই প্রমান করে দিলেন তিনি হিন্দু নয়, সত্য তথ্যটি জানলে চমকে যাবেন..

Image
গুজরাট ভোটের ঠিক আগে এক নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হলো।কংগ্রেসের যুবনেতা রাহুল গান্ধী।তিনি আজ এমন এক ঘটনা করলেন যা বিরোধীদের হাতে এক নতুন অস্ত্র। আসলে আজ রাহুল গান্ধী এবং তার সঙ্গে কংগ্রেসের এক দল সোমনাথ মন্দির দর্শন করতে গিয়েছিল।আর এখানে ঢুকতে গিয়েই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল, আসলে 2015 সাল থেকে মন্দির কর্তৃপক্ষ এক নতুন নিয়ম চালু করে যেখানে অন্যান্য জাতির কেউ মন্দিরে ঢুকতে চাই তাহলে তাকে মন্দিরের রেজিস্টারে নাম লেখাতে হবে। আজ কংগ্রেসের দলে একমাত্র আহমেদ প্যাটেল ছিলেন মুসলিম,কিন্তু রেজিস্টারে দেখা যায় প্রথমে রাহুল গান্ধীর নাম এবং তার পর আহমেদ প্যাটেলের নাম লেখা। এর পরেই বিজেপির তরফ থেকে শুরু হয়েছে নানা মন্তব্য আর আগে বিজেপি নেতা সুব্রমনিয়াম স্বামী দাবি করেন রাহুল শিষ্ট্রেন এবং তার বাড়িতে ভেতরে চার্চ বানানো আছে। গুজরাট ভোটে ঘোষণা হবার পর থেকেই রাহুল গান্ধী নিজেকে আসল হিন্দু প্রমান করার জন্য সমস্ত মন্দিরে যাচ্ছেন যা তার বা তাদের পরিবারের ভাব মূর্তির সাথে কোনোভাবেই খাপ খায়না।এমনকি অন্যবারের মত এবারও দাঙ্গা নিয়েও পাটির তরফে থেকে কোন মন্তব্য পাওয়া যাচ্ছে না।এমন অবস্থায় আজকের এই ঘটনা কংগ্রেস...

চা বেচেছি দেশকে নয়, কেন এই পাল্টা জবাব মোদীর রাহুলকে দেখুন...

Image
‘চা-ওয়ালা’ কটাক্ষের জবাব এদিন দিয়েছেন মোদী। সৌরাষ্ট্রের এক সভায় তিনি বলেন, ‘‘হ্যাঁ, আমি চা বিক্রি করতাম। কিন্তু, দেশকে বিক্রি করিনি।’’ এর পরেই মোদীর বার্তা, ‘‘এ ভাবে আমার দারিদ্র নিয়ে কটাক্ষ করবেন না।’’ তাঁর কথায়, ‘‘আসলে কংগ্রেস আমাকে অপছন্দ করে। কী ভাবে একটা দল এতটা নীচে নামতে পারে? হ্যাঁ, দরিদ্র পরিবার থেকে উঠে এসে আমার মতো এক জন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এ জন্য কিছু গোপন করার নেই।’’ এ দিন মোদী এই বার্তারই জবাব দিতে চেয়েছেন। পাশাপাশি, তিনি ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূতের সঙ্গে রাহুলের দেখা করা নিয়েও কটাক্ষ করেছেন। ভুজের জনসভায় মোদী গুজরাতি ভাষাতেই ভাষণ দিচ্ছিলেন। সেই ভাষণই ইংরেজি তর্জমা করে তাঁর টুইটার হ্যান্ডলে পোস্ট করা হচ্ছিল। সেখানে মোদী বলেন, ‘‘পাকিস্তানি আদালত এক জঙ্গিকে মুক্তি দিয়েছে, আর কংগ্রেস তা উদ্‌যাপন করছে। অবাক হয়েছিলাম, কেন! এই কংগ্রেসেই তো সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে আমাদের সেনার উপর বিশ্বাস রাখতে চায়নি। বরং তার থেকে বেশি বিশ্বাস করতে চেয়েছিল চিনের রাষ্ট্রদূতের উপর।’’ রাহুলের ‘হাগপ্লোম্যাসি’ জবাবে মোদী বলেন, ‘‘ডোকলামে যখন ৭০ দিন চিনা সেনার সঙ্গে সঙ্গে চোখে চোখ রেখে ট...

‘হ্যাঁ আমি চা বিক্রি করতাম, কিন্তু দেশ বিক্রি করিনি..

Image
সোমবার সকালে কচ্ছের ‘আশাপুরা মাতা’ মন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারাভিযান শুরু করেন। তার আগে আগামী দু’সপ্তাহে তিনি ৩০-টিরও বেশি নির্বাচনী সভা করবেন বলে বিজেপি সূত্রে খবর। এ দিন ভুজ ছাড়াও আরও দু’টি জায়গায় মোদীর নির্বাচনী সভা হয়েছে। তার একটি সৌরাষ্ট্রে এবং অন্যটি দক্ষিণ গুজরাতে।প্রথম দফার ভোটের বাকি আর মাত্র ১২ দিন। নির্বাচনী প্রচারে এত দিন শাসক-বিরোধী— দু’পক্ষের বিষয়ই ছিল গুজরাত অস্মিতা। কিন্তু, প্রথম দিন ভোট প্রচারের ময়দানে নেমেই নরেন্দ্র মোদী সেখানে জাতীয়তাবাদের দামামাটা বাজিয়ে দিলেন। গুজরাতে নির্বাচনী প্রচারে গিয়ে তুললেন সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গ। পাশাপাশি একের পর এক বাক্যবাণে বিদ্ধ করতে চাইলেন কংগ্রেসকে। এই প্রথম বার প্রধানমন্ত্রী হিসাবে গুজরাতে ভোট প্রচারে মোদী। এর আগের গুজরাতের একাধিক নির্বাচনে তিনি প্রচার করেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে বা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে। ২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মোদী। সে বছর কেশুভাই পটেলকে সরিয়ে মোদীকে মুখ্যমন্ত্রী করা হয়। ছ’মাসের মধ্যে মোদীকে মণিনগর থেকে উপনির্বাচনে জিতিয়ে আনা হয়েছিল। তার পর থেকে ২০...

ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম বিশ্বাসযোগ্যতায় বিশ্বে তৃতীয় স্থান মোদী সরকারের জানুন বিস্তারিত..

Image
মুডিজ-এর পর এ বার ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (ডব্লুইএফ)। প্রায় ১৩ বছর পর ভারতের রেটিং বাড়িয়ে গুজরাত ভোটের আগে বিজেপিকে কিছুটা অক্সিজেন দিয়েছিল মুডিজ। আর এ বার বিশ্বাসযোগ্যতার নিরিখে মোদী সরকারকে তিন নম্বরে রেখে আরও কিছুটা স্বস্তি দিল ডব্লুইএফ।তাদের সাম্প্রতিকতম রিপোর্টে ডব্লুইএফ জানিয়েছে, বিশ্বাসযোগ্যতার নিরিখে বিশ্বের মধ্যে তৃতীয় মোদী সরকার।তালিকায় সুইৎজারল্যান্ড এবং ইন্দোনেশিয়া পরেই রয়েছে ভারতের স্থান।বিশ্বব্যাপী এক সমীক্ষা চালায় অর্গানাইজেশন ফর ইকনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)। সেই সমীক্ষার উপর ভিত্তি করেই বিশ্বাসযোগ্য দেশের তালিকার প্রকাশ করেছে ডব্লুইএফ। তাতে বলা হয়েছে, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য সরকারের প্রধান। প্রায় তিন-চতুর্থাংশ ভারতীয় জানিয়েছেন,সরকারের উপর তাঁদের আস্থা রয়েছে।’’ ওই রিপোর্টে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার দুর্নীতি রুখতে যে ব্যবস্থা নিয়েছে এবং কর ব্যবস্থার সংস্কার করেছে, তার ফলে দেশের আমজনতার আস্থা অনেকটাই বেড়ে গিয়েছে। প্রায় ৭৪ শতাংশ ভারতীয় জানিয়েছেন, তাঁরা মোদী সরকারের কাজে খুশি।সাড়ে তিন বছর কেটে গেলও বর্তমান এ...

মার্কিংযুক্তরাস্ট্রের সমীক্ষায় মোদীর পপুলারিটি বর্তমানে কতো ? পড়ুন এই বিশেষ প্রতিবেদনটি..

Image
সমীক্ষায় দেখা গিয়েছে, অর্থনীতি নিয়ে সাধারণ মানুষের ইতিবাচক মনোভাবের কারণেই জনপ্রিয়তা বেড়েছে নরেন্দ্র মোদির। দশের জন্য আট জনই বলেছেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভাল। বস্তুত, 2014 লোকসভা ভোটের পর যত সংখ্যক মানুষ দেশের অর্থনীতি নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করতেন, তার থেকে এখন 19 শতাংশ বেশি মানুষ মোদির অর্থনৈতিক নীতিকে সমর্থন জানিয়েছেন। শুধু তাই নয়, প্রাপ্তবয়স্কদের বড় অংশই আবার বলছেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভাল। গত তিন বছরে সেই সংখ্যা বেড়েছে প্রায় তিনগুণ হারে। সবমিলিয়ে দশ জনের ভারতীয়ের মধ্যে সাতজনই যেভাবে দেশ চালাচ্ছেন মোদি, তাতে সন্তোষ প্রকাশ করেছেন। গত বছরের নভেম্বরে রাতারাতি নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এবছর চালু হল জিএসটি। এই দুটি সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে এখন মোদি বিরোধিতায় সুর চড়িয়েছে বিরোধীরা। তাঁদের অভিযোগ, নোট বাতিলের সিদ্ধান্ত পুরোপুরি ব্যর্থ। আর জিএসটি-র ক্ষেত্রে অযথা তাড়াহুড়ো করতে গিয়ে অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু, ঘটনা হল, এতকিছুর পরেও এখনও এদেশের রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিটি হল নরেন্দ্র দামোদর দাস মোদিই। জনপ্রিয়তার...

গুজরাট কার হবে - নরেন্দ্র মোদীর না রাহুল গান্ধীর ?

Image
কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দোষের কারণেই হয়তো তিনি দোষীদের দমন করতে পারবেন না।কংগ্রেস নেতা বনশঙ্করান নির্বাচনে জনসভায় ভাষণকালে কংগ্রেস নেতা বলেন, "যখন মোদী বিরোধী ছিলেন, তখন তিনি প্রধানমন্ত্রীকে অসম্মান জানাতে চেয়েছিলেন।এটা আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য। মোদি আমাদের সম্পর্কে যা বলেছেন তা কোনও ব্যাপার না, আমরা কিছু নির্দিষ্ট সময়ের বাইরে যেতে পারব না, তিনি বলেন, কংগ্রেস পার্টি ভারতীয় জনতা পার্টি (বিজেপি )কে মোদীর ফল্টকে স্পর্শ করে বিরক্ত করতে পারে কিন্তু দেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করবে না।তবে তিনি প্রধানমন্ত্রীকে বলেন, "আমরা সত্য কথা বলি এবং এটাই সত্য যে গুজরাট আমার মধ্যে বিক্রম পাগল হয়ে গেছে।গান্ধী বংশোদ্ভুত রাজনৈতিক দলগুলোর উপর তাঁর টুইটগুলি তাঁর নিজের মতামত প্রকাশ করার সুযোগও ব্যবহার করেছেন। তবে তিনি 3-4 জনের একটি গ্রূপে পরামর্শ দিয়েছেন, যারা তাঁর পরামর্শকে যথাযথভাবে টিন করতে সহায়তা করে। রাহুল গান্ধীর টুইটে আকস্মিক পরিবর্তনের পরিবর্তে সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং তার ও অনুগামীদের মধ্যে একটি স্প...

ভিয়েতনামে ডোনাল্ড ট্রাম্প তাঁর ভাষণে মোদীজির সম্পর্কে বললেন এমন কিছু , শুনলে আপনিও .. | দেখুন ভিডিও

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর প্রচেষ্টায় আজকে ভারত বিশ্বের মধ্যে একটি প্রতিক হিসাবে পরিচিতি তৈরি করেছে। আজ বিশ্ব এর ছোট দেশ থেকে বিশ্বের বিশ্ব শক্তিসালী দেশ পর্যন্ত ভারতে গুরুত্বপূর্ণত এবং শক্তিশালী দেশ হিসেবে জানে , এটি পিএম মোদীর প্রচেষ্টার জন্যই সম্পর্ণ হয়েছে,জলজ্যান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিও ভিয়েতনামে এসে ভারতের অর্থনীতির প্রসংসা করলেন, এক দিকে যেখানে দেশে কিছু লোক পিএম মোদীর ওপর মিথ্যা অভিযোগ করে চলেছে সেখানেই বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশটির রাষ্ট্রপতি পিএম মোদীর প্রসংসায় ভরিয়ে দেয়, ট্রামের ভাষণ থেকে পিএম মোদির বিরোধীদের সঠিক উত্তর পাবে। দেখুন সেই ভিডিওটি  চলমান এশিয়া প্যাসেজের অর্থনৈতিক সহযোগিতার প্রতিনিধি পিএমমো।পঞ্জাব কেসিরি এর সংবাদ অনুযায়ী, ভিয়েতনাম চলমান এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতার সমিতির মধ্যে মার্কিন রাষ্ট্রপতি মোদীর প্রশংসায় বলেন যে, তিনি একটি বৃহৎ দেশ এবং তাঁর জনসাধারণের সাথে সংযোগে সফলভাবে লাগছিল। বিষয়টি স্পষ্ট যে ভিয়েতনামও পিএম মোদীর নীতির সমর্থন করেছেন। এপিইসি শিখর সম্মেলন উপলক্ষ্যে বিভিন্ন সংগঠনের সভা অনুষ্ঠিত হয়, ত্রামপন্থী নেতৃব...

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার এক চাঞ্চল্যকর মন্তব্য যা সারা ভারতবাসীর দুখের..

Image
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ এক ন্যাশনাল কনফারেন্সে শনিবার এক দেশ বিরোধী বক্তব রাখলেন, তিনি বলেন যে পাকিস্তানের মালিকানাধীন কাশ্মীরি পাকিস্তানের অংশ, তার প্রতিবেশী দেশ হলো ভারত ও চীন, এমন বক্তব রাখার পর থেকেই রাজনৈতিক মহল এর সাথে সারা ভারত বাসীর চিন্তার বিসয় যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এমন বলতে পারেন কি করে , এখানেই শেষ নয় তার সাথে তিনি এও বলেন যদি ভারত সরকার শান্তি চায় তবে তাকে পাকিস্তানের সাথে কথা বলতে হবে,এবং এই সিদ্ধান্তে নিতে হবে, নরেন্দ্র মোদী সরকার দ্বারা নিযুক্ত দলিলের ভিক্তিতে মন্তব্য করার জন্য জিজ্ঞাসাবাদ করলে এনসিপির মহাপরিচালক বলেন, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না কারণ এটি দেশ বিরোধী বিসয়,সংলাপ বক্তৃতা অনুষ্ঠিত হয় কিন্তু আলোচনা কেবল সমাধান নয়। ভারত ও পাকিস্তানের মধ্যে এই সমস্যাটি রয়েছে। এর আগেও আবদুল্লাহ বলেন, তিনি কংগ্রেস সভানেত্রী ও দিনাশওয়ার শর্মা এবং কাশ্মীরের একমাত্র পথটি রাষ্ট্রের স্বায়ত্তশাসনের পুনর্নির্মাণের বিষয়ে তার কোন আশা নেই। এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ বলেন বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্নের জবাবে মোদী সরকার ...

পাকিস্তানি হিন্দু মহিলা গুজরাটে বিজেপি কে জেতানোর জন্য নিতে চলেছে গুরুত্বপূর্ণ ভূমিকা! কিন্তু কেন ,জানলে চমকে যাবেন ..

Image
ডিম্পল বিরান্দানী ১৯৯০ সালে মাত্র ১৩ বছর বয়সে পাকিস্তান থেকে ভারতের গুজরাটে চলে আসে।এরপর সে বছরের পর বছর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য সংগ্রাম করে।কিন্তু নরেন্দ্রমোদী সরকার আসার আগে পর্যন্ত কোনো লাভ হয়নি উনার।নরেন্দ্র মোদী সরকার আসার পর ডিম্পল বিরান্দানী যার বয়স এখন ৪১ বছর ,এখন ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন।তিনি স্পষ্টই জানিয়েছেন কংগ্রেসের  আমলে প্রতিবেশী দেশ থেকে চলে আসা হিন্দুদের কোনো গুরুত্ব দেয়নি কংগ্রেস সরকার।ডিম্পল বর্তমানে বিজেপিতে যোগ দিয়েছেন। ডিম্পল বলেন,২০১৫ সালে নরেন্দ্র মোদী সরকার এক সংশোধনী তৈরী করেন যার ফলে প্রতিবেশী দেশর সংখ্যা লঘু হিন্দুরা যারা ভারতে চলে আসে তাদের অনেক সাহায্য হয়েছে।যেখানে কংগ্রেস আমলে দীর্ঘমেয়াদি আবেদন করার পরও কিছু ফল হয়নি। এক ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখন ডিম্পল পাকিস্তান ,বাংলাদেশ থেকে আগত হিন্দুদের জন্য একটি হেলপিং সেন্টার খুলেছেন।যেখানে থেকে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য তাদের সাহায্য করা হয়।সে আরো বলেছেন,'যে কিভাবে মোদী সরকার অন্য দেশ থেকে আগত হিন্দুদের জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেলাস্তরে নাগরিকত্ব দেওয়ার ...

মোদীজির গুজরাট দেখার পর অভিনেতা "নাগার্জুনা" যা বললেন শোনার পর বিরোধীরা রেগে লাল,দেখুন ভিডিও

Image
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আক্কিনেনি নাগার্জুনা দিলেন এক অসাধারণ ইন্টারভিউ,তিনি বলেন প্রধানমন্ত্রী মোদী তার কাছে এক বিশিষ্ট মানুষ,এবং তার নীতি খুব অসাধারণ হয়,তিনি তার সাথে বলেন যে মোদীর সব ভাষন নীতি শোনেন আর এই ভাসন গুলি শুনে তিনি প্রভাবিত খুব, নাগার্জুনা এর মতে, তিনি এমন একজন নেতাকে দেখাতে চেয়েছিলেন যিনি দেশকে পরিবর্তন করতে পারে এবং তিনি সেটি করে দেখিয়েচেন।তিনি এর সাথে গুজরাট বিধানসভাও নির্বাচনের কথা বলেন, গুজরাটে বিধানসভা নির্বাচনের ঘোষণার পর, নতুন সরকার নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করা হচ্ছে, যদিও নির্বাচনটি এখনও একটি মাস বাকি থাকে তবে গুজরাটের নির্বাচনে রাজনীতি এখুন খুব গরম হতে শুরু হয়েছে। এই নির্বাচনী জরিপের প্রভাবগুলিও নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করবে। কংগ্রেস বিজেপির সম্ভাবনা শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে জনসাধারণ সচল করতে সক্ষম হয়েছে না এমনকি কংগ্রেস গুজরাটের সরকার মোকাবেলা হয়। রাহুল গান্ধীর মত কংগ্রেসের কোন প্রবীণ প্রচারক নেই। গুজরাতের কংগ্রেস রাহুল গান্ধীর উপর নির্ভরশীল বিখ্যাত তেলেগু অভিনেতা নাগার্জুনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাত করেছেন। নাগ...