Posts

Showing posts with the label গুজরাট

ফের গুজরাটে গেরুয়া ঝরে চিত্পাত কংগ্রেস, দেখুন লাইভ ফলাফল..

Image
ফের দেখা গেল গেরুয়া গড়। এবারেরও  গেরুয়া ঝর গুজরাট থেকে উঠলো, আজ গুজরাটে পৌর নির্বাচনের  ফল ঘোষণা ৭৫টি পৌরসভার ফল আজ  তাই   সকাল থেকেই উত্তেজনা চলছে গুজরাটে এবার নতুন বিজেপি সরকার পৌরসভা নির্বাচন জিততে পারবে কিনা। ভোট গণনার প্রথম দিকে কংগ্রেস কিছুটা টক্কর দিলেও বেলা গড়াতে গড়াতে  বিজেপির সিট্ বাড়তে শুরু করে। ২০১৬ সালে ১২৩টির মধ্যে ১০৭টি আসন পেয়ে বড় গেরুয়া ঝর দেখিয়েছিল বিজেপি। ফলে, এবারও তেনই প্রত্যাশা রাখছে পদ্ম শিবির। দেখে মনে হচ্ছে তা পূরণ হতে চলেছে। বর্তমান ফলাফল - বিজেপি ৪৪ + কংগ্রেস ২৭ + অন্যান্য ৪ + Anandabazar Patrika

ফের সেঞ্চুরি গুজরাটে নিঃশর্ত অসম্ভবকে সম্ভব করলো মোদী ম্যাজিক তারপর..

Image
গুজরাতে বিজেপি ১০০ সংখ্যায় পৌঁছল। মোদী  ম্যাজিক এর পর এখুন নির্দল বিধায়কও বিজেপিকে সমর্থন করছে, ধানসভা নির্বাচনে জয়ী হয়ে টানা ষষ্ঠবার সরকার গড়তে চলেছে বিজেপি।  কিন্তু এবার বিজেপির আসন সংখ্যা কমে দুই সংখ্যায় পৌঁছেছে,১৮২ সদস্যের বিধানসভায় ৯৯ আসন পেয়েছে বিজেপি। কিন্তু এবার এক নির্দল বিধায়কের সমর্থন নিয়ে ১০০ বিধায়কের সমর্থন পাচ্ছে তারা। মধ্য গুজরাত থেকে নির্বাচিত নির্দল বিধায়ক রতনসিন রাঠোড় বিজেপিকে নিঃশর্ত সমর্থনের কথা জানিয়েছেন। তাঁকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল।কংগ্রেস তাঁকে প্রার্থী না করায় তিনি নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াই করেছিলেন রাঠোড়।গুজরাতে সরকার গঠনের ম্যাজিক সংখ্যা ৯২। এক্ষেত্রে ১০০ আসন মানে মনস্তাত্ত্বিক দিক থেকে কিছুটা এগিয়ে থাকা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্যে এবার বিজেপি ৯৯ আসনে জয়ী হয়েছিল।

গুজরাট ভোটের ফলাফল লাইভ (LIVE) দেখতে এখানে ক্লিক করুন

Image
গুজরাট ভোটের ফলাফল লাইভ (LIVE) দেখতে নিচে  ক্লিক করুন  Live India TV News 18 Live Ajtak Live Tv News Nation Live

"চীন চাইছে গুজরাট নির্বাচন বিজেপি জিতুক "- কারণ জানলে আপনিও চমকে যাবেন

Image
গুজরাটের ভোটের মহল আসতে আসতে শেষ হলো,এবার সুধু ফল ঘোসনা,তার পরেই জানা যাবে কার সরকার গড়তে চলেছে,সাধারণ সব এক্সিট পোল এর মাধ্যমে দেখা যাচ্ছে যে এবারও গুজরাট এ বিজেপি সরকার আসছে, মোদীর গুজরাট মডেল সত্যি কাজে লেগেছে মনে হচ্ছে। আরো পড়ুন - " কেরলে CPIM পোস্টারে কিম " - এই নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপির | যদিও নির্বাচনের ফলাফল প্রকৃত ভাবে বিজয়ী কে হবে তা কেবল ১৮ তারিকেই জানা যাবে, কিন্তু ভারত একটি প্রতিবেশী দেশ, যা গুজরাটের নির্বাচনের ব্যাপারে খুব চঞ্চলতা বলে মনে হয়। আসলে আমরা চীন সম্পর্কে কথা বলছি। গুজরাট নির্বাচনের ফলাফল দেখেছেন চীনের ব্যবসায়ীরাও।চীনের ব্যবসায়ীরা কেন এই করছেন? এখন আপনি কি ভাবছেন যে চীনের গুজরাটের নির্বাচনে সম্পর্ক কি? আসলে গুজরাট নির্বাচনের বিজয়ের উপর নির্ভর করছে চীনের কোম্পানিগুলি,কারণ নতুন সরকার এলে অনকে নতুন নিয়ম চালু হবে যার ফলে অনেক অসুবিধা হবে,বেশ কিছু চীনা কোম্পানি বড় প্রকল্প বর্তমানে গুজরাটে চলছে। এখন যদি গুজরাটের আরেকটি নতুন সরকার তৈরী হয়, তাহলে চিনির কোম্পানিগুলিকে প্রকল্পের বিপরীত প্রভাবের মোকাবেলা করতে হবে। কিন্তু আবার যদি বিজেপি সরকার গুজরাটের ...