Posts

Showing posts with the label যোগী সরকার

আবর্জনা নিয়ে এক বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ..

Image
সুপ্রভাত ডিজিটাল: আবার এক নতুন পদক্ষেপ নিয়ে রাজ্যবাসীর সাথে সাথে দেশবাসীকেও অবাক করে দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার ‘সচ্ছ ভারত অভিযান’ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক অসাধারণ পদক্ষেপ নিলেন যোগী । আসল ঘটনাটি হলো যোগী উত্তরপ্রদেশের রাজধানী শহরকে পরিষ্কার পরিছন্ন রাখার জন্য এই পদক্ষেপ। লখনউকে সম্পূর্ণ আবর্জনা মুক্ত করতে আবর্জনা ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন। এই মেশিনের বিশেষত্ব এই যে, এই মেশিনে আপনি আপনার অপ্রয়োনজনীয় কোনো বস্তু ফেললে তার জন্য কিছু মূল্য পাবেন।  বর্তমানে এর নাম আবর্জনা ATM, এই মেশিনের ফলে সাধারণ মানুষেও খুব উপকার হবে। মেশিনে আধার কার্ড রিডার লাগানো আছে যাতে আবর্জনা ফেলার ব্যক্তিটির পরিচয় মেশিন বুঝতে পারবে। এই মেশিনে ২০০ মিটার রেঞ্জ এ Wifi এর ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে।এই মেশিনে একটি প্লাস্টিক বোতল ফেললে ১ টাকা এবং একটা কাঁচের বোতল ফেললে ২ টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে।এই মেশিন উত্তরপ্রদেশের প্রত্যেক গ্রাম, শহরে লাগানো হবে। ***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধ...

উত্তরপ্রদেশে যেভাবে গেরুয়া ঝড় চলছে,জানলে আপনিও অবাক হবেন।

Image
উত্তরপ্রদেশে সরকার পরিবর্তনের পর থেকেই গেরুয়া রঙের প্রভাব যেভাবে মানুষের উপর পড়েছে,তা সবাই জানে।এতদিন পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী এবং উনার মন্ত্রীমন্ডলকে গেরুয়া বস্ত্রে দেখা যেত।কিন্তু এবার থেকে যোগিজির অফিসও গেরুয়া রঙে রঞ্জিত হয়েছে।রঙের কাজকর্ম শুরু হয়েগেছে।লখনৌ এর লাল বাহাদুর ভবনে গেরুয়া রং করা  হয়েছে।এই বিল্ডিংএর রং আগে ছিল সাদা বর্তমানে তা গেরুয়া রং করা হয়েছে এবং বিল্ডিংএর দেওয়াল লাল রঙের করা হয়েছে।কিছুদিন আগে উত্তরপ্রদেশ সরকার বেশ কয়েকটি বাসেও গেরুয়া রং দিয়েছে।উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা মেজিস্ট্রেট এর অফিসএ গেরুয়া রং করা হয়েছে।মুখ্যমন্ত্রীর বসার চেয়ার এর উপর গেরুয়া বস্ত্র বিছানো থাকে।এমনকি জানা গিয়েছে উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালগুলিতে রোগীদের বিছানার চাদরও গেরুয়া রঙের করা হয়েছে। এমনকি মৌলবীদের ব্যাবহৃত হজ হাউস যার দেয়ালে আগে সবুজ রং বা সাদা রং করা থাকতো,সেই হজ হাউসের পাঁচিলে পড়েছে গেরুয়া রং। সরকারের এই পদক্ষেপের পরই সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। তবে সমালোচনা উড়িয়ে দিয়েছেন যোগী সরকারের মন্ত্রী মহসিন রাজা। তাঁর ব্যাখ্যা, ''গেরুয়া খুব উজ্জ্বল রং। নতু...