Posts

Showing posts with the label রাহুল গান্ধী

ভিডিও: নিজের জালে নিজেই ফাঁসলেন রাহুল, হতে পারে শাস্তিও!! দেখুন চাঞ্চলকর তথ্যটি..

Image
সুপ্রভাত ডিজিটাল: সিঙ্গাপুরের লি কুয়ান ইয়েওই স্কুল অফ পাবলিক পলিসিতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে রাহুলকে এক যুবক প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন শুনে রাহুল চিন্তায় পরে যায়। প্রশ্ন করেছিলেন পিকে বসু, তিনি বলেন কংগ্রেসের আমলে ভারতের মাথা পিছু আয় সবসময়ই বিশ্বের গড় মাথাপিছু আয়ের তুলনায় কম হয় এবং কংগ্রেস ক্ষমতা থেকে সরলেই তা অনেকটাই বেড়ে যায় কেন? এই প্রশ্ন শুনে রাহুল চিন্তায় পরে যায়।  পিকে বসু দাবি করেন তার প্রশ্নের উত্তর রাহুল গান্ধী দিতে পারেনি। এতটা ঠিক ছিল কিন্তু আসল ঘটনা ঘটলো রাহুল এর সেই প্রশ্নের ভিডিওটি নিয়ে। বর্তমানে সেই ভিডিওটি ছাড়া হয় কংগ্রেস এর তরফ থেকে কিন্তু পিকে বসু দাবি করেন রাহুল তাঁর প্রশ্নের উত্তর এড়িয়ে যান এবং রাহুল তাঁর প্রশ্নের উত্তর দিতে পারেননি।  এই বিকৃত ভিডিও সম্প্রচার করতে থাকলে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলেও হুমকি দিয়েছেন পিকে বসু। তাঁর দাবি, কংগ্রেস যে ভিডিওটি প্রকাশ করেছে তাতে রাহুলের উত্তরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।যে ভিডিওটি কংগ্রেস প্রকাশ করেছে তাকে বসুর প্রশ্নের পর দর্শকদের মধ্যে আরও একজনকে দেখানো হয়, যিনি কংগ্রেসের প্রশংসা করেছিলেন। দেখুন...

৩ রাজ্য হারার পর রাহুল গাঁধী নার্সারির শিশু মন্তব্য এই কংগ্রেস নেতার..

Image
সুপ্রভাত ডিজিটাল: রাহুল গাঁধী নার্সারির শিশু মন্তব্য করলেন কংগ্রেস এর প্রবীন নেতা। প্রায় দুই দশক কংগ্রেসে ছিলেন এবং কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন তিনি কিন্তু পরে তিনি বিজেপিতে যোগ দেন  ২০১৫-তে।  তিনি আর কেউনা তিনি হলেন বর্তমানে  অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আজ তিনি এক মন্তব্য করেন তিনি বলেন বিজেপি সভাপতি অমিত শাহ স্নাতকোত্তরের ছাত্র। আর কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী নার্সারির ছাত্র।  এই মন্তবের পর বর্তমান রাজনীতি খুব গরম গয়ে যায়।র আগেও হিমন্ত রাহুলের কাজ করার পদ্ধতির কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, কংগ্রেস সভাপতি আদৌ দায়িত্বশীল রাজনীতিবিদ নন। তিনি  কংগ্রেস পার্টিকে উন্নতির পথে না নিয়ে গিয়ে অবনতির পথে নিয়ে যাচ্ছেন। 

শ্রীকৃষ্ণের জায়গায় রাহুল গান্ধী কেন ?? দেখুন পুরো বিষয়টি ও তারপর মতামত দিন..

Image
দেশে ফের কিছু রাজনৈতিক দল এমন কান্ড করে তার পরিভাষা নেই। এবার ঘটনা রাহুল গান্ধীকে নিয়ে,তার সমর্থকেরা এবার তাকে মহাভারতের আসরে বসালেন, রাজ্যসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময়ে হাসছিলেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী।সে সময় কার্যত তাঁকে ধমক দেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। এরপর রেণুকাকে থামিয়ে নরেন্দ্র মোদী খোঁচা দিয়ে বলেন যে  রামায়ণের পর এমন হাসি রেণুকার থেকেই ফের শুনতে তিনি আজ।   এই ঘটনার পর কংগ্রেস ওই ঘটনার প্রেক্ষিতেই এবার বিতর্কিত পোস্টার দিয়েছেন যুব কংগ্রেস নেতা হাসিম আহমেদ। দ্রৌপদীর বস্ত্রহরণ পর্ব দেখানো হয়েছে ওই পোস্টারে। সেখানে কৃষ্ণের ভূমিকায় স্বয়ং রাহুল গান্ধীকে দেখানো হয়, কৃষ্ণের জায়গায় রাহুল কেন? তাহলে কি রাহুলকে ভগবানের দরজা দিচ্ছে কংগ্রেস পার্টি।

ভারতীয় সেনা এবং সেনাপ্রধানের উপর কংগ্রেস এমন প্ৰশ্ন উঠিয়েছে যা জানলে আপনিও রেগে লাল..

Image
ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত পরশুদিন এক বৈঠকে বলেছিলেন, "চিন একটি শক্তিশালী দেশ কিন্তু ভারতও কোনো দুর্বল দেশ নয় আর আমরা চিন পাকিস্তান উভয় দেশের সাথে যুদ্ধ করতে সক্ষম।দেশের চিন্তার কোনো কারণ নেই ভারতীয় সেনা চিনকে সামলে নেবে।" এই বক্তব্যের পর কংগ্রেস সাংবাদিক বৈঠক করে এবং সেনার কার্যদক্ষতা নিয়ে এমন কিছু কথা বলে যা শুনলে আপনারাও রেগে যাবেন।আসলে কংগ্রেস পার্টির একজন মুখ্য প্রবক্তা রণবীর সুরাজবেল যিনি প্রায় রাহুল গান্ধীর কথা প্রেসএর কাছে তুলে ধরেন উনি বলেন, কংগ্রেস পার্টি এবং রাহুল গান্ধী ভারতীয় সেনা ও জেনারেল বিপিন রাওয়াত এর উপর কোনো রকম বিশ্বাস রাখেন না।আপনাদের আরোও জানিয়ে রাখি ভারতীয় সেনা জানিয়েছে ভারতীয় সেনা ডোকালামে চীনের থেকে অনেক বেশি শক্তিশালী কারণ ভারতীয় সেনা চীনের থেকে বেশি উচ্চতায় আছে।যদিও সেনাদের বক্তব্য মানতে নারাজ কংগ্রেস। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশের সাধারণ মানুষ।

নিজের ফাদে নিজেই জড়িয়ে পরে এখন হাবুডুবু রাহুলের, তারপর কি বললেন রাজ্যসভার চেয়ারম্যান দেখুন...

Image
নিজের পায়ে নিজেই কুরুল মারলেন রাহুল গান্ধী নিজেই তার কারণ তিনি নিয়েই বলেছিলেন ভারতের কোনো মন্ত্রীকে অপমান করা হবে না,তা সত্তেও তিনি নিজেই এক কান্ড করে বসলেন,কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনতে লোকসভার অধ্যক্ষের কাছে প্রস্তাব পাঠালেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। রাজ্যসভায় প্রস্তাবটি উত্থাপন করেন বিজেপির সদস্য ভূপেন্দ্র যাদব স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন কংগ্রেস সভাপতির বিরুদ্ধে। রাহুল গান্ধী অর্থমন্ত্রী অরুন জেটলির পদবীকে ব্যাঙ্গ করে জেইটলাই বলেছিলেন বলেছিলেন রাজ্যসভার তারই পতিবাদে ভূপেন্দ্র যাদব স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন,এর পর রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, স্বাধিকার ভঙ্গের নোটিশ পরীক্ষা করা হবে। পরীক্ষা করে তিনি তাঁর মতামত দেবেন,এই নিয়ে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে কংগ্রেস এখুন নিচ রাজনীতির শিখরে তাই তাদের সভাপতির মুখে দেশের অর্থমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য। cource 

মহিলা পুলিশকে চড় মেরে পাল্টা থাপ্পড় খেলেন কংগ্রেস বিধায়ক, দেখুন ভাইরাল ভিডিওটি..

Image
রাজনেতারাই প্রশাসনে শেষ কথা বলেন। তাঁদের কথা উঠতে-বসতে হয় পুলিশ প্রশাসনকে। একথা সত্যি হলেও মাঝে-মধ্যে উলট পুরাণও ঘটে থাকে।ঘটনা হল হিমাচলে হারের কারণ খুঁজতে রিভিউ বৈঠক করতে সেরাজ্যে গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানেই বৈঠকে যোগ দিয়ে যাচ্ছিলেন আশা কুমারী। তবে সভাঘরের বাইরে প্রচুর মানুষ ভিড় করায় পুলিশ পিকেট বসাতে হয়। সেই ভিড়ের মধ্যেই ধ্বস্তাধ্বস্তি করে ঢোকার সময় আশাদেবী চড় মেরে বসেন মহিলা কনস্টেবলকে। তার বদলে যে শিক্ষা পেলেন সেটা বোধহয় সারাজীবন তিনি মনে রাখবেন।এক মহিলা পুলিশকর্মীকে চড় মেরে পাল্টা থাপ্পড় হজম করতে হল এক বিধায়ককে।হিমাচল প্রদেশে যেমন ঘটল তাতে দলীয় কার্যালয়ে সভাপতি যখন জরুরি বৈঠকে ব্যস্ত, কার্যালয়ের বাইরে তখন প্রবল উত্তেজনা। তুমুল শোরগোল, হইচই, ধাক্কাধাক্কি আর পুলিশ কর্মীদের দৌড়োদৌড়ি। সব মিলিয়ে একেবারে ধুন্ধুমার কাণ্ড। দেখুন সেই ভাইরাল ভিডিওটি