Posts

Showing posts with the label কাপছে কলকাতা

রাজ্য জুড়ে ঠান্ডার দাপট,জম্পেশ ঠান্ডার সঙ্গে কনকনে হাওয়ার কি বলছে আবহাওয়া..

Image
শীতের চোটে কাপছে সারা দেশ,ঠান্ডার কারণে কিছু মানুস প্রাণ পর্যন্ত হারিয়েছেন,দেশে এমন খুব কম হয় শীতের কারণে মানুষকে প্রাণ পর্যন্ত হারাতে হলো, শীতের দাপট কমার লক্ষণ নেই আজও থরহরিকম্প কলকাতা, আগামী ৭২ ঘণ্টায় এরাজ্যের প্রায় সর্বত্র কমকনে শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের হিসেব বলছে, গতকালের তুলনায় তাপমাত্রা সামান্য বেড়েছে।সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও, শীতের আমেজে ঘাটতি হবে না বলেই জানানো হয়েছে।গত কয়েকদিনের মতো ঠান্ডার বর্তমান স্পেল বজায় থাকল মঙ্গলবারেও। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।সোমবার বাগডোগরা, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, পানাগড়, শ্রীনিকেতন, বহরমপুরের তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নিচে।সাধারণ মানুসের এখন অনেক অসুবিধা হচ্ছে,কিন্তু শীতের আমেজ সবাই একসাথে উপভোক করছে কারণ এই সময় এর মজা সারা বছর আরতো পাওয়া যাবে না,শীতের আমেজ সারা রাজ্যবাসী আনন্দের সাথে উপভোগ করছে।

কাঁপছে রাজ্য জেলায় জেলায় শীতের আমেজ কথায় কত ডিগ্রি দেখুন এক ক্লিকে..

Image
জানুয়ারির প্রথম সপ্তাহে এসে কাপছে কলকাতা, বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ায়, কখনও ঘূর্ণাবর্তের কারণে শহরে শীত পড়ছিল না জমিয়ে। বর্তমানে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে বীরভূমের শ্রীনিকেতনে,এখানে তাপমাত্রা ৬ ডিগ্রিতে নেমে গিয়েছে।  আগামী সাত দিন প্রায় একই তাপমাত্রা শ্রীনিকেতনে এমন থাকবে বলে হাওয়া দপ্তর জানিয়েছে,সকালে রাস্তায় দৃশ্যমানতা অনেক কমে গিয়েছে জেলা সড়কগুলিতে। রাস্তায় মানুষ বেরিয়েছেন কম।কৃষ্ণনগরে ১০ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ৭ ডিগ্রি সেলসিয়াস,বাঁকুড়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস,বর্ধমানে ৮ ডিগ্রি সেলসিয়াস, মালদহে ৯ ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে ৭-৮ ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে ৮-৯ ডিগ্রি সেলসিয়াস,বহরমপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে,দার্জিলিংয়ে এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গের শিল্পশহর গুলিও ছাড় পাইনি এই অতিরিক্ত শীত থেকে।দূর্গাপুর এলাকায় সর্বনিন্ম তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি।রানীগঞ্জ ও আসানসোলে সর্বনিন্ম ছিল ৭ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 24 ghanta