Posts

Showing posts with the label বলিউড

এ কেমন অক্ষয়, না দেখলে চিনতেই পারবেন না!!

Image
প্যাডম্যান এর শুটিং শেষ করেছেন খিলাড়ি বস,সিনেমার শুটিং শেষ করে বর্তমানে প্যাডম্যান-এর প্রমোশনে ব্যস্ত অক্ষয় কুমার।তাকে এক নতুন লুকে দেখা গেল যা আগে দেখা যায়নি, অক্ষয় কুমারকে বলিউডে এক আলাদা দরজা দিয়েছে তার কর্ম। তার কর্ম সমসময় তার সমর্থকদের উত্সাহিত করে। পরবর্তী সিনেমার শুটিংয়ের জন্যই অক্ষয় কুমার নেড়া হয়েছেন বলে মনে করছে বি টাউনের একাংশ।তবে গোল্ড এবং প্যাডম্যান-এর শুটিং শেষ করে নতুন বছর শুরু আগে দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে যান অক্ষয় কুমার। প্যাডম্যান-এর প্রমোশনে যেখানেই হাজির হচ্ছেন অক্ষয়, সেখানেই দেখা যাচ্ছে বলিউড খিলাড়ির মাথায় চুল নেই। আচমকা কেন নেড়া হয়ে গেলেন আক্কি, তা কিন্তু খোলসা করে কিছু জানাননি।