দেশে থেকে , দেশের বিরুদ্ধে বলা টিভি চ্যানেল ও লোকেদের ওপর পড়ল ধামাকদার ধমকি জেনারেল বক্সীর ! বললো " ভাঁড় মে ..
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
জেনারেল বক্সী প্রায় দেশের স্বার্থে কথা বলতে দেখা যায় এবং সেই সমস্ত লোকের প্রতি উনার রাগ দেখা যায় যারা দেশদ্রোহী।দুঃখের বিষয় আজ ভারতবর্ষে এমন লোক আছে যারা ভারতে থেকে পাকিস্তানের গুণগান গায়।এক ভাষণে জেনারেল বক্সী সেইসমস্থ দেশদ্রোহীদের বিরুদ্ধে নিজের রাগ প্রকাশ করেন।উনি ভাষণের সময় দেশদ্রোহীদের জয়চাঁদ ও মীর জাফরের সাথে তুলনা করেন।তিনি বলেন ২০০ বছর ধরে ভারত মাতা কি জয় স্লোগান এবং জাতীয় পতাকার কোনো প্রশ্ন উঠেনি কিন্তু আজ উঠছে।এখন অসহিষ্ণুতার কথা উঠছে।স্বাধীনতার ২০০ বছর আগেও ভারত মাতা কি জয় বললে কোনো ইস্যু হতো না কিন্তু আজ বলা হচ্ছে এটা ধর্ম পরিবর্তনের জন্য করা হচ্ছে।এরপর তিনি কানাইয়া কুমারএর মতো কমিউনিস্টদের আক্রমণ করেন।এমনকি তিনি NDTV এর মতো চ্যানেল গুলোকেও আক্রমণ করেন।
দেখুন ভিডিওটি
জাকির নায়েককে নিয়ে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য।এবার কি তাহলে গ্রেপ্তার হবে জাকির নায়েক?
ডেস্কঃ ভারতে ইসলাম ধর্মের প্রচারক জাকির নায়েককে নিশ্চয় ভুলে যাননি।জাকির নায়েক যিনি ইসলাম প্রচারের নামে মানুষের মধ্যে হিংসা ছড়াতেন, এবং অন্য ধর্মের বিরোধিতা করতেন। তিনি এখন ভারত থেকে পলাতক এবং তার বক্তৃতাও এখন শোনা যাচ্ছে না।এক সূত্রের খবর অনুযায়ী তিনি এখন মালেশিয়ায় লুকিয়ে আছেন।সম্প্রতি মালেশিয়া সরকার বলেছে যদি ভারত থেকে প্রত্যর্পণের আবেদন আসে তাহলে জাকির নায়েককে তারা ভারতের হাতে হস্তান্তরিত করবে।এর জন্য ভারতের আবেদন অবশ্যই প্রয়োজন।মালেশিয়া সরকার এটা মেনে নিয়েছে যে জাকির নায়েক ভারত থেকে পালিয়ে এসে বর্তমানে মালেশিয়াতে লুকিয়ে আছে।সম্প্রতি জাকির নায়েককে এক মালয়েশিয়ার এক মসজিদএ দেখতে পাওয়া গেছে বলে জানা গেছে।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বলেন যদি ভারত জাকির নায়েককে তাদের হাতে তুলে দেওয়ার আবেদন পত্র দেয়,তাহলেই আইনের সহায়তায় জাকির নায়েককে ভারতের হাতের তুলে দেবে নাহলে নয়।জাকির নায়েকের মালেশিয়ায় নাগরিকত্ব থাকায় সেখানে সে নিশ্চিন্তে ঘুরছে কিন্তু তার নাগরিকত্ব আপাতত কেড়ে নেওয়া হবে না কারণ মালেশিয়ায় তার বিরুদ্ধে কোনো কেস নেই।তবে চিন্তার কারণ নেই কারণ ভারতের বিদেশ মন্ত্রকলয়ের প্রবক্তা রবিশ কুমার বলেন যে ভারত জাকির নায়েককে ভারতে আনার জন্য দরকারি সমস্ত রকমের আবেদন পত্র তৈরী করছে এবং খুব তাড়াতাড়ি জাকির নায়েক ভারতে এনে গ্রেপ্তার করা হবে।
নোবেল পুরস্কার বিজয়ী (nobel laureates) অর্থশাস্ত্রী অভিজিৎ ব্যানার্জী (Abhijit Banerjee) অনুযায়ী, যদি উনি ভারতে থাকতেন তাহলে ওনার পক্ষে নোবেল পুরস্কার জয় করা সম্ভব হতনা। eisamay উনি বলেন, এমন না যে ভারতে প্রতিভার অভাব আছে, কিন্তু এখানে বিশেষ প্রণালীর দরকার। এই কথা উনি জয়পুর লিটারেচার ফেস্টিভালে বলেন। উনি বলেন, MIT (Massachusetts Institute of Technology) তে পিএইচডি করা অনেক ছাত্র আছে। আমি অনেক কাজের শ্রেয় পেয়েছি, কিন্তু সেগুলো অন্যেরা করেছি। কোন এক ব্যাক্তির কাছে এটা হাসিল করে নেওয়া সম্ভব না। দেশের রাজনৈতিক স্থিতি নিয়ে অভিজিৎ ব্যানার্জী বলেন, ভারতে একটি ভালো বিরোধী দলের দরকার। শাসকদলেরও একটি ভালো বিপক্ষের দরকার পড়ে। খারাপ আর্থিক অবস্থা নিয়ে অভিজিত ব্যানার্জী বলেন, আপাতত এটা মনে হচ্ছে না যে আমরা খুব শীঘ্রই এই সমস্যা থেকে উঠতে পাড়ব। এখনো সময় লাগবে। আর্থিক অবস্থার উন্নতির জন্য আসতে আসতে কোন একটি জিনিষে কাজ করতে হবে। মুম্বাইতে জন্ম অভিজিৎ ব্যানার্জী কলকাতা বিশ্ববিদ্যালয় আর জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা প্রাপ্ত করেছেন। উনি হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি উপাধি পেয়েছ...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্বের সব থেকে শক্তিশালী প্রধানমন্ত্রী তিনি এমনি এমনি কি এত শক্তিশালী হলেন ? আসল কারণ হলো মোদী যেভাবে কাজ করেন তা সবার থেকে পুরো আলতা,তার কারণ তো আপনারা জানেন,অনার মতো শক্তিশালী কদম অনেক রাজনেতা নিতে ভয় পান যদি মন্ত্রীপদ চলে যায়।কিন্তু প্রধানমন্ত্রী মোদী এই ৩ বছরে অনকে সিধান্ত নেন কোনো ভয় না পেয়ে,যেমন নোটবন্দী,সার্জিকাল স্ট্রাইক, GST এতে সাধারণ মানুসের অনেক অসুবিধা হয়েছে কিন্তু তা সত্তেও সাধারণ মানুস প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন করেছেন,পুরো জানুন নিচের এই ভিডিও থেকে। তিনতালক এর মতো বড় কদমও মোদী সরকার নিয়েছেন যাতে মুসলিম মহিলারা শান্তি পায় তালাক থেকে। দেখুন ভিডিওটি 24 ghanta
তৃণমূল নেতা ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) একজন পাকিস্তানপ্রেমী- এই অভিযোগ বহুবার উঠিয়েছে বিজেপি সমর্থকরা। ফিরহাদ হাকিমের মিনি পাকিস্তান নিয়ে মন্তব্যও বেশ চর্চায় এসেছিল। ebela আর এখন আরো একবার ফিরহাদ হাকিম দেশ বিরোধী টুইট করে পাকিস্তান সমর্থক তকমা পেয়েছেন। আসলে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জনগণকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের সাথে ভারতের এমন ছবি প্রমোট করেছেন যা পুরো দেশকে লজ্জিত করেছে। আসলে ফিরহাদ হাকিম ভারতের মানচিত্র ও তার নিজের ছবি পোস্ট করেছেন যেখানে ভারতের ম্যাপ ভুল দেখানো হয়েছে। ফিরহাদ হাকিমের সাথে ভারতের যে মানচিত্র রয়েছে তাতে POK ও অক্সাই চীনকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন লক্ষণীয় বিষয় এই যে, ফিরহাদ হাকিম এখন একটা বড়ো পদে বসে রয়েছেন তথা প্রশাসনিক ক্ষমতায় রয়েছেন। এমন অবস্থায় এই ধরণের ছবি পোস্ট করে নিজের সাথে সাথে পুরো দেশকে লজ্জিত করেছেন। ফিরহাদ হাকিম এর দ্বারা প্রকাশ করা ছবি আন্তর্জাতিক মিডিয়াতেও ভারতের মাথা হেট করবে কারণ উনি দেশের একটা আধিকারিক পদে রয়েছেন। এর আগেও ফিরহাদ হাকিম কলকাতার এক মুসলিম বহুল এলাকাকে মিনি পাকিস্তান বলেছিলেন। সেই সময় বিজ...
Comments
Post a Comment