এক্সক্লুসিভ: গুজরাট নির্বাচনে অমিত শাহের করা জবাব, যা বিরোধীদের চিন্তায় ফেলবে..

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ আজ এক সম্বেলনে তিনি বলেন গুজরাট বিধানসভার নির্বাচনে ১৫০ টি আসন বিজেপি জিতবেই, গুজরাটের শীর্ষ সম্মেলনের জহির সম্পাদক-ইন-চিফ সুধীর চৌধুরীর সঙ্গে কথা বললে শাহ বলেন, যদি বিজেপি জয়লাভ করে তবে সংখ্যা ১৬০ এর বেশি হতে পারে।"গত তিন বছরে বেশ কয়েকটি নির্বাচন হয়েছে এবং ২০১৪ সাল থেকে আমরা সারা ভারতে সংখ্যায় পেয়েছি ... যদি আমরা জয়লাভের ধারাবাহিকতা বজায় রাখি, আমরা ১৫০ টি আসন কম পাবে না, যা আদর্শভাবে ১৬০ এর বেশি হতে হবে," শাহ।গুজরাটের ক্ষমতাসীনরাও কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীকে আক্রমণের সুযোগ করে দিয়েছিলেন, তিনি উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক বিষয়ে তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছিলেন।"রাহুল গান্ধী আসছেন এবং গুজরাটে কর্মসংস্থান সম্পর্কে কথা বলছেন, আর আমেথিতে লোকেরা চাকরির জন্য গুজরাট আসছে", আমিত শাহ বলেন।

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

Man Of The Year 2017 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, দেখুন ভিডিও..

bengali news live