breaking news - কার জন্য মমতা ব্যানার্জি লন্ডনে বাড়ি কিনতে চলেছে ? বিস্তারিত জানুন।


1912 সালে নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনের একটি বাড়িতে কয়েক মাস অতিবাহিত করেন এবং তাঁর বিখ্যাত 'গীতাঞ্জলি' অনুবাদ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর কাজকে ভালোবাসার জন্য ঘরটি কিনতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রিপোর্ট করা হলে বিশ্বাস করা হয়, তৃণমূল কংগ্রেস প্রধান উত্তর লন্ডনে হ্যামস্টেড হিথের হিথ ভিলাস কেনার জন্য আগ্রহী এবং এটি একটি মিউজিয়াম-কম-স্মারক রূপে রূপান্তর করে।লন্ডনের একটি ঘন্টার বেশি সময় ধরে এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ব্রিটেনের ভারপ্রাপ্ত হাইকমিশনার, দিনাথ পাটনাককে অভিনন্দন জানান। তিনি বাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেন।ঘরটি 2.7 মিলিয়ন পাউন্ডের চেয়ে বেশি খরচ পরবে বলে জানা গেছে, এবং এই স্থানেই রবীন্দ্রনাথ তাঁর সংগীতগ্রন্থ গীতাঞ্জলির অনুবাদ করেন, যা 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে।এদিকে, ব্রিটেনে উইম্বলডনে সিদ্ধার্থ নিবেদিতার ঘরকে ঐতিহ্যবাহী স্থানের তালিকা দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানের জন্য রবিবার অনুষ্ঠিত হয় এবং বেনজির এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

Man Of The Year 2017 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, দেখুন ভিডিও..

ফিরহাদ হাকিম করলেন দেশের অপমান! POK ও অক্সাই চীনকে বাদ দেওয়া ভারতের মানচিত্রকে করলেন প্রমোট