গুলি লেগে আহত হওয়ার পরও সাথীদের নির্দেশ দিচ্ছেন এই কম্যান্ডর।দেখুন ভাইরাল ভিডিও..

শনিবার  মেজর মোহরকার প্রফুল্ল অম্বদাস সহ ৪ জন ভারতীয়  বীর সেনা শহীদ হন।পাকিস্তানের হটাৎ কাপুরুষের মতো আক্রমণ করাই নিহত হন বীর সেনারা।তৎপর ভারতীয় সেনা সম্পর্কিত একটা ভিডিও ভাইরাল হয়ে পড়ে।যেখানে দেখা যায়, এক ভারতীয় বীর সেনা আহত হয়ে মাটিতে পড়ে থাকা সত্ত্বেও তার সহকর্মী জওয়ানদের নির্দেশ দিয়ে যাচ্ছেন।ভিডিও ভাইরাল হওয়ায় ভারতীয়রা ভেবেছিলেন আহত সেনা মেজর প্রফুল্ল।কিন্তু পরে জানা যায় ভিডিওটি এই বছরের জানুয়ারি মাসে সিআরপিএফ তাদের টুইটার একাউন্ট এ ভিডিওটি শেয়ার করে এবং আহত সেনা হলেন সিআরপিএফ আসিস্টেন্ট কামান্ডার সতবন্ত সিংহ।২০০৯ সালে নকশালদের সাথে সংঘর্ষে আহত হয়েছিলেন তিনি।আনন্দের বিষয় উনার দেহে গুলি লাগার পরও বেঁচে যান এবং তিনি বর্তমানে সিআরপিএফ থেকে অবসর পাওয়ার পর মুম্বাইয়ের এক ব্যাংকে কাজ করেন।ভিডিওটিতে দেখতে পাবেন সতবন্ত সিং তার সহ কর্মীদের নির্দেশ দিচ্ছেন আহতদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য।দেখুন সেই ভাইরাল ভিডিও-

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

Man Of The Year 2017 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, দেখুন ভিডিও..

bengali news live