প্রধানমন্ত্রীকে খুব কটু ভাষায় আক্রমণ করেছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা।তার উত্তর প্রধানমন্ত্রী যেভাবে দিলেন তা জানলে আপনার মনে মোদীজির প্রতি শ্রদ্ধা জাগবে।


একবার স্বামী বিবেকানন্দ দেশবাসীর উদ্দেশে বলেছিলেন, ভূলিও না—তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়ামাত্র ; ভুলিও না— নীচজাতি, মুখ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই।এখন সেই বিবেকানন্দের শিক্ষার পরিচয় দিয়েই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী কংগ্রেসের মনিশঙ্কর আইয়ারকে দিলেন উপযুক্ত জবাব।যা অবশ্যই লজ্জায় ফেলবে পুরো কংগ্রেস দলকে।

আসলে কংগ্রেসএর প্রবীণ নেতা মনিশঙ্কর আইয়ার দেশের প্রধানমন্ত্রীকে উদেশ্য করে বলেন,' নরেন্দ্র মোদী খুবই নীচ, তার মধ্যে এতটুকুও সভ্যতা নেই।মোদী যে রাজনীতি করেন তা অসভ্যতার সমান।'
এরপর থেকে সোশ্যাল মিডিয়া,রাজনৈতিক মহলে আলোড়ন শুরু হয়ে যায়।রাহুল গান্ধী মনিশঙ্কর কে ক্ষমাও চাইতেও বলেন মোদীজির কাছে।কিন্তু মোদীজি কংগ্রেসের মতো এর কোনো পাল্টা কটু ভাষায় আক্রমণ করেননি।বরং তিনি যা বলেছেন তাতে তিনি দেশের মানুষদের মন জয় করে নিয়েছেন। নরেন্দ্রমোদী বলেন, 'কংগ্রেসের নেতারা আমাকে নীচে বলতেই পারেন কারণ আমি সেই সমাজের প্রতিনিধি যেখানে গরিব,দলিত,তফসিলি জাতি উপজাতিরা বাস করে।' তিনি আরও বলেন, ' কংগ্রেসের উচ্চ নেতারা আমাকে কটু ভাষায় আক্রমণ করেনা।

ফ্যামিলি,আমার ব্যাকগ্রাউন্ড, আমার জাতি কোনো কিছু আক্রমণ করতে ছাড়েননি তারা।কিন্তু আমার কিছু বলার নেই।কিন্তু আমি লক্ষ্য শুধু ভারতবর্ষের ১২৫ কোটি মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে।যদিও কংগ্রেস নিজেদের মান রক্ষার জন্য ওই প্রবীণ নেতাকে আপাতত সাসপেন্ড করেছ।

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

Man Of The Year 2017 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, দেখুন ভিডিও..

ফিরহাদ হাকিম করলেন দেশের অপমান! POK ও অক্সাই চীনকে বাদ দেওয়া ভারতের মানচিত্রকে করলেন প্রমোট