দেশের কোনো কোন রাজ্যে ক্ষমতায় বিজেপি!!জানতে অবশ্যই ক্লিক করুন।

ভারতীয় রাজনীতিতে বিজেপি যেভাবে দেশে প্রভাব বিস্তার করে চলেছে তা হয়তো আগে কোনো রাজনৈতিক দল করতে পারেনি।আর কেনই বা প্রভাব বিস্তার করবে না,যেখানেই বিজেপি সরকার গঠন হয়েছে সেখানেই হয়েছে উন্নয়ণ,কড়া করা হয়েছে আইন কানুন।এখন দেশের সবচেয়ে বড় দল বলতে বিজেপি আর কংগ্রেস।বর্তমানে হিমাচলপ্রদেশকেও কংগ্রেসের থেকে কেড়ে নিয়ে আরো ক্ষমতা বৃদ্ধি করলো বিজেপি।আসুন জেনেনি কার বিস্তার কতদূর:

বিজেপি থেকে মুখ্যমন্ত্রী রয়েছে যেসব রাজ্যে-

গুজরাট,রাজস্থান,উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, মনীপুর, অসম, ছত্তিশগড়, গোয়া, হরিয়ানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়।

বিজেপির ক্ষমতায় থাকা রাজ্য-

উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড,জম্মু-কাশ্মীর,হিমাচলপ্রদেশ, মনীপুর, অসম (অগপ ও বরোল্যান্ডের সমর্থনে), ছত্তিশগড়, গোয়া, সিকিম,হরিয়ানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র (শিবসেনার সঙ্গে), ছত্তিশগড়, গুজরাট, রাজস্থান,  বিহার(জেডিইউয়ের সঙ্গে),।

কংগ্রেসের ক্ষমতায় থাকা রাজ্য-

পাঞ্জাব,পদুচেরি,মেঘালয়,কর্ণাটক,মিজোরাম, 

এছাড়াও পশ্চিমবঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস,দিল্লিতে রয়েছে আমআদমি পার্টি,কেরল,ত্রিপুরাতে ক্ষমতায় রয়েছে বামফ্রন্ট,ওড়িশায় বিজু জনতা দল,তেলেঙ্গানায় টিআরএস,তামিলনাড়ুতে ডিএমকে।
24 ghanta live news

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

Man Of The Year 2017 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, দেখুন ভিডিও..

ফিরহাদ হাকিম করলেন দেশের অপমান! POK ও অক্সাই চীনকে বাদ দেওয়া ভারতের মানচিত্রকে করলেন প্রমোট