পাকিস্তানকে করা জবাব ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াতের,যা শুনলে আপনিও গর্বিত হবেন..


সেনা দিবসে পাকিস্তানকে করা ভাসায় জবাব দিলেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত।সোমবার বড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনাবাহিনী কোটলি সেক্টরে পাক সেনার গুলির জোরাল জবাব দেয় ভারতীয় সেনা। এই ঘটনায় ৭ জন পাক রেঞ্জার্স খতম হয়। এরকম এক পরিস্থিতিতে ফের পাকিস্তানকে সতর্ক করলেন রাওয়াত।সোমবার নয়াদিল্লিতে সেনা দিবসের অনুষ্ঠানে জেনারেল রাওয়াত বলেন বাধ্য করলে আমরা অন্য ব্যবস্থা নেব ফের করা জবাব ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াতের।তবে অন্য ব্যবস্থা কী সে বিষয়ে বিশদ ব্যাখ্যা দেননি সেনাপ্রধান বিপিন রাওয়াত। তবে তাঁর বার্তা পাকিস্তান যদি অনুপ্রবেশে মদত দেওয়া বন্ধ না করে সে ক্ষেত্রে কড়া পদক্ষেপ করা হবে ভারতের তরফ থেকে।

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

Man Of The Year 2017 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, দেখুন ভিডিও..

bengali news live