নরেন্দ্রমোদী ও বেঞ্জামিন এর গলাগলিতে আপত্তি দেখানোই যা জবাব পেলেন...দেখুন সেই ভিডিও।

আপনারা হয়তো দেখে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিদেশ সফরে যতবার গিয়েছেন ততবার ওই রাষ্ট্রের প্রমুখের সাথে আলিঙ্গন করেছেন।১৪ জানুয়ারি ইজরায়েলের প্রধানমন্ত্রী যখন ৬ দিনের সফরে ভারতের আসেন তখনও মোদীজি উনাকে আলিঙ্গন করে ভারতে স্বাগত জানান।যদিও এই গলাগলি করা বা অলিঙ্গনকে মোদী বিরোধীরা রাজনীতির রূপ দিয়েছেন।কংগ্রেস মোদীজির এই বেঞ্জামিনকে আলিঙ্গন করার উপর একটা অপমানজনক ভিডিও তৈরি করেছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন।বিরোধী দল রাজনীতি করতে গিয়ে ভুলে জান নরেন্দ্র মোদী শুধু বিজেপির নেতাই নন একই সাথে ভারতের প্রধানমন্ত্রী।এই সমস্ত বিষয়ের উপর রোহিত সারদানা  আজ তাক চ্যানেলে একটি শো হোস্টিং করছিলেন।এই শোতে আগত প্রবক্তা অনুরাগ বাহাদুরিয়াকে রোহিত জিজ্ঞাসা করেন,'মোদীজি বেঞ্জামিন এর সাথে গলাগলি করেছেন,এতে খারাপ কি আছে?'উত্তর আসে , 'খারাপ কিছুই নেই কিন্তু গলাগলি করে আমাদের কি লাভ হলো সেটা তো দেখতে হবে,।'এর পর থেকেই অনুরাগ বাবুকে কড়া ভাষায় জবাব দেন রোহিত।দেখুন সেই ভিডিও-

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

Man Of The Year 2017 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, দেখুন ভিডিও..

bengali news live