ফের ধামাকা জিওর খুব তারাতারি বাজারে আসতে চলেছে জিওকয়েন...
মুকেশ আম্বানি জানিয়েছেন, এই বার 'জিওকয়েন' প্রকল্প শুরু হতে চলেছে। এই দায়িত্বে থাকছেন তাঁর বড়ো পুত্র আকাশ আম্বানি। মুকেশ আম্বানি টেলিকম শিল্পের পর ক্রিপ্টোকারেন্সিতে বিপ্লব আনার পরিকল্পনা করছেন। ৫০জনের একটি দল তৈরি করছে জিও। জিওকয়েন বাস্তবায়নে যুবপ্রজন্মই ভরসা বলে জানাচ্ছে জিও রিলায়েন্স।
জিওকয়েন বাস্তবায়নে যে ৫০ জনের দল গঠন করছে জিও, সেই দলের গড় বয়স থাকবে ২৫ বছরের মধ্যে। মুকেশ আম্বানির বড়ো ছেলে আকাশ আম্বানি এই যুব দলের অধিনায়ক। এই প্রকল্পে জিও ইন্টারনেট অব থিংস এবং ব্লক চেইন প্রযুক্তির ব্যবহার করবে বলে জানা গেছে। ক্রিপ্টোকারেন্সি আদতে ভার্চুয়াল মূল্য, ডিজিটাল লেনদেনে ব্যবহার করা হয়, সরকারের উপর নির্ভর করতে হয় না, হোয়াটাস অ্যাপ গ্রুপের মাধ্যমেও লেনদেন হতে পারে। পরিকল্পনাটা খুব ভালোই। কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি এই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করা নিয়ে সাবধান করেছেন। তিনি বলেছেন, বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি ভারতে আইনসিদ্ধ নয়। ২০১৩ সালে আরবিআই এটি যেকোনো সময় হ্যাক হতে পারে বলে জানিয়েছিল। অরুন জেটলি জানিয়েছেন, গোটা বিশ্ব জুড়ে ৭৮৫টি ক্রিপ্টোকারেন্সি রয়েছে। আর ভারতে রয়েছে ১১টি লেনদেন মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়।
Comments
Post a Comment