সন্ত্রাসের সাথে তুলনা করে মমতা ব্যানার্জীকে এমন কথা বললেন বাবুল,যাতে ক্রুদ্ধ তৃণমূল সমর্থকেরা।

'দিদি শব্দের মানে এখন সন্ত্রাস।'    উলুবেড়িয়ার লোকসভা উপনির্বাচনে আসানসোলের MP বাবুল সুপ্রিয়  বিজেপি প্রার্থী অনুপম মল্লিকের সভায় এসে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীকে এইভাবেই আক্রমণ করলেন। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আক্রমণ করে বলেন, "এতদিন ধরে পশ্চিমবঙ্গে যদি একটুও পরিবর্তন হয়েছে তাহলে দিদি শব্দের মানেটা পরিবর্তন হয়েছে।আগে যা ছিল তার থেকে খারাপের দিকে গেছে।"তিনি আরও আক্রমণ করে বলেন, "পশ্চিমবঙ্গে দিদি শব্দের মানে এখন সন্ত্রাস।দিদির পায়ে হওয়াই চটি দিদির ভাইয়েরা কোটিপতি এনিয়ে নতুন করে কিছুই বলার নেই।এটা আমরা সবাই জানি।কিন্তু দিদির ভাইয়ের মধ্যে কেউ এখন জেলে কেউবা বেলে,সাধারণ মানুষকে করে রেখেছেন এলেবেলে।যা আমরা কখনোই সইবো না।"এই রকম কটাক্ষভাবে আক্রমণ করার জবাব এখনো দেয়নি তৃণমূল সরকার। তবে এই মন্তব্যে যথারীতি ক্রুদ্ধ তৃণমূল সমর্থকেরা।এখন দেখার এই জল কতদূর গড়াই।
24 ghanta

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

Man Of The Year 2017 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, দেখুন ভিডিও..

ফিরহাদ হাকিম করলেন দেশের অপমান! POK ও অক্সাই চীনকে বাদ দেওয়া ভারতের মানচিত্রকে করলেন প্রমোট