বাংলদেশের পর এবার পশ্চিমবঙ্গে শুরু রোহিঙ্গা প্রবেশ! বিস্তারিত জানতে ক্লিক করুন।

রোহিঙ্গা মুসলিমদের পশ্চিমবঙ্গে আনার জন্য স্বাগত জানিয়েছিলেন মূখ্যমন্ত্রী।যদি এর পুরোপুরি বিরোধিতা করে কেন্দ্র সরকার জানিয়েছিল রোহিঙ্গারা দেশের জন্য বিপদজনক,তাই ভারতে তাদের কোনো ঠাঁই না দেয়ায় ভালো।কিন্তু এবার পশ্চিমবঙ্গেই ঠাঁই দেওয়া হলো কিছু রোহিঙ্গাদের।হ্যাঁ ঠিকই শুনেছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরের কুলারী গ্রামের হোসেন গাজী নামের এক ব্যাক্তি মায়ানমার থেকে আগত ২৯ থেকে ৩০ জন রোহিঙ্গা মুসলিমদের থাকার জন্য ব্যবস্থা করেদিয়েছেন।ভারতের বাংলাদেশ সীমান্ত হয়ে এই রোহিঙ্গা মুসলিমরা প্রবেশ করেছে।এক সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী  হোসেন গাজী  ওই রোহিঙ্গাদের জন্য থাকার জমি ও ঘরের বন্দোবস্ত করেছে। রোহিঙ্গাদের দুর্দশা দেখে খুবই দুঃখিত তাই তিনি কিছু রোহিঙ্গার জন্য থাকার ব্যাবস্থা করেন।কিন্তু আশ্চর্যের বিষয় ওই রোহিঙ্গাদের কাছে থেকে কোনো রিফিউজি কার্ড নেই।হোসেন জানিয়েছেন রোহিঙ্গা ছেলে মেয়েরা তাদের মাদ্রাসাতে শিক্ষা নিতে আসা শুরু করেছে এবং খুব শান্তিপ্রিয় ভাবে বসবাস করছে।
24 ghanta

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

দেখুন কি করে চন্দননগরকে বিশ্বের দরবারে এক স্মার্ট সিটি তৈরী করতে চলেছে ফ্রান্স..

bengali news live