মোদী রাজে ভারতীয় ইসরো করল আমেরিকার গুগলকে ফেল , কিন্তু কিভাবে..

বিশ্বকে অবাক করে ভারতবাসীদের এক বড়ো উপহার দিতে চলেছে ইসরো।এই মাসেই ১২ জানুয়ারি মহাকাশে কার্টসার্ট-২ সিরিজের উপগ্রহ উপস্থাপন করেছিল ভারত।আজ কার্টস্যাট-২  প্রথম মহাকাশ থেকে ছবি পাঠিয়েছে।আপনাদের জানিয়ে দি,ফটোটি ইন্ডোরের হোলকার স্টেডিয়ামের ছবি।এই ছবিটিকে সমস্ত উপগ্রহের পাঠানো ছবির সাথে তুলনা করা হয়েছে।কিন্তু ইসরোর এই ছবি সব উপগ্রহকে ফেল করেছে।জানা গিয়েছে এই ছবির যা বৈশিষ্ট তা গুগল বা বিংএর ছবির মধ্যেও নেই।এই উপগ্রহটি একটি রিমোর্ট সেন্সিং উপগ্রহ যার আয়ু ৫ বছর।এই ৫ বছর এই উপগ্রহটি ভারতকে নানান তথ্য,ফটো এবং আবহাওয়া বিষয়ক তথ্য প্রদান করবে যার দ্বারা ভারত খুবই লাভবান হবে।সবথেকে উল্লেখ্য বিষয় হলো আমরা অনেকসময় রাস্তা খোঁজার জন্য গুগল ম্যাপ ব্যবহার করি,এবার ইসরো ভারতীয়দের জন্য ম্যাপ এবং নেভিগেশনের এর ব্যবস্থা করবে যার সাহায্যে সাধারণ মানুষ ফোন গুগল মাপের থেকে অনেক ভালো সুযোগ সুবিধা পাবে।শুধু ভারতেই নয় বিশ্বের অধিকাংশ দেশেই গুগলকে পিছনে ফেলে এগিয়ে যাবে ইসরো।প্রসঙ্গত, মোদী সরকার আসার পর থেকেই ইসরো দারুনভাবে কাজে নেমে পড়েছে।একের পর এক উপগ্রহ এবং চন্দ্রযানের মতো কয়েক কীর্তি প্রতিস্থাপন করেছে ভারত।

Comments

Popular posts from this blog

দিল্লিতে অভিষেকের বিরুদ্ধে মানহানির মামলা মুকুলের, বিস্তারিত জেনে নিন..

দেখুন কি করে চন্দননগরকে বিশ্বের দরবারে এক স্মার্ট সিটি তৈরী করতে চলেছে ফ্রান্স..

bengali news live