২০১৮ চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর নিয়ে এল মোদী সরকার। পড়ুন চাঞ্চল্যকর প্রতিবেদনটি..


চাকরি চাই তাহলে এটা আপনার, চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর, সম্প্রতি প্রকাশিত হয়েছে ইন্ডিয়া স্কিল রিপোর্ট। ২০১৯ সালে লোকসভা ভোট তাই দেশে কর্মসংস্থানে দিকে নজর কেন্দ্র সরকারের। 


বলা হচ্ছে দেশে ১০ থেকে ১৫ শতাংশ চাকরি নিয়োগ বৃদ্ধি পাবে।দেশে টেকনোলজি সলিউশন সংস্থার চাকরির হার বেশি হবে বলে মনে করা হচ্ছে।তবে দুঃখের খবর হলো পশ্চিমবঙ্গে চাকরির হার খুবই কম। কারণ, সব থেকে বেশি কর্মসংস্থানের হিসেবে প্রথম ১০ রাজ্যের তালিকায় নেই বাংলা। তাই বাংলার জন্য চাপ রয়ে যাবে,আইটির দিক থেকে দেখতে গেলেও বাংলার নাম নেই প্রথমে রয়েছে বেঙ্গালুরু ও পরে চেন্নাই, ইনদৌর, লখনউ, মুম্বই এবং নাগপুর। তাই বাংলার জন্য কোনো খুশির খবর নেই। 


Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

Man Of The Year 2017 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, দেখুন ভিডিও..

ফিরহাদ হাকিম করলেন দেশের অপমান! POK ও অক্সাই চীনকে বাদ দেওয়া ভারতের মানচিত্রকে করলেন প্রমোট