এক দশকের সেরা পুরস্কার পেলেন বিজেপির রাজ্যসভার এই সাংসদ..


সুভাষ চন্দ্র নামটা অনেকে জানেন আবার অনেকে নাও জানতে পারেন। সুভাস চন্দ্র হলো বিজেপির রাজ্যসভার সাংসদ ও তার সাথে জীমিডিয়ার মালিক। ওনাকে Entrepreneur of the Decade পুরস্কারে সম্মানিত করল বম্বে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন। 


আন্তর্জাতিক বিনোদনশিল্পে অন্যতম মুখ সুভাষ চন্দ্র। তিনি জি টিভি নিয়ে যে টেলিভিশন জগতে এক বিপ্লব তৈরী করেছিলেন তা ভারতে প্রথম। তিনি প্রথম ভারতে প্রাইভেট টিভি চ্যানেল নিয়ে আসেন, সময়টা ছিল ১৯৯২ সাল সেই সময় সরকারী চ্যানেল ছাড়া আর কিছু ছিল না, তিনি প্রথম এই মিডিয়া যুগ শুরু করেছিলেন। তিনি ২০১১ সালে International Emmy Directorate Award পেয়েছিলেন। বর্তমানে ১৭১টি দেশের ১০০ কোটি মানুষ দেখেন জি-র বিভিন্ন চ্যানেল।




Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

Man Of The Year 2017 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, দেখুন ভিডিও..

bengali news live