মহিলাদের জন্য এক বিশেষ উপহার কেন্দ্র সরকারের..


এবার থেকে স্টেশনেও পাওয়া যাবে স্যানিটারি প্যাড। তাও আবার সুলভ মূল্যে। নয়াদিল্লি ও ভোপাল স্টেশনে এবং দেশের রেলওয়ে অফিসগুলিতে ইতিমধ্যেই বসে গিয়েছে স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন। এবার দেশের আরও ২০০টি স্টেশনে এবং রেলওয়ে চত্বরে ৮ মার্চের আগে ভেন্ডিং মেশিন বসানোর উদ্যোগ চলছে।



রেল সূত্রে খবর আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগেই স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন বসবে দেশের ২০০টি স্টেশনে। বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি বলেছেন, সমাজের আর্থিকভাবে অনগ্রসর মহিলা ও রেলের মহিলা কর্মীদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরোজিনী নগর রেলওয়ে কলোনিতে রেলওয়ে উইমেন্স ওয়েলফেয়ার সেন্ট্রাল অগানাইজেশন' নামে একটি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে।

সেখানে সস্তা ও নায্য মূল্যে স্যানিটারী প্যাড তৈরি হয়। রেলমন্ত্রী পিযুস গোয়েল সেই কেন্দ্রে গিয়ে সব দেখে মুগ্ধ হয়েছেন এবং তাদের উৎসাহ প্রদান করেছেন। জানানো হয়েছে যে, এই বছরের ১ জানুয়ারি থেকে দস্তক-এ উৎপাদন শুরু হয়েছে। ছটি প্যাডের দাম মাত্র ২২ টাকা। উৎপাদন বাড়লে এর দাম আরও কমবে বলে জানানো হয়েছে।

Comments

Popular posts from this blog

দিল্লিতে অভিষেকের বিরুদ্ধে মানহানির মামলা মুকুলের, বিস্তারিত জেনে নিন..

দেখুন কি করে চন্দননগরকে বিশ্বের দরবারে এক স্মার্ট সিটি তৈরী করতে চলেছে ফ্রান্স..

bengali news live