রামনবমীতে অস্ত্রমিছিল নিয়ে এক বড় সিদ্ধান্ত নিল বিশ্ব হিন্দু পরিষদ..
সুপ্রভাত ডিজিটাল: রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী রামনবমীর দিন অস্ত্র নিয়ে মিছিল চলবে না। বিশ্ব হিন্দু পরিষদ এর তরফ থেকে জানানো হয় ওই দিন বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত মিছিল ও শোভাযাত্রায় বিজেপি নেতা কর্মীরা তরোয়াল বা ত্রিশূলের মতো কোনও অস্ত্রই হাতে নেবেনা।
এ কথা জানান বিশ্ব হিন্দু পরিষদ ক্ষেত্র সংগঠন সম্পাদক শচীন সিনহা। তিনি বলেন কাউকে মিছিলে অস্ত্র নিয়ে আসতে হবে না, তবে অস্ত্রের রেপ্লিকা হাতে থাকবে ও শোভাযাত্রায় থাকবে ‘ওঁ’ লেখা গেরুয়া পতাকা এবং হিন্দু ধর্মের নানা প্রতীক।
রামনবমী ও হনুমান জয়ন্তী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ এর এবার কর্মসূচি শুরু হচ্ছে ১৮ মার্চ ও ২৫ মার্চ রামনবমী এবং তার পর হনুমান জয়ন্তী।বিশ্ব হিন্দু পরিষদ ক্ষেত্র সংগঠন সম্পাদক শচীন সিনহা এও যানান আমাদের ও বিজেপির তরফ থেকে কোনো ভুল হবে না কিন্তু রাজ্য সরকার ও প্রশাসন দ্বারা যদি কিছু করা হয় তা ঠিক হবে না।
Comments
Post a Comment