বলিউ়ডে পাকিস্তানি শিল্পীদের নিয়ে বাবুল সুপ্রিয় যা বললেন শুনলে আপনিও চমকে যাবেন..
মুম্বইয়ে পাক গায়ক গুলাম আলির অনুষ্ঠানে আপত্তি করেছিল শিবসেনা। এবার শিল্প প্রতিমন্ত্রী এবং বিজেপি নেতা বাবুল সুপ্রিয় তা বলেন,তিনি বলেন ভারতে শিল্পীর অভাব নেই তারা ভারতের বাসিন্দা এবং তাদের অধিকার সবার প্রথমে তারা সুজক পায় কিন্তু হচ্ছে পুরো উল্টো।
বাবুলের প্রশ্ন, যখন ভারত-পাক সীমান্তে উত্তেজনা যখন ক্রমবর্ধমান, তখন বিনোদন শিল্পের জন্য পাকিস্তানে হাত বাড়াতে হবে কেন? বলিউড ভারতীয়দের ভারতের সাধারণ মানুসের টাকাতে চলে পুরো বলিউড আর একটা জাতীয় দায়িত্ব আছে সেটা কি করে ভুলে যাচ্ছে বলিউড, পাকিস্তান সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। তাই এর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই ভারতীয় ছবিতে পাক শিল্পীদের যোগদান নিষিদ্ধ করা উচিত বলিউ়ডের।
Comments
Post a Comment