কথা না শুনলে এবার এনকাউন্টার - হঙ্কার যোগীর, কার জন্য এমন প্রতিক্রিয়া জানতে নিচে ক্লক করুন..


বর্তমান রাজনীতিতে দেশে প্রধানমন্ত্রী মোদীর পর আর কোনো কদ্দাবর নেতা খুজলে সবার আগে এখন নাম উঠবে যোগী আদিত্যনাথ এর,তিনি যা বলেন তাই করেন বলছে সাধারণ মানুষ।


এবার এনকাউন্টার বিতর্ক আসলে ঘটনাটি হলো সকলের নিরাপত্তা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে শান্তিভঙ্গকারীদের ছাড়া হবে না। যারা বন্দুকের ভাষা বোঝে, তাদের সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। প্রশাসনকে বলে দিয়েছি, এ বিষয়ে ভাবার কিছু নেই।যোগী সরকার ক্ষমতায় আসার পর থেকেই উত্তরপ্রদেশে অপরাধী দমন অভিযান শুরু করেছে প্রশাসন। দিন কয়েক আগেই ৪৮ ঘণ্টায় উত্তরপ্রদেশের ১০টি জেলায় ১৫টি এনকাউন্টার করে পুলিস। যোগীর আসার পর পুলিশকের ফর্ম দেখে সাধারণ মানুষ খুসি।

Anandabazar Patrika

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

Man Of The Year 2017 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, দেখুন ভিডিও..

ফিরহাদ হাকিম করলেন দেশের অপমান! POK ও অক্সাই চীনকে বাদ দেওয়া ভারতের মানচিত্রকে করলেন প্রমোট