ত্রিপুরার শেষ অঙ্কের পর ঝড়ের গতিতে আসতে চলেছে এই রাজনৈতিক দল..


ত্রিপুরার সরকার এবার বিরোদী দল নিয়ে খুব চিন্তিয়।যেভাবে ত্রিপুরার রাজনীতিই শুর সিপিএম থেকে বিজেপিতে আসছে তা দেখে মনে করছে রাজনৈতিক মহল এবার ত্রিপুরা বিজেপির দখলে।আইপিএফটি-র সঙ্গে জোট বেঁধে বিজেপি এবার পুরো জোর লাগিয়ে দিচ্ছে বাম দুর্গের চির খাওয়ানোর জন্য।


 বিজেপির লাগাতার প্রচার কৌশল বহু জায়গাতেই প্রভাব ফেলবে বলে সিপিএমের দলীয় নেতা-কর্মীদের একাংশের অভিমত।সিপিএমের কপালে ভাঁজ ফেলছে নতুন ভোটার। কারণটা খুব সোজা মোদী সরকার এর দিয়ে পুরো যুব সমাজ চেয়ে তো তাদের কাছ থেকে কোনো আসা নেই সিপিমের ভোটের    নির্বাচন  কমিশনের তথ্য অনুযায়ী এ বারেই প্রথম ভোটাধিকার পেয়েছেন এমন ভোটারের সংখ্যা ৪৭ হাজার ৮০৩। তাঁদের মধ্যে পুরুষের সংখ্যা ২৬ হাজার ৫৪ এবং মহিলার সংখ্যা ২১ হাজার ৭৪৫। আর এখন বর্তমানে সারা দেশে যুব সমাজ মোদীর সাথে।




Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

Man Of The Year 2017 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, দেখুন ভিডিও..

bengali news live