গ্যাস ও তেল নিয়ে চিন্তা শেষ। ভারতে ও ইরানের মহা চুক্তি দেখুন..
তেল নিয়ে এবার হয়তো একটু চিন্তা কমবে। সারা বিশ্বে মধ্যে বর্তমান ভারতে আসা ও ভারতে এসে ব্যবসা করতে সব দেশই চায় আর তার আর এক প্রমান আজ পাওয়া গেলো এখন ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক মজবুত করে গড়তে চায় ইরান।
৩ দিনের ভারত সফরে এসেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি। আজ সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এবং ওনাকে স্বাগত জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হায়দরাবাদে মক্কা মসজিদে মুসলিমদের সভায় রৌহানি বলেন, তেল, প্রাকৃতিক গ্যাস এবং সম্পদ ভারতে রফতানি করতে রাজি ইরান। ভারতকে চাবাহার বন্দর ব্যবহার করার অনুমতি দিয়েছে ইরান।
Comments
Post a Comment