এবার রেলের চাকরি নিয়ে এক বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের..
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। এবার রেলের চাকরিতে আবেদনের বয়সের উর্ধ্বসীমা বাড়ানো হল আরো ২ বছর। রেলের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য ২ বছর বাড়ানো হলো যার ফলে আরো অনেকে সুযোগ পাবে।
বর্তমানে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে মোট ৮৯,৪০৯টি পদে নিয়োগের আবেদন রেল মন্ত্রক দিয়েছিল, সেখানেই বলা হয় গ্রুপ সি পদে চাকরির আবেদনের বয়সসীমা ২৮ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর ও তার সাথে ওবিসি প্রার্থী ৩৩ বছর এবং তপসিলি জাতি ও উপজাতি প্রার্থীরা ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবে।
এবং অন্যদিকে গ্রুপ ডি পদেও বয়সের উর্ধ্বসীমা ২৮ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়। ও তার সাথে ওবিসি প্রার্থীদের ৩৬ ও তপসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের ৩৮ বছর বয়স করা হয়। রেল এর তরফ থেকে জানানো হয় বাংলার সাথে সাথে মালায়লম, তামিল, কন্নড়, ওড়িয়া ও তেলেগুতেও প্রশ্নপত্র হবে।
Comments
Post a Comment