২০১৭ ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক বলছে এই ওয়ার্ল্ড রিপোর্ট..



সুপ্রভাত ডিজিটাল: ভারত অস্ত্র আমদানিতে যত বাড়ছে তেমনি কমছে পাকিস্থানের। এমনটা জানা গেল সোমবার প্রকাশিত স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) প্রকাশিত তথ্যে। 

গবেষণায় জানা গেছে ভারতের বৃহত্তম প্রধান অস্ত্র আমদানিকারক হিসাবে আবির্ভূত হয়েছে। ২০১৩-১৭ সালে ভারতে বিশ্বের বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে যা মোট আমদানির 12 শতাংশ। গবেষণায় জানা যায় ২০০৮-১২ এবং ২০১৩-১৭ সালের মধ্যে ভারতে অস্ত্রের আমদানিতে ২4 শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

বর্তমানে যে দেশ ভারতকে সর্বাধিক অস্ত্র আমদানি করে তার পরিমাণ 62 শতাংশ। কিন্তু সেই জায়গায় পাকিস্তান সম্পর্কে এই রিপোর্টে বলা হয়েছে যে ২০০৮-২০১২ থেকে ২013-17 এর মধ্যে পাকিস্তানের অস্ত্র আমদানির পরিমাণ 36 শতাংশে নেমে এসেছে।


*****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।*****





Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

Man Of The Year 2017 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, দেখুন ভিডিও..

bengali news live