পর্যটকদের জন্য সুখবর,ভারত সরকারের বড় সিধান্ত বিলাসবহুল ট্রেনগুলির নিয়ে..


রেল সূত্রে খবর, বিলাসবহুল ট্রেন যেমন- প্যালেস অন হুইলস, মহারাজা এক্সপ্রেস ও গোল্ডেন চ্যারিয়টের মতো ট্রেন গুলির ভাড়া কমানো হচ্ছে ৫০ শতাংশ। সাধারণ মানুষ যাতে এই ট্রেনগুলি যাতায়াতের জন্য ব্যবহার করতে পারে, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে ভরতীয় রেল সংসদ।

কয়েকদিন আগে বিলাসবহুল ট্রেন গোল্ডেন এক্সপ্রেসের রাজস্ব ভাগ করার নির্দেশ দেয় কর্ণাটক সরকার। রেলবোর্ড সেই প্রস্তাবে সম্মতি জানালে ১তারিখ বিলাসবহুল ট্রেনগুলির ভাড়া কমানো নিয়ে বৈঠক বসে। সেই বৈঠকেই ৫০শতাংশ মাল পরিবহনের খরচ কমানোর সিদ্ধান্ত নেয় রেলবোর্ড।

রাজ্যগুলির পর্যটন বিভাগ ও আইআরসিটিসি বিলাসবহুল ট্রেনগুলির পরিবহনের জন্য যে খরচ করে এসেছে তা এবার কমানো হচ্ছে। রেলমন্ত্রক সূত্রে খবর এই ট্রেনগুলিতে বিদেশি পর্যটকদের সংখ্যা অনেক কমে গেছে। প্যালেস অন হুইলস ও রয়্যাল রাজস্থান নামক ট্রেন দুটি ভারতীয় রেল ও রাজস্থানের পর্যটন বিভাগ যৌথভাবে চালায়। বর্তমানে প্যালেস অন হুইলস থেকে ২৪ শতাংশ ও রয়্যাল রাজস্থান ট্রেন থেকে ৬৩শতাংশ রাজস্ব আদায় কমে গিয়েছে।

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

Man Of The Year 2017 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, দেখুন ভিডিও..

ফিরহাদ হাকিম করলেন দেশের অপমান! POK ও অক্সাই চীনকে বাদ দেওয়া ভারতের মানচিত্রকে করলেন প্রমোট