লেনিনের সাথে নেতাজি ও স্বামীজির তুলনা করে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়


সুপ্রভাত ডিজিটাল: এবার লেনিন-মূর্তি প্রতিবাদে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয়া বাঁকুড়ার পাত্রসায়রে এলাকায় এক জনসভা আজ করতে যান, সেখানে তিনি বক্তব্য রাখেন।এবং সেই  বক্তব্য এর মাঝে তিনি বলে বলেন সরকারে এলে, হামলা করা কাজ নয়। 


কারও মূর্তি ভেঙে দেওয়া সরকারের কাজ নয়, লেনিন, নেতাজি, স্বামীজির মূর্তি ভাঙা মেনে নেব না।গণতন্ত্র মানে জবরদখল করা নয়। এত ঔদ্ধত্য ভাল নয়। অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে। এর মন্তবের পর থেকেই বিতর্ক শুরু হয়ে যায় মুখ্যমন্ত্রী কি করে লেনিন এর সাথে নেতাজি ও  স্বামীজির তুলনা করলেন। বিজেপি তরফ থেকে এই নিয়ে প্রতিবাদ শুরু হয় মমতা  বন্দ্যোপাধ্যায় এর ক্ষমা চাওয়া উচিত এই মন্তবের জন্য এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিছু জানানো হয়নি  

Today Bengali News


***********©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।****************
24 Ghanta Live News

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

Man Of The Year 2017 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, দেখুন ভিডিও..

ফিরহাদ হাকিম করলেন দেশের অপমান! POK ও অক্সাই চীনকে বাদ দেওয়া ভারতের মানচিত্রকে করলেন প্রমোট