বিরোধী দল আজ এমন এক কান্ড করলো সংসদে যাতে বাধ্য হয়ে চেয়ারম্যান অধিবেশন মুলতুবি করেন...


সুপ্রভাত ডিজিটাল: আজ লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর থেকেই সাংসদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন স্পিকার। এরপরেই তৃণমূল, কংগ্রেস, টিআরএস সহ বিভিন্ন বিরোধী দল এবং টিডিপি সাংসদরা ওয়েলে নেমে এসে চিৎকার করতে থাকেন।পিএনবি জালিয়াতি সহ বিভিন্ন বিষয়ে বিরোধী দলগুলির হট্টগোলে উত্তাল হয়ে উঠল লোকসভা। আজ এই নিয়ে সংসদও চালানো যায়নি 


গোলমালের জেরে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু প্রথমে ১০ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দেন। এরপর অধিবেশন শুরু হতেই ফের হট্টগোল শুরু হয়। বিরোধীদের উদ্দেশে চেয়ারম্যান বলেন, ‘আপনারা সংসদে আছেন না অন্য কোথাও?’ কিন্তু তিনি বারবার আসনে ফিরে যেতে বললেও, সে কথা না শুনে হইচই করতে থাকেন বিরোধী দলগুলির সাংসদরা। ফলে দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন চেয়ারম্যান।
24 ghanta Live News

Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

Man Of The Year 2017 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, দেখুন ভিডিও..

ফিরহাদ হাকিম করলেন দেশের অপমান! POK ও অক্সাই চীনকে বাদ দেওয়া ভারতের মানচিত্রকে করলেন প্রমোট