নারী ও শিশু পাচারে এক নম্বর স্থানে বাংলা - supravat.in


সুপ্রভাত ডিজিটাল: এবার নারী ও শিশু পাচারে পশ্চিমবঙ্গ-এর নাম যুক্ত হল। দেশের মধ্যে নারী ও শিশু পাচারে একনম্বর স্থানে পশ্চিমবঙ্গ। এমন এক রিপোর্ট পেস করল ন্যাশনাল ক্রাইম ব্যুরো। ন্যাশনাল ক্রাইম ব্যুরো তথ্যে জানা গেছে ২০১৫ সালে এ রাজ্যে মোট ২০৬৪ জন মহিলা এবং ১৭৯২টি শিশুর পাচার হয়েছিল। 



সেখানে ২০১৬ সালে ৩৫৫৯ জন নারী এবং ৩১১৩টি শিশু পাচার হয়েছে। বর্তমানে ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে পশ্চিমবঙ্গে নারী ও শিশু পাচারের হার যথাক্রমে ৭২ এবং ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।কেন্দ্রীয় নারী এবং শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কৃষ্ণা রাজ বৃহস্পতিবার রাজ্যসভায় বলেন  ২০১৬ সালে গোটা দেশে ১৯,২২৩ জন নারী ও  শিশুকে পাচার করা হয়েছে এবং এই  ধরনের কাজ  সব থেকে বেশি ঘটেছে পশ্চিমবঙ্গে।

*****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******


Comments

Popular posts from this blog

দিল্লিতে অভিষেকের বিরুদ্ধে মানহানির মামলা মুকুলের, বিস্তারিত জেনে নিন..

দেখুন কি করে চন্দননগরকে বিশ্বের দরবারে এক স্মার্ট সিটি তৈরী করতে চলেছে ফ্রান্স..

bengali news live