Posts

Showing posts from December, 2017

Man Of The Year 2017 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন, দেখুন ভিডিও..

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্বের সব থেকে শক্তিশালী প্রধানমন্ত্রী তিনি এমনি এমনি কি এত শক্তিশালী হলেন ? আসল কারণ হলো মোদী যেভাবে কাজ করেন তা সবার থেকে পুরো আলতা,তার কারণ তো আপনারা জানেন,অনার মতো শক্তিশালী কদম অনেক রাজনেতা নিতে ভয় পান যদি মন্ত্রীপদ চলে যায়।কিন্তু প্রধানমন্ত্রী মোদী এই ৩ বছরে অনকে সিধান্ত নেন কোনো ভয় না পেয়ে,যেমন নোটবন্দী,সার্জিকাল স্ট্রাইক, GST এতে সাধারণ মানুসের অনেক অসুবিধা হয়েছে কিন্তু তা সত্তেও সাধারণ মানুস প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন করেছেন,পুরো জানুন নিচের এই ভিডিও থেকে। তিনতালক এর মতো বড় কদমও মোদী সরকার নিয়েছেন যাতে মুসলিম মহিলারা শান্তি পায় তালাক থেকে। দেখুন ভিডিওটি  24 ghanta

বিজেপিতে যোগ আইপিএস ভারতী ঘোষ ঘটনাটি কতটা সত্যি জানুন..

Image
ভারতী ঘোষকে পশ্চিম মেদিনীপুর সুপারের পদ থেকে ব্যারাকপুরের তৃতীয় ব্যাটেলিয়নে বদলি করা হয়। তারপর তিনি সুরজিত করপুরকায়স্থের(রাজ্য পুলিশের ডিজি) কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন। এই কাজের মাধ্যমে রাজ্য রাজনীতি ও আমলামহলে শোরগোল ফেলে দেন। তিনি বিজেপিতে যোগদানের জন্য লিখিত আবেদন জানিয়েছেন। বিজেপি সূত্রে খবর পাওয়া গেছে, ভারতী ঘোষ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে গেরুয়া শিবিরে যোগদানের ইচ্ছার কথা লিখিত আবেদনে জানিয়েছেন। পাশাপাশি তিনি মুকুল রায়কেও চিঠির মাধ্যমে বিজেপিতে যোগদানের ইচ্ছার কথা জানিয়েছেন।ভারতী ঘোষ ইস্তফাপত্রের সঙ্গে তিন মাসের ছুটির আবেদনও জানিয়েছিলেন। কিন্তু এর কোনোটিই মঞ্জুর করা হয়নি। দুটিই নামঞ্জুর হওয়ার শর্তেও তিনি নতুন পদের কাজে যোগ দেননি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে একসময় ভারতী ঘোষের খুব ঘনিষ্ট সম্পর্ক ছিল। কিন্তু সেটা এখন বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তলানিতে নেবে গেছে। আর তারই সঙ্গে মুকুল রায়ের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রাজনৈতিক মহলে সারা ফেলে দিয়েছে।

বেরিয়ে এলো সেই রহস্য , থালাইবা রজনীকান্ত কোন দলে যোগ হচ্ছেন ?

Image
তামিল সুপারস্টার রজনীকান্ত আজ এক বড় সিধান্ত নিতে চলেছে গোপন তথ্য থেকে জানা গেছে তিনি রাজনৈতিক অভিষেকের অবসান ঘটিয়ে এক বড় রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চলেছেন, চেন্নাইয়ের শ্রী রাঘবন্ধু কল্যাণ মণ্ডপেম এ ঘোষণা করেছিলেন তিনি বলেন যে ৩১ ডিসেম্বর তার সিদ্ধান্তের ঘোষণা দেবেন,আজ সেই দিন আজ তিনি ঘোসনা করতে চলেছেন তিনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন, বিজেপি না কংগ্রেস না অন্য কোনো রাজনৈতিক দল, এখুন পুরোটাই সময় বলবে।গত সপ্তাহে রজনীকান্তের ঘনিষ্ঠ বন্ধু তমিলুরুভি মিয়াজান বলেছিলেন যে ২৬ ডিসেম্বরে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে যে কোন দিন রাজনীতির বিষয়ে অভিনেতা তার পরিকল্পনা প্রকাশ করতে পারে।রিপোর্টগুলি আগেই প্রস্তাব করেছিল যে, তামিল সুপারস্টার ডানপন্থী বা বামপন্থী দলগুলোর সাথে যোগ দিতে অসম্ভব হলেও তার নিজের দল গঠন করতে পারে। কিন্তু তিনি বিজেপিতেও যোগ দিতে পারেন তার কারণ তিনি প্রধানমন্ত্রী মোদীর সাথে যোগাযোগ করেছেন এবং এক মিটিং ও তিনি করেছিলেন।নতুন বছরের যেকোনও সময়েই রজনীকান্ত তাঁর নয়া রাজনৈতিক দল গঠন করতে চলেছেন, বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তামিলনাড়ুতে গণতন্ত্র এখন খারাপ এবস্থায় দাঁড়িয়ে, অন্য রা

তিন তালাক দেওয়া স্ত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে ফের বিয়ের সিদ্ধান্ত স্বামীর,কারনটা জানলে আপনিও চমকাবেন..

Image
আবার সেই তিন তালাক। তাও আবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ার জন্য। মহিলার এই দুর্দশাকে কেন্দ্র করে আবার ওঠে লোকসভায় বিতর্ক। এই তরুণী জানিয়েছেন, তিনি এই তিন তালাক মেনে নেবেন না। কিন্তু পুলিশ এই ব্যাপারে কোনো ভাবে হস্তক্ষেপ করেনি। তাদের মতে, এই ব্যাপারে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। উত্তর প্রদেশের রামপুরের আজিমনগরে বুধবার ২১ বছরের এক তরুণীকে তার স্বামী তাত্ক্ষণিক তিন তালাক দেন। বাধ্য হয়ে সেই তরুণীকে নিজের বাপের বাড়ি চলে যেতে হয়। তাঁর দোষ কেবল একটাই, তিনি সকালে দেরি করে ওঠেন। তালাক নিয়ে বিতর্কের সময় কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর এই ঘটনাটি তুলে ধরেন। এরপর সেই দম্পতিকে ডেকে পাঠায় পঞ্চায়েত। তাঁরা পনর্বিবাহে সম্মত হলে হালাল বা ইদ্দাতের মাধ্যমে পনর্বিবাহের নির্দেশ দেয় পঞ্চায়েত।

জিও-র ‘হ্যাপি নিউ ইয়ার’ প্ল্যান! অবিশ্বাস্য দামে দিনে ২ জিবি করে ডেটা

Image
সস্তার প্ল্যান বাজারে এনে চমক দেওয়া রিলায়েন্স জিও-র স্বভাব হয়ে গিয়েছে। তেমনই আবার চমক দিল জিও। এই টেলিকম সংস্থা বাজারে নিয়ে এল ‘হ্যাপি নিউ ইয়ার প্ল্যান’। এর মধ্যে রয়েছে দু’টি প্ল্যান— একটি ১৯৯ টাকার আর অন্যটি ২৯৯ টাকার। ১৯৯ টাকার প্ল্যানে দিনে ১.২ জিবি করে ৪জি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানটি ২৮ দিনের জন্য বৈধ থাকবে। অর্থাৎ মাসে মোট ৩৩.৬ জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা। এ ছাড়াও ফ্রি ভয়েস কলিং পাওয়া যাবে এই প্ল্যানটিতে। ২৯৯ টাকার প্ল্যানেও দিনে ২ জিবি করে হাইস্পিড ডেটা পাবেন গ্রাহকরা। ২৮ দিন বৈধ থাকবে প্ল্যানটি। অর্থাৎ প্ল্যানটিতে ৫৬ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। এতেও ফ্রি ভয়েস কল পাওয়া যাবে। এই প্ল্যান দু’টি ছাড়াও জিও-র আরও সস্তার প্ল্যান রয়েছে। তাই আবারও যে ভোডফোন, এয়ারটেল-এর সামনে জিও বড়সড় চ্যালেঞ্জ এনে দিল, তা বলাই বাহুল্য। Ei Samay  

ভাবনা শেষ লাগবে না কোনও জ্বালানি, এবার ঠাণ্ডা জলে ভিজিয়ে রাখলেই তৈরি হবে ভাত কীভাবে জানতে চাইলে নীচে পড়ুন

Image
            ঠাণ্ডা জলে দিব্যি তৈরি ভাত? শুনেছেন কখনও? না শুনে থাকলেও, এবার তা খাবার সুযোগ মিলবে। কারণ নতুন বছরে রাজ্যবাসীর কাছে কৃষি বিজ্ঞানীদের উপহার কোমল ধান। এই ভাত রান্না করতে লাগবে না কোনও জ্বালানি। বাঁচবে সময়ও। কোমল। নামেই পরিচয়। কোনও জ্বালানির প্রয়োজন নেই। ভয় নেই হাত পোড়ার। আধ ঘণ্টা ঠাণ্ডা জলে ভিজিয়ে রাখলেই ফুলে উঠবে এই ধানের চাল। সবজি, মাছ-মাংস দিয়ে সেভাবে খাওয়া না গেলেও, দই-গুড় দিয়ে অনায়াসেই খেতে পারেন কোমল ভাত। দশ বছর ধরে নদিয়ার ফুলিয়ায়, রাজ্য সরকারের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বিজ্ঞানীরা এই নিয়ে গবেষণা চালিয়েছেন। অবশেষে সাফল্য। কোমল ধান চাষে রাসায়নিক সারও লাগে না। কীটনাশকেরও প্রয়োজন কম। ফলে লাভের মুখ দেখছেন চাষিরাও৷ কোমল ধান চাষে উৎসাহ যোগাতে উদ্যোগী রাজ্য সরকার। ফলন বাড়লে ভিন রাজ্যে রফতানির ভাবনাও আছে। নেই জ্বালানি বা সারের খরচ। বাঁচবে সময়। নতুন এই কোমল ধানের ভাত খেতে অপেক্ষা আর মাত্র কিছুদিনের।  24 Ghanta  

দেখুন কিভাবে মাদ্রাসায় ছাত্রীদের পড়ানোর নামে চলছিল যৌন নির্যাতন..

Image
লখনউয়ে একটি মাদ্রাসা থেকে ৫১জন ছাত্রীকে উদ্ধার করল পুলিস,তাদের পড়ানোর নামে যৌন নির্যাতন করতো সেখানকারি শিক্ষক। বেশ কয়েকদিন ধরে তাদের সেখানে আটকে রেখে যৌন নির্যাতন চালানো হত বলে অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মাদ্রাসার শিক্ষককে।শুক্রবার বিকেলে সেখানে অভিযান চালায় পুলিস। উদ্ধার করা হয় ৫১ জন ছাত্রীকে। পুলিসকে তারা জানিয়েছে, মারধর করার পাশাপাশি তাদের ওপর যৌন নির্যাতন চালাতো অভিযুক্ত শিক্ষক। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, লখনউ-এর সাহাদতগঞ্জের ওই মাদ্রাসায় ১২৫ জন ছাত্রী পড়ে। ছাত্রীদের পরিবারের অভিযোগ, মাদ্রাসায় মাঝেমধ্যেই তাদের ওপর শারীরিক অত্যাচারের কথা জানাতো তারা। শিক্ষক হয়ে শিক্ষার মন্দিরে যৌন নির্যাতন,সম্প্রতি কয়েকজন ছাত্রী তাদের ওপর অত্যাচারের কথা কাগজে লিখে মাদ্রাসা সংলগ্ন বাড়িগুলিতে দিয়ে আসে। এরপরই জানাজানি হয় বিষয়টি। পুলিসে জানানোর পাশাপাশি, রাজ্যের শিশুকল্যাণ দফতরকেও গোটা ঘটনার কথা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার এক সহৃদয় ব্যক্তি। source

পাকিস্তানের চটির অভাব পূরণ করলো কিভাবে জানলে আপনিও খুশি হবেন..

Image
জিহাদিদের দেশ পাকিস্তানে কুলভূষণের সাথে দেখা করতে গিয়েছিলেন তার মা এবং স্ত্রী।কিন্তু ২২ মাস পরে দেখা হওয়া কুলভূষণের মা এবং স্ত্রীর সাথে খুব খারাপ ব্যাবহার করে পাকিস্তান।দেখা করাবার আগে নিরাপত্তার মিথ্যা দোহাই দিয়ে কুলভূষণের মা এবং স্ত্রীর চুড়ি,মঙ্গলসূত্র,কপালের টিপ এমনকি কুলভূষণের স্ত্রীর জুতো পর্যন্ত বাজেয়াপ্ত করে পাকিস্তান। এর পরেই তীব্র প্রতিবাদে ফেটে পড়ে ভারতের কিছু দেশপ্রেমী মিডিয়া এবং সাধারণ মানুষ।ভারতীয় সংস্কারের এইরকম অপমানের প্রতিবাদ জানাতে দিল্লির বিজেপি মুখপাত্র তাজিন্দর পাল সিংহ দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে অনলাইনের মাধমে চটি পাঠান। তিনি বলেছেন, 'পাকিস্তান আমাদের চটি চাই,আমি তাই অর্ডার দিয়ে পাকিস্তান হাই কমিশনে পাঠিয়েছি।আসুন আমরা ওদের চটি দি।'জানা গেছে উনার পর আরো ১০০ জন পাকিস্তান হাই কমিশনের উদ্দেশে চটি পাঠিয়েছে।পাকিস্তানকে আরো চটি পাঠানোর জন্য প্রচারও করছে অনেকে।

মহিলা পুলিশকে চড় মেরে পাল্টা থাপ্পড় খেলেন কংগ্রেস বিধায়ক, দেখুন ভাইরাল ভিডিওটি..

Image
রাজনেতারাই প্রশাসনে শেষ কথা বলেন। তাঁদের কথা উঠতে-বসতে হয় পুলিশ প্রশাসনকে। একথা সত্যি হলেও মাঝে-মধ্যে উলট পুরাণও ঘটে থাকে।ঘটনা হল হিমাচলে হারের কারণ খুঁজতে রিভিউ বৈঠক করতে সেরাজ্যে গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানেই বৈঠকে যোগ দিয়ে যাচ্ছিলেন আশা কুমারী। তবে সভাঘরের বাইরে প্রচুর মানুষ ভিড় করায় পুলিশ পিকেট বসাতে হয়। সেই ভিড়ের মধ্যেই ধ্বস্তাধ্বস্তি করে ঢোকার সময় আশাদেবী চড় মেরে বসেন মহিলা কনস্টেবলকে। তার বদলে যে শিক্ষা পেলেন সেটা বোধহয় সারাজীবন তিনি মনে রাখবেন।এক মহিলা পুলিশকর্মীকে চড় মেরে পাল্টা থাপ্পড় হজম করতে হল এক বিধায়ককে।হিমাচল প্রদেশে যেমন ঘটল তাতে দলীয় কার্যালয়ে সভাপতি যখন জরুরি বৈঠকে ব্যস্ত, কার্যালয়ের বাইরে তখন প্রবল উত্তেজনা। তুমুল শোরগোল, হইচই, ধাক্কাধাক্কি আর পুলিশ কর্মীদের দৌড়োদৌড়ি। সব মিলিয়ে একেবারে ধুন্ধুমার কাণ্ড। দেখুন সেই ভাইরাল ভিডিওটি                                 

প্রয়োজন ফুরোলেই ছুড়ে ফেলে দেন মমতা মুকুল বাণে বিদ্ধ হলেন নেত্রী

Image
বিজেপিতে আসার পর থেকেই মুকুল রায় খবরের শিরোনামে,তিনি রোজ কিছু না কিছু বাপরে বর্তমান সরকারকে কাটঘড়াতে দার করছেন,এতদিন বিরোধীরা যে অভিযোগ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই অভিযোগ এখন শোনা যাচ্ছে মমতার ডানহাত বলে পরিচিত সদ্য দলত্যাগী মুকুল রায়ের কণ্ঠেও।এদিন তিনি একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে প্রয়োজনে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন।' তিনি ফের এক চাঞ্চলকর বক্তব্য রাখেন,তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাজের জন্য সবাইকে সাথে রাখেন আর কাজ মিটে গেলে তাকে ছুড়ে ফেলে দেন,তেমনি তিনি ভারতী ঘোষ এর সাথে করেন বলে দাবি মুকুল রায় এর,গত সোমবারই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে ব্যারাকপুরে রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসারের পদে বদলি করা হয় ভারতী ঘোষকে। অনেক পুলিশ অফিসারের ক্ষেত্রেই এমন ঘটনা ঘটছে।আর ব্যবহার করা হয়ে গেলে তাঁকে ছুঁড়ে ফেলে দিতে এতটুকু দ্বিধা করেন না। মনে করলেই ছুঁড়ে ফেলে দেন। মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে।' source

তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর যা বললেন তা শুনলে আপনিও চমকাবেন...

Image
বিজেপি ধীরে ধীরে বাড়ছে ঝড়ের গতিতে তার প্রমান আবারও কাল পাওয়া গেল,কাল ১৫ জন তৃণমূল কর্মীকে নিয়ে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বিজেপির দলীয় সমাবেশে মুকুল রায় ও দিলীপ ঘোষের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন,তবে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন একদিন আগেই। তৃণমূল ত্যাগের পর শিখাকে বলতে শোনা যায়, দিদি যে আদর্শ নিয়ে দল তৈরী করেছিলেন, সেই দলকে নোংরা করছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা কর্মীরা। "এই দল মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে চাননি,তৃণমূল ত্যাগের পর শিখাকে বলতে শোনা যায়পূর্ত কর্মাধ্যক্ষ হিসাবে সেই নির্মাণ প্রকল্প পর্যবেক্ষণ করে তাতে বাধা দেন শিখা। আর এর জন্য তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ তৃণমূল ত্যাগী নেত্রীর। প্রথমিকভাবে পুলিস অভিযুক্তদের গ্রেফতার করলেও দলের বর্তমান নেতৃত্ব তাদের জামিনের ব্যবস্থা করে বলেও অভিযোগ করেন শিখা চ্যাটার্জি।তৃণমূল এর চাপ বাড়ছে রাজ্যে এখন দেখার বিসয় পঞ্চায়েত ভোটে কি হয় বিজেপি কি পারবে টক্কর দিতে।

VIDEO: পাকিস্তান বলেছিল কুলভূষণের স্ত্রীর জুতোতে নাকি চিপ লাগানো ছিল!এরপর সুষমাজি যা বললেন ..

Image
জঙ্গির দেশ পাকিস্তান সোমবার কুলভূষণের সাথে তার মা ও স্ত্রীর দেখা করায়।কিন্তু দুঃখের বিষয় পাকিস্তান তাদের চিরাচরিত নিচ মানসিকতা পরিচয় দিয়ে সাক্ষাতকালে কুলভূষণ ও তার পরিবারের মধ্যে একটি কাঁচের দেয়াল রেখেছিল।শুধু তাই নয় ২২ মাস পর দেখা করতে পাওয়া কুলভূষণের মা এবং স্ত্রীর সাথে খারাপ ব্যবহারও করে পাকিস্তান।পাকিস্তান কুলভূষনের মা এবং স্ত্রীর চুড়ি, মঙ্গলসূত্র, খুলিয়ে তারপর দেখা করতে দেয়।জঙ্গির দেশ অপমান করে ভারতীয় ধর্ম ও সংস্কৃতির ।এমনকি কুলভূষণের স্ত্রীর জুতো বাজেয়াপ্ত করে এবং কখনো চিপ,কখনো রেকডর ছিল বলে দাবি করে।এমনকি বাড়ি ফেরবার সময় পাকিস্তানী নিচ মিডিয়া কুলভূষণের মা এবং স্ত্রীকে বাজে  ভাবে কটাক্ষ করে। যদিও এরপরেও কিছু বলিউড অভিনেতা এবং অতিরিক্ত বুদ্ধিসম্পন্ন মানুষ বলবে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখা উচিত এবং ভারত নাকি অসহিষ্ণু। যদিও তারা এখণ শীত ঘুমে আছে।  সুষমা স্বরাজ এই পুরো বিষয়টি সাংসদে তুলে ধরেন।দেখুন সেই ভিডিও-

চিনের হাত থেকে দেশকে আগলাতে রুখে দাড়াবে উট,কিন্তু কিভাবে পড়ুন এই চাঞ্চল্যকর তথ্যটি..

Image
মরুভূমির জাহাজ হিসেবেই পরিচিতি উট। এবার তাদের দেখা যাবে লাদাখে বরফ ঠান্ডায় অতন্দ্র প্রহরীর ভূমিকায়। সূত্রের খবর, লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রল বরাবর টহলদারি চালাতে এবার উট মোতায়েনের কথা ভাবছে সেনা। এক কুঁজ ও দুই কুঁজ, দু'ধরনের উটই মোতায়েন করা হবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রল বরাবর টহলদারি চালাতে এবার উট মোতায়েনের কথা ভাবছে সেনা। এক কুঁজ ও দুই কুঁজ, দু'ধরনের উটই মোতায়েন করা হবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।ভারতে একমাত্র লাদাখের নুব্রা উপত্যকাতেই দুই-কুঁজ উট দেখতে পাওয়া যায়। সূত্রে খবর, ইতিমধ্যেই বিকানেরর জাতীয় উট গবেষণা কেন্দ্র থেকে ৪টি এক-কুঁজ লাদাখে নিয়ে এসেছে সেনা। লাদাখে এই পরিকল্পনা সফল হলে ১২ হাজার থেকে ১৫ হাজার ফিট উচ্চতায় অবস্থিত এলাকা ও উপত্যকাগুলিতেও ভবিষ্যতে নজরদারি চালাতে উট মোতায়েনের কথা ভাবা হতে পারে।

পেটিএম 5000 ক্যাশব্যাক অফার: গ্যারান্টিযুক্ত ₹ 5000 ক্যাশব্যাক ইউপিআই ব্যবহার করে অর্থ পাঠান

Image
আপনি যদি পেটিএম ইউপিআই ব্যবহারকারী হন, তাহলে পেটিএম আপনার জন্য একটি আশ্চর্যজনক অফার নিয়ে এসেছে 5000 ক্যাশব্যাক অফার। এই ইউপিআই অফারের অধীনে, পেটিএম ব্যবহারকারীদের যে সমস্ত ইউপিআই ID তৈরি করে এবং ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠায় সেটি অবশ্যই 5000 টাকা ক্যাশব্যাক পেটিএম ওয়ালেটে পাবে। পেটিএম এ 5000 ক্যাশব্যাক অফার পেতে পেটিএম ভীম ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠান।প্রথমত এই পেমেন্ট ক্যাশব্যাক অফারটি উপভোগ করতে, আপনাকে পেটিএম ভীম ইউপিআই ID রেজিস্টার করতে হবে। তাই প্রক্রিয়াটি সহজ এবং আপনার জন্য, 2 টি প্রসেসের মধ্যে পুরো প্রক্রিয়া বিভক্ত আছে 5000 এর ক্যাশব্যাক উপভোগ করতে নীচের একই কথা অনুসরণ করুন। ধাপ 1: পেটিএম ইউপিআই ঠিকানা তৈরি করুন Paytm App- এর সর্বশেষ সংস্করণটি পেতে আপনার ডিভাইসে paytm অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন। আপনার লগইন বিশদ দিয়ে সাইন ইন করুন। হোমপেজে "BHIM UPI" আইকনে ক্লিক করুন। আপনার ব্যাংক নির্বাচন করুন পরবর্তী পৃষ্ঠায় একটি সিম (ডুয়াল সিম কার্ডের জন্য) নির্বাচন করুন যা আপনার পেটিএম এবং ব্যাঙ্ক একাউন্টের সাথে যুক্ত করুন। পেটিএম লিঙ্কযুক্ত ব্যাংক একাউন্ট যাচাই করে নিশ্চিত করব

ধর্ম পরিবর্তনে আপত্তি, হিন্দু তরুণীকে গণধর্ষণ করে খুন। আরো জানুন..

Image
ভালোবাসার পরিণতি এমন সে আগে জানলে তাকে ভালোবাসতো?এমন ঘটনা কিছুদিন ধরে চলছে অনেক পরিমানে হিন্দু মহিলার এখন খুব চিন্তায়,কিছুদিন আগে ৬ নভেম্বর থেকে খোঁজ মিলছিল না এক তরুণীর পরে তাকে নদীর চরে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনার পর তরুণীর প্রেমিক আদিলকে গ্রেফতার করে পুলিস।  ইসলামে ধর্মান্তরিত হতে আপত্তি করায় হিন্দু তরুণীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রেমিকের পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঝাড়খণ্ডের রামগড় জেলার। পরিবারের বিরুদ্ধে গিয়ে গত মাসে মেয়েটিকে নিয়ে বোকারোতে নিজের কাকার বাড়িতে চলে গিয়েছিলেন তিনি। ঘটনার পরই লভ জিহাদের অভিযোগ ওঠে,আদিল জানিয়েছেন, সেখানে হাজির ছিলেন আদিলের বাবা। বিয়ের আগে মেয়েটিকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়। তা মানতে চাননি ওই তরুণী। আদিল স্বীকার করেছেন, প্রেমিকাকে রেলস্টেশনে ছাড়ার নামে এরপর রাজাবেড়ার কাছে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন করেন তাঁর বাবা ও কাকা।এত নিচে নেবে গিয়ে মানুস এমন কর্ম করছে না সব ধর্মের চাপ কোনটা আপনার কি মনে হয় লিখে যানান।

ঐতিহাসিক সিধান্ত তিন তালাক নিয়ে এক নতুন আইন,যা বিরোধীদের চিন্তার কারণ।জানুন কি বলছে আইন..

Image
সংসদে পেশ হল ঐতিহাসিক তিন  তালাক বিরোধী বিল।তাত্ক্ষণিত তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা নিয়ে আরও এক ধাপ এগল মোদী সরকার। মুসলমান মহিলাদের অধিকার সুরক্ষিত করতেই এই বিলকে ধরে আইন তৈরি করা হচ্ছে বলে সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। স্ত্রীকে তিন তালাক দিলে খোরপোশের দায়িত্বও স্বামীকে বহন করতে হবে। এমনকী সন্তানের ভরণপোষণের দায়িত্বও স্বামীকে নিতে হবে।বৃহস্পতিবার সংসদে পাশ হল তিন তালাক বিল। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এদিন মুসলিম উইমেন প্রোটেকশন অফ রাইটস অ্যান্ড ম্যারেজ নামক বিলটি পেশ করেন। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, এই বিল মহিলাদের জন্য, ধর্মের জন্য নয়।

গুলি লেগে আহত হওয়ার পরও সাথীদের নির্দেশ দিচ্ছেন এই কম্যান্ডর।দেখুন ভাইরাল ভিডিও..

Image
শনিবার  মেজর মোহরকার প্রফুল্ল অম্বদাস সহ ৪ জন ভারতীয়  বীর সেনা শহীদ হন।পাকিস্তানের হটাৎ কাপুরুষের মতো আক্রমণ করাই নিহত হন বীর সেনারা।তৎপর ভারতীয় সেনা সম্পর্কিত একটা ভিডিও ভাইরাল হয়ে পড়ে।যেখানে দেখা যায়, এক ভারতীয় বীর সেনা আহত হয়ে মাটিতে পড়ে থাকা সত্ত্বেও তার সহকর্মী জওয়ানদের নির্দেশ দিয়ে যাচ্ছেন।ভিডিও ভাইরাল হওয়ায় ভারতীয়রা ভেবেছিলেন আহত সেনা মেজর প্রফুল্ল।কিন্তু পরে জানা যায় ভিডিওটি এই বছরের জানুয়ারি মাসে সিআরপিএফ তাদের টুইটার একাউন্ট এ ভিডিওটি শেয়ার করে এবং আহত সেনা হলেন সিআরপিএফ আসিস্টেন্ট কামান্ডার সতবন্ত সিংহ।২০০৯ সালে নকশালদের সাথে সংঘর্ষে আহত হয়েছিলেন তিনি।আনন্দের বিষয় উনার দেহে গুলি লাগার পরও বেঁচে যান এবং তিনি বর্তমানে সিআরপিএফ থেকে অবসর পাওয়ার পর মুম্বাইয়ের এক ব্যাংকে কাজ করেন।ভিডিওটিতে দেখতে পাবেন সতবন্ত সিং তার সহ কর্মীদের নির্দেশ দিচ্ছেন আহতদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য।দেখুন সেই ভাইরাল ভিডিও-

দিল্লি মেট্রোয় হেনস্থা ভারতীয় সেনা দেখুন ভিডিও..

Image
সবার সামনে ভারতীয় সেনাকে অপমান করলো এক যুবক তা সত্তেও সাধারণ মানুস জন কিছু করলেন না যিনি বাক্যবাণ বর্ষণ করে চলেছেন তিনি এক জন যুবক তারপর কটূক্তি বাক্য প্রয়োগ, একের পর এক ক্ষুরধার বাক্যবাণে বিদ্ধ হয়ে চলেছেন কয়েক জন সেনা জওয়ান। প্রত্যেকেরই পরণে সেনার পোশাক। মুখে স্মিত হাসি।মাঝে মাঝেই তেড়ে যাচ্ছেন জওয়ানদের দিকে। সঙ্গে অশ্রাব্য গালিগালাজ।ঘটনাস্থল দিল্লি মেট্রো। সোশ্যাল মিডিয়ার হাত ধরে সম্প্রতি যা ভাইরাল হয়ে গিয়েছে।ভিডিওতে দেখা গিয়েছে, মেট্রোয় সওয়ার কয়েক জন জওয়ানকে তীব্র ভাষায় আক্রমণ করে চলেছেন এক যুবক। যুবককে ধরে রাখার চেষ্টা করছেন যাত্রীরা।গোটা ভিডিওয়ে যে বিষয়টি নজর কেড়েছে তা হল জওয়ানদের নীরবতা।তারা সেই ছেলে টাকে কিছু না করে নিজেরা নিজেদের অপমান ঠান্ডা মনে সহ্য করলেন এবং একটিও শব্দ উচ্চারণ করেননি কেউ। দেখুন সেই ভাইরাল ভিডিওটি 

ভারতের চাপে পড়ে কুলভূষণের স্ত্রীর জুতো বাজেয়াপ্ত করা নিয়ে মুখ খুলতে হলো পাকিস্তানকে।

Image
কেন্দ্রর অনেক প্রচেষ্টার পর কুলভূষণ যাদবের সাথে দেখা করার সুযোগ পেয়েছিল কুলভূষণের মা এবং স্ত্রী।জানা গেছে এই সাক্ষাত ছিল প্রায় ৪০ মিনিটের এবং সাক্ষাতে নিজের মাতৃভাষা ব্যবহার করাও নিষিদ্ধ ছিল।সাক্ষাতের বেশিরভাগ সময়টাই কেটেছিল চোখের জলে।কুলভূষণ এর সাথে তার মা ও স্ত্রী দেখা করার আগে তাদের পরনের সমস্ত গয়না খুলে নেওয়া হয়েছিল।সাক্ষাত সময়কালে কুলভূষণ এবং তার পরিবারের মাঝে ছিল কাঁচের দেয়াল। এমনকি কুলভূষণের স্ত্রীর জুতো পর্যন্ত নিরাপত্তার দোহাই দিয়ে বাজেয়াপ্ত করেছিল পাকিস্তান। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল জুতো ছাড়া সমস্ত কিছুই ফেরত পেয়েছিল কুলভূষণ যাদবের স্ত্রী চেতনা।এই খবর পাওয়া মাত্র শোরগোল শুরু হয়ে যায় ভারত জুড়ে। অনেকে বলে পাকিস্তান জুতো নিয়েছে কারণ জুতোকে ব্যবহার করে কুলভূষণকে দোষী প্রমান করার জন্য। যদিও সোশ্যাল মিডিয়ায় চাপে পড়ে পাকিস্তানের মুখ্যপাত্র মোহম্মদ ফয়জল জানান,জুতোতে একটা কিছু ছিল।তদন্ত করে দেখা হচ্ছে।এবং কুলভূষণের স্ত্রীকে নতুন জুতো দেওয়া হয়েছে।

পাকিস্তানকে সমর্থন করে এই নেতা যা বললেন শুনলে আপনি রেগে লাল হয়ে যাবেন !!

Image
কুলভূষণ যাদবের মা ও স্ত্রীর সঙ্গে পাকিস্তানের দূরব্যবহার করার পর সারা দেশ পাকিস্তানকে নিয়ে সারা দেশের মানুসের রাগ,এর মধ্যে ও কিছু রাজনৈতিক পার্টির সদস্য এমন মন্তব্য করলেন যা খুবই লজ্জা জনক, সপার রাজ্যসভার সাংসদ নরেশ আগরওয়াল তিনি বলেন পাকিস্তানের কাছে কুলভূষণ একজন জঙ্গি তাই তারা যা করেছে বেশ করেছে। দেখুন সেই ভিডিওটি   #WATCH : "Agar unhone (Pakistan) #KulbhushanJadhav ko aatankwadi apne desh mein mana hai, to wo uss hisaab se vyavhaar karenge; humare desh mein bhi aatankwadiyon ke saath aisa hi vyavhaar karna chahiye, kada vyavhar karna chahiye" says Samajwadi Party leader Naresh Agarwal pic.twitter.com/owm0DJ8xGd — ANI (@ANI) December 27, 2017 আমাদেরও জঙ্গিদের সঙ্গে একইরকম ব্যবহার করা উচিত। তার সাথে তিনি এও বলেন কুলভূষণকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এত বাড়াবাড়ি কেন করছে জানি না। পাক জেলে তো আরও কত ভারতীয় নির্যাতনের স্বীকার হচ্ছেন। তাঁদের নিয়ে তো কোনও মাথা ব্যাথা নেই তাদের।সোমবার ইসলামাবাদে কুলভূষণের সঙ্গে দেখা করেন তাঁর স্ত্রী ও মা। সাক্ষাতের আগে তাঁদের টিপ, চুড়ি ও মঙ্গল

পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন সুব্রমনিয়ম স্বামী।

Image
আজ পাকিস্তানকে কড়া জবাব দিলেন বিজেপি নেতা সুব্রমনিয়ম স্বামী তিনি বলেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত ভারতের এবং দরকারে চার টুকরো করতে হবে পাকিস্তানকে। আসলে পাকিস্তান চাই না ভারত শান্তি থাকুক তাই এবার সময় এসেছে পাকিস্তানকে তার ভাসায় জবাব দেবার। বিস্ফোরক মন্তব্য রাজ্যসভার সাংসদ বিজেপি নেতা সুব্রমনিয়ম স্বামীর।সুব্রমনিয়ম বলেন, "কুলভূষণের স্ত্রী এবং মায়ের সঙ্গে যে ব্যবহার করেছে, তা মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণের সমতুল্য।"পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার এটাই সঠিক সময় বলে দাবি করেন বিজেপির এই বর্ষীয়ান নেতা।এটা দুর্ভাগ্যের বিষয়। এমন ব্যবহারে আমরা আহত। পাকিস্তানে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সময় এসে গিয়েছে। দরকার হলে চার টুকরো করে দিতে হবে পাকিস্তানকে।মঙ্গলবার কুলভূষণের স্ত্রীকে অবমাননার প্রেক্ষিতে পাকিস্তানের কড়া সমালোচনা করেন স্বামী। কুলভূষণের সঙ্গে সাক্ষাতে গিয়ে তাঁর স্ত্রী এবং মা-কে যেভাবে হেনস্থা করেছে পাকিস্তান, তাকে মহাভারতের দ্রৌপদীর বস্ত্রহরণ সঙ্গে তুলনা করেন তিনি।

মুকুল রায়ের বক্তব চিন্তার তৃণমূল, কি বললেন তিনি জেনে নিন..

Image
মুকুল রায় এবার ঝুলি থেকে বের করতে চান তৃণমূলের কেষ্ট-এর কেলেঙ্কারি। তাই অভিষেকের পর তাঁর নিশানা হচ্ছে অনুব্রত মন্ডল। মুকুল রায় জানিয়েছেন, 'এবার এমন কথা ফাঁস হবে যে, তৃণমূল ওঁকে দলেই রাখবে না।' বীরভূম তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের গড়ে দাঁড়িয়েই হুঙ্কার তুলেছেন মুকুল। এবারে অনুব্রতকে একেবারে অন্য চ্যালেঞ্জ দিলেন মুকুল। মুকুল রায়ের এই চ্যালেঞ্জ শোনার পর অনুব্রতও পাল্টা চ্যালেঞ্জ করে বলেছেন, "মুকুল রায় বীরভূমে এলেই ৪০ হাজার লোক দিতাম। আগে এই জেলায় আসে সেইরকম সমাগম করে দেখান, তারপর তো যুদ্ধ জয় করবেন।" রবিবার সাঁইথিয়ার জনসভায় তিনি অনুব্রতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "এখানকার তৃণমূল জেলা সভাপতি শুধু বড়ো বড়ো কথাই বলেন। আমি আজ ওঁকে নিয়ে একটি কথাও বলবো না। বলবো, কিন্তু পরের মিটিংয়ে।" মুকুল অনুব্রতর নাম একবার উচ্চারণ করেননি। কিন্তু তাঁর নিশানায় যে অনুব্রত মন্ডলই রয়েছেন তা তিনি কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। মুকুল রায় জোর গলায় বলে গেলেন, "পরের মিটিংয়ে এমন একটি তথ্য ফাঁস করবি যে ওঁর পদটাই আর থাকবে না। হয় ওঁকে দল সরিয়ে দেবে, আর সেটা না হলে ও নিজেই দল থেকে সরে যেতে বাধ্য হবে।

রাহুল গান্ধীর মন্দিরে যাওয়া নিয়ে মুখ খুললেন যোগিজি।দেখুন সেই ভাইরাল ভিডিও..

Image
যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী হয়েছেন ঠিকই কিন্তু তাই বলে  তিনি গোরখপুরের মঠ যাওয়া বন্ধ করেননি।এখনও সুযোগ পেলেই চলে যান গোরক্ষপুর যেখানে তিনি মন্দিরে সময় কাটান।যোগিজির এর গোরক্ষপুর যাওয়া নিয়ে ajtak এর একটি ইন্টার্ভিউতে প্রশ্ন তোলা হলে যোগিজি এমন জবাব দেন যাতে দর্শকগনদের মধ্যে তালি শুরু হয়ে যায়।যোগিজির এই ইন্টারভিউ এ উনাকে নানা রকম পেঁচালো প্রশ্ন করা হচ্ছিলো কিন্তু যোগিজি খুবই পারদর্শিতার সাথে প্রশ্নের উত্তর দেন।যোগিজিকে এ বলা হয় উনি রহুল গান্ধী এখন বিজেপির দেখা দেখি খুব মন্দিরে যাচ্ছে ,এই বিষয়েও যোগিজি দারুণভাবে উত্তর দেন যার জন্য স্টুডিওতে উপস্থিত মানুষজন যোগিজিকে সর্মথন করার জন্য হাততালি দেয়।এমনকি তিনি রাহুল গান্ধীকেও  এক্সপোজ করেন।ভিডিওটি প্রকাশ হওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।দেখুন সেই ভিডিও-

পাকিস্তান কুলভূষণের মা ও স্ত্রীকে অপমান করায় , ভারত দিল তাদের কড়া জবাব !!

Image
ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, কুলভূষণের মা ও স্ত্রীয়ের ধর্মীয় এবং সাংস্কৃতিক বিশ্বাসকে সাংঘাতিক ভাবে আঘাত করেছে পাকিস্তান। সাক্ষাৎকারের আগে তাঁদের বাধ্য করা হয়েছে মঙ্গলসূত্র এবং বালা খুলে ফেলতে। কপালের টিপ খুলে ফেলতেও বাধ্য করা হয়েছে।যে পোশাক পরে তাঁরা গিয়েছিলেন, সেই পোশাকেও আপত্তি জানানো হয়েছে।পোশাক বদল করে কুলভূষণের মুখোমুখি হতে দেওয়া হয়েছে অবন্তী এবং চেতনকুলকে। কুলভূষণের মা নিজের ভাষাতে কথা বলতে চান তাই তিনি ছেলের সঙ্গে মাতৃভাষাতেই কথা বলার চেষ্টা করছিলেন। বার বার তাতে বাধা দেন পাক কর্মকর্তারা। শেষ পর্যন্ত থামিয়েই দেওয়া হয় অবন্তী যাদবকে, আর কথা বলতে দেওয়া হয়নি।কুলভূষণ যাদবের মা অবন্তী যাদব এবং স্ত্রী চেতনকুলকে সোমবার সরাসরি কুলভূষণের মুখোমুখি হতে দেওয়া হয়নি। কাঁচের দেওয়ালের দু’পাশে মুখোমুখি বসানো হয়েছিল তাঁদের। ইন্টারকমের মাধ্যমে কথা বলতে হয়েছে। মিনিট ৪৫-এর সাক্ষাৎকারে সারাক্ষণই কুলভূষণকে এবং তাঁর মা ও স্ত্রীকে ঘিরে ছিলেন পাক প্রশাসনিক কর্তারা। নিজেদের মাতৃভাষায় কথা বলতে দেওয়া হয়নি তাঁদের।আসলে পাকিস্তান এই মিথ্যে ঘটনা কি করে লোকাবে সেটাই ভাবছে তার।ভারতের মানবিকতার ফায়দা লুটছে পাকিস

ক্রিকেটার কাইফ বড়দিন পালন করেছিলেন , আর তারপর উনার সাথে যা হলো জানলে আপনিও রেগে যাবেন।

Image
ধর্মনিরপেক্ষতার দেশ ভারতবর্ষে সকল ধর্মের মানুষ সব উৎসবকেই শ্রদ্ধা করে এবং পারলে আনন্দউৎসবে যোগদান করেন।এই চিন্তা ভাবনা নিয়েই ক্রিস্টমাস পালন করছিলেন প্রাক্তন ক্রিকেটার মোহম্মদ কাইফ।নিজের স্ত্রী এবং সন্তানদের নিয়ে বেশ ভালোভাবেই ক্রিস্টমাস দিনের আনন্দউপভোগ করছিলেন মোহম্মদ কাইফ। নিজের বাড়িতে ক্রিস্টমাস এর জন্য ক্রিসমাস ট্রি, ক্রিস্টমাস উপহার দিয়ে সাজিয়েছিলেন কাইফ।এমকি নিজে সান্তা টুপি পরে সপরিবারে ছবিও তুলেছিলেন কাইফ এবং সেই ছবি ছেড়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ছবি ছাড়ার সাথে সাথে ইসলাম কট্টরপন্থীদের রোষের মুখে পড়তে হয় মোহম্মদ কাইফকে।একাধিক জন কট্টরপন্থীর দাবি ক্রিসমাস উৎসব পালন করে ইসলাম বিরোধী কাজ করেছেন কাইফ।অনেকে প্রশ্ন করে বলেছেন কাইফ নাকি যীশুকে আল্লাহর থেকে এগিয়ে রেখেছেন । একজন বলেছেন  মুসলিম টুপির পরিবর্তে তার মাথায় শান্তার টুপি শোভা পাচ্ছে! যদিও কিছু জন কাইফের সমালোচনা ছেড়ে তার সুনাম করেছেন।অনেকে বলেছেন,কাইফ ক্রিস্টমাস পালন করে একজন ভালো মানুষের পরিচয় দিয়েছেন। তবে এই প্রথমবার নয় এর আগেও সোশ্যাল মিডিয়ায় সূর্য প্রণাম এর ছবি পোস্ট করে কট্টরপন্থীদের রোষের মুখে পড়তে হয়েছিল তাকে।সমালোচণা করে

Paytm 5000 Cashback Offer: Guaranteed ₹5000 Cashback | Send Money Using UPI

Image
Paytm 5000 Cashback Offers – Send Money Using Paytm Bhim UPI & Get Rs 5000 Cashback Are you a Paytm UPI user, if no then Paytm has come up with an amazing offer for you i.e “Paytm 5000 Cashback Offer”.  Under this UPI offer, all users of paytm who creates UPI address and sends money via UPI will get Guaranteed ₹5000 Cashback into the paytm wallet. How To Get Paytm 5000 Cashback Offer Via Paytm Bhim UPI Send Money Firstly to avail this paytm cashback offer, you need to register for the Paytm Bhim UPI address. So to make the process easy and simple for you, we have divided the whole process into 2 processes. Follow the same mentioned below to avail the cashback of 5000. Step 1: Create Paytm UPI Address Click here to download  & update the paytm app on your device to get the latest version of Paytm App. Install or Open the app. register/Sign in with your login details. Click On “BHIM UPI” icon on the homepage. Select your bank. In the next page select a SIM (for dual sim card phon

নভেম্বরে GST সংগ্রহের পরিমাণ কত জানেন ?

Image
নতুন দিল্লি: জিএসটি সংগ্রহের আগের মাসে নভেম্বরে ৮০৮০৮ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত মাসে ৮৩,০০০ কোটি টাকার চেয়ে কম ছিল।২৫ শে ডিসেম্বর পর্যন্ত জিএসটি-র মোট সংগ্রহ ৮০ হাজার ৮০৮ কোটি টাকা এবং নভেম্বরে ৫৩.০৭ লাখ রিটার্ন জমা হয়েছে, একটি অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।৮০ হাজার ৮০৮ কোটি টাকা সংগ্রহের মধ্যে ৭ হাজার ৭৯৮ কোটি টাকার ক্ষতিপূরণ উপায়ে নভেম্বরে উত্তোলিত হয়েছে - জিএসটি-র রদবদল পঞ্চম মাসে।এছাড়া কেন্দ্রীয় জিএসটি পরিমাণে ১৩,০৮৯ কোটি টাকা, রাজ্য জিএসটি ১৮,৬৫০ কোটি টাকা, ৪১ হাজার ২৭০ কোটি টাকা ইন্টিগ্রেটেড গডস এন্ড সার্ভিসেস ট্যাক্স (Integrated Goods and Services Tax)। তাছাড়া ১০ হাজার ৩৪৮ কোটি টাকা আইজিএসটি থেকে সিজিস্ট অ্যাকাউন্টে স্থানান্তরিত হচ্ছে এবং জিএসএসটি থেকে এসজিএসটি অ্যাকাউন্টে ১৪,৪৮৮ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে যাতে জিএসএসটি ক্রেডিটটি ক্রমান্বয়ে ব্যবহার করা যায়। ভোক্তা লেনদেনের জন্য আন্তঃ রাষ্ট্রীয় ব্যবসা।এভাবে ২৪ হাজার ৮৩৬ কোটি টাকার আইজিস্ট থেকে সিঙ্গাপুর / এসজিএসটি অ্যাকাউন্ট নিষ্পত্তি করা হচ্ছে।এভাবে ডিসেম্বর, ২০১৭ (ডিসেম্বর ২৫) পর্যন্ত CGST এবং SGST

অনেকদিন পর রাজনীতিতে আশা নিয়ে মন্তব্য করলেন রজনীকান্ত

Image
তামিল সুপারস্টার রজনীকান্ত তামিলনাড়ুর তার লক্ষ লক্ষ ভক্তকে 31 ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে, যখন তিনি তার রাজনৈতিক পরিকল্পনা প্রকাশের সম্ভাবনা দেখিয়েছেন।গত কয়েক মাস ধরে তামিল রাজনীতির অন্দরমহলে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। রজনীকান্ত কি রাজনীতিতে আসছেন? তিনি কি বিজেপি-তে যোগ দেবেন? নাকি নিজের দল গড়বেন? দক্ষিণী ফিল্মের দেবতা নিজেও সে জল্পনা উস্কে দিয়েছেন বার বার। রাজনীতিতে পা রাখা নিয়ে কখনও বলেছেন, “ঝড়ের জন্য তৈরি থাকুন।” আবার কখনও বলেছেন, “ঈশ্বরের ইচ্ছা হলে, কালকেই রাজনীতিতে আসব।” ঘনিষ্ঠ মহলেও সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। বিজেপি শিবিরের সঙ্গেও যোগাযোগ রেখেছেন তিনি। জয়ললিতার মৃত্যুর পর তামিল রাজ্য রাজনীতিতে যখন নেতৃত্বের টানাপড়েন শুরু সে সময় রজনীকান্তের উপরে সমস্ত আশা-ভরসা রেখেছেন তাঁর ভক্ত-কূল। তাঁদের মতে, তামিল রাজনীতিতে রজনীর পূর্বসূরি জয়ললিতা, এম জি রামচন্দ্রনের মতোই যোগ্য নেতা হয়ে উঠবেন তাঁদের থালাইভা।চেন্নাইতে তার অনুরাগীদের সাথে অনুরাগীদের ছয় দিনের দীর্ঘ ছবির সেশনের উদ্বোধনের দিন, 67-বছর-বয়সী অভিনেতা বলেন যে তিনি রাজনীতিতে প্রবেশ করতে দ্বিধ

হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা তুলে দেখালো আসাউদ্দিন ওয়েসীর বাড়িতে | দেখুন ভিডিও ।

Image
কিছুদিন আগেই এ আই এইম আই এর প্রেসিডেন্ট একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন।তিনি বলেছিলেন ইনশা আল্লাহ,আমাদের সবুজ রঙের কাছে কোনো রং টিকবে না। শুধু গোটা দেশ সবুজ আর সবুজ হবে।সবুজ বলতে তিনি ইসলামের রংকে বুঝিয়েছিলেন।এইরকম উস্কানি মূলক মন্তব্য করার পর থেকে প্রতিবাদ করেন নেটিজনেরা।এমনকি মামলাও করা হয় উনার বিরুদ্ধে।অনেকে বলেছেন আসাউদ্দিন হিন্দুস্থানকে পাকিস্তান বা বাংলাদেশ তৈরী করার কথা ভাবছে। আসাউদ্দিম ওয়েসির বিতর্কিত মন্তব্যের পর এক দল হিন্দু সংগঠন উনার বক্তব্যের প্রতিবাদ জানতে উনার বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ জানান এবংভারত মাতার জয় ও জয় শ্রী রাম স্লোগান দেন।দেখুন সেই ভিডিও-

Breaking - ভারতীয় সেনা করল সার্জিক্যাল স্ট্রাইক পার্ট - 2 | কিভাবে জানেন ?...

Image
সম্প্ৰতি পাকিস্তানী সেনারা কাপুরুষের মতো আমাদের ৪ জন ভারতীয় সেনাকে হত্যা করেছিল।তারই প্রতিবাদে গর্জে উঠেছিল ভারতীয় সেনারা।রবিবার সকালে ভারতীয় চেকপোস্টের দিকে তাক করে থাকা এক পাকিস্তানি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা।কিন্তু তখন শান্ত হয়নি ভারতীয় সেনারা।তাই সেনারা কাল সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানী সেনাদের উপর। জানা গেছে ভারতীয় সেনারা প্রতিশোধ নেওয়ার জন্য Loc পেরিয়ে ৬ জন পাকিস্তানী সেনাকে হত্যা করে এবং ৫ জন পাকিস্তানী সেনাকে আহত করে।পাকিস্তানী মিডিয়া ইন্টার সার্ভিস রিলেসন পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।যদিও পাকিস্তানী সেনার বক্তব্য, ৬ জন নয় ৩ জন সেনা নিহত হয়েছে এবং ১ জন সেনা আহত হয়েছে।এই ঘটনাটি ঘটেছে ঠিক সেই সময় যখন কুলভষণ এর পরিবার কুলভূষণের সাথে দেখা করে রওনা দিছিলেন।পাকিস্তানের এক অনলাইন সংবাদ মাধ্যমের সূত্রে খবর রাওয়ালকোটের চাকরি সেক্টরে সোমবার ফায়ারিং হয়।এই ঘটনাকে সার্জিক্যাল স্ট্রাইক২ বলে অবিহিত করা হচ্ছে ,কারণ আবারও পাকিস্তানের ঘরে ঢুকেই পাকিস্তানকে মার দিলো ভারত।

প্রায় দু’দশক বাদে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী,তারপর দেখুন..

Image
অর্থনীতিতে  বদল মোদীর সব থেকে  বড়ো কদম তার জন্যই তিনি এবার  বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে যাচ্ছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় দু’দশক বাদে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী এই আন্তর্জাতিক অর্থনৈতিক মঞ্চে যোগ দিতে চলেছেন।প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, গোটা জানুয়ারি মাস জুড়েই একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।  তার উপর ২৬ তারিখ সাধারণতন্ত্র দিবস। সে দিন রাজধানীতে রয়েছে বিশেষ অনুষ্ঠান। আগামী বছরের জানুয়ারি মাসে সুইৎজারল্যান্ডে বসবে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন। জানুয়ারি মাসের ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত চলবে এই সম্মেলন।সেখানে থাকবেন প্রধানমন্ত্রীও। এরই মধ্যে সময় বার করে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে যাবেন তিনি।বিগত কয়েক বছরে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে অর্থনৈতিক দিক থেকে মজবুত হয়েছে ভারত। বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভারতের সেই অগ্রগতির কথাই তুলে ধরবেন মোদী।

মোদী - যোগী যুগলবন্ধীর এক বড়ো কদম যা দেশে এই প্রথম,দেখুন আপনিও..

Image
মোদী- যোগী যুগলবন্ধী আজ এক ইতিহাস গড়বে দেশে এই প্রথম চালক বিহীন মেট্রোর উদ্বোধন করবে, আজ এই দিনে আরো এক চমক দেবেন প্রধানমন্ত্রী মোদী তিনি আজ যা করবেন তা দেশে এই প্রথম ডিজিটাল যুগে ডিজিটালি ভাবে ভাবেই এই কদম যা সাধারণ মানুসের জন্য,এবং নয়ডার মধ্যে যোগাযোগ পরিষেবার উন্নতি এবং উন্নত পরিকাঠামো গড়ে নগরায়নের পথকে অগ্রসর করতেই মেট্রোর ম্যাগনেট লাইনের কাজকে ত্বরান্বিত করতে চাইছেন নরেন্দ্র মোদী।  সেহেতু চলতি বছরের শেষে বড়দিনেই তার সূচনা করতে চলেছেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন নিয়ে কড়া নিরাপত্তা গোটা দিল্লি সহ নয়ডায়।মেট্রো ম্যাগনেট লাইনের উদ্বোধন নিয়ে নরেন্দ্র মোদী টুইটে জানিয়েছেন,"শহরাঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে আমরা কতটা আধুনিক হতে পেরেছি, এটা তারই একটি উদাহরণ। আমি মেট্রো সফরও করব (উদ্বোধনের পর)। এর আগে এই বছরেই কোচি এবং হায়দরাবাদের মেট্রো উদ্বোধনের সৌভাগ্য আমার হয়েছে।"

বড়ো দিনে বড়ো উপহার মোদী সরকারের যা এই দেশে প্রথম,কি আছে এর মধ্যে জেনে নিন..

Image
আজ থেকে মুম্বাইয়ে চালু হচ্ছে এসি মেট্রোর মতো এসি লোকাল ট্রেন। এবার থেকে রোজকার ধাক্কাধাক্কি ও ভিড়ভট্টা রেহাই পাওয়া যাবে। আপাতত চার্চগেট থেকে বরিভালি পর্যন্ত চলবে এই লোকাল ট্রেন। পশ্চিম রেল সূত্র থেকে জানা গেছে, এই ১২ বগির এসি লোকাল আজ দুপুর ২টো ১০ মিনিটে প্রথম যাত্রা শুরু করবে। পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবীন্দার ভাকর সংবাদ মাধ্যমে জানিয়েছেন, "মুম্বাইবাসীদের বড়দিনের উপহার হিসাবে এই এসি লোকাল চলবে আজ থেকে। তবে লোকাল ট্রেনের সংখ্যা একই থাকবে"এই নতুন লোকাল ৫,৯৬৪ জন যাত্রী বহনে সক্ষম। কিন্তু বসতে পারবেন ১০২৮ জন। এই লোকালেও মেট্রো রেলের কামরার মতোই সয়ংক্রিয় দরজা আছে। এর সর্বোচ্চ গতি ঘন্টায় ১০০ কিলোমিটার। প্রতিদিন ১২টি এই এসি লোকাল চলবে। সাধারণ লোকাল ট্রেনের মতোই এই লোকালে থাকছে মান্থলি টিকিটের ব্যবস্থা। তবে এর দাম সাধারণ লোকালের থেকে একটু বেশি। রেল সূত্রে খবর, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু ও সেকন্দ্রাবাদের মতো শহরেও এই ধরনের এসি লোকাল চালানোর পরিকল্পনা চলছে।

স্কুলের সব ছাত্রছাত্রী সেন্টা ড্রেস এ গেলেও এই স্বয়ংসেবক এর মেয়ের ড্রেস সকলকে চমকে দিলো ...

Image
কয়েকদিন ধরে দেশে বড়দিন এর উৎসবের পরিস্থিতি তৈরী হয়েছে।স্কুল হোক বা কোনো শপিং মল চারদিকেই ক্রিস্টমাস এর সাজসজ্জা ও পোশাক নজরে পড়ছে।ভারতবর্ষ স্বাধীন হওয়ায় পর থেকে এক ধর্মনিরপেক্ষ দেশ হওয়ায় পরিচয় দিয়েছে ।যার জন্য যে কোনো ধর্মেরই উৎসব পূর্ণ উদ্যোগের সাথে দেশজুড়ে পালিত হয়। কিন্তু এই ধর্মনিরপেক্ষতা নিয়ে দেশে বার বার প্রশ্নও উঠেছে।প্রশ্ন হলো এই ধর্মনিরোপেক্ষতার চাপে পড়ে ভারতবর্ষ এর নিজস্ব সংস্কৃতি কি পেছনে পড়ে রয়ে যাচ্ছে না!ভারতীয়রা কি নিজের সভ্যতা ভুলে পাশ্চাত্য সভ্যতায় মজে উঠছে না! এই বিষয়কে মাথায় রেখে সুরাট এর সেচ্ছাসেবক আশীষ সুরেভানিশ এক দারুন কাজ করে সবার নজর কেড়েছেন। আসলে ক্রিস্টমাস উপলক্ষে সবাই যখন নিজেদের বাচ্চাদের সান্তার পোশাকে স্কুলে পাঠিয়েছিলেন,সেখানে আশীষ বাবু তাঁর মেয়েকে আরএসএস  সংঘের পোশাকে স্কুলে পাঠিয়েছিলেন। এবং এই বিষয়ে উনাকে প্রশ্ন করা হলে উনি বলেন, আপনাদের অনুরোধ করছি বাচ্চাদের সান্তা এর পোশাক এর বদলে আরএসএস সংঘের পোশাক দিন । বলা বাহুল্য আশীষ বাবুর মেয়েকে সংঘের পোশাকে সবার চেয়ে সুন্দর লাগছিলো।আশীষ বাবুর এই চিন্তা ভাবনা দেশের জন্য একটা বড় উদাহরণ নিজের দেশের সভ্যতা ও সংস্কৃত

চলছে প্রবল গুলি বর্ষণ - এরই মাঝে ভারতীয় সেনা একজন পাকিস্তানি কে 72 হুরের কাছে পাঠিয়ে দিলো !

Image
ভারতের সাথে মুখোমুখি হয়ে কখনো জয়ী হয়নি পাকিস্তান , তাই বার বার কাপুরুষের মতো পেছন থেকে আক্রমণ করে নিজেদের বীরত্ব দেখাবার চেষ্টা করে জঙ্গিরদেশ পাকিস্তান।আবারও নিজেদের কাপুরুষতার প্রমান দিলো পাকিস্তান।  বর্ডারে কর্মরত টহলদারি বীর সেনাদের উপর কাপুরুষের মতো আক্রমণ করে মেজর সহ চার বীর জওয়ানকে হত্যা করে পাকিস্তানী সেনারা।এর প্রতিবাদে গর্জে উঠে ভারতীয় সেনারা এবং আজ সকাল থেকে পাকিস্তানের বিভিন্ন চেকপোস্টকে টার্গেট করে গুলি বর্ষণ শুরু করে ভারতীয় বীর সেনারা। সেনা কর্তৃপক্ষ থেকে জানা গেছে আজ সকাল থেকে পাকিস্তানী চেকপোস্টের দিকে শুরু করা হয়েছে স্পেশাল এটাক এবং বেলা ১১ টায় ১ পাকিস্তানী যে ভারতীয় চেকপোস্টের দিকে তাক করছিল তাকে গুলি করে নিহত করে ভারতীয় সেনা।৪ জন ভারতীয় বীর সেনার প্রাণ যাওয়ায় শোকাহত ভারতীয়রা এর মধ্যেও ১পাকিস্তানী কে মেরে প্রতিশোধ নেওয়ার পথে ভারতীয় বীর সেনারা।  যদিও এতে শান্ত হয়নি ভারতীয় সেনা পাকিস্তানী চেকপোস্টের উপর গুলি বর্ষণ এখনো জারি রয়েছে।

সবং উপনির্বাচনে হারলেও একদিকে জয় পেল বিজেপি , জানেন কিভাবে ?

Image
বিজেপি যে দিন দিন পশ্চিমবঙ্গে নিজের শিকড় মজবুত করছে তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।বিজেপির শক্তিশালী হওয়ার প্রমান আবারও পাওয়া গেল আজকে সবং এর উপনিবাচনে।আগের নির্বাচনে বিজেপি পেয়েছিল ৫৬১০ টি ভোট যা এবারে বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭৪৬টি যা শাসক দলের জন্য বড় চিন্তার বিষয়।কারণ সবং এ বিজেপির  কোনো সংগঠন নেই তা সত্ত্বেও ভালো ভোট পেয়েছে বিজেপি এর ভোট বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিজেপি সমর্থকেরা বক্তব্য তাহলে গুজরাটে কংগ্রেসের নৈতিক জয়ের পর সবং এ বিজেপির নৈতিক জয় হলো। আসলে কিছুদিন আগে গুজরাট ভোট কংগ্রেস ভালোভাবে হারার পরও মমতা ব্যানার্জী বলেছিলেন গুজরাটে কংগ্রেসের নৈতিক জয় হলো। যদিও হিমাচল প্রদেশে জেতার বিষয়ে মুখ খোলেননি মমতা ব্যানার্জি। সেটারই উত্তরে কটাক্ষ করে বিজেপি সমথকেরাও জবাব দিতে শুরু করেছে।বিজেপি সমর্থকের বক্তব্য তারা সবং এর ফলাফলে খুশি কারণ সবং বুঝিয়ে দিলো পশ্চিমবঙ্গ খুব তাড়াতাড়ি বিজেপির দখলে আসছে।

বিজেপি সংসদ করলেন এমন এক মন্তব্য ,যেজন্য মৌলবী রেগে একাকার..

Image
ভারতবর্ষের জনসংখ্যা যে হারে বেড়ে চলেছে তা অবশ্যই চিন্তার বিষয় এবং ভবিষ্যত প্রজন্মের জন্য খুব বড় বিপদ।এই বিষয়ে বিজেপির এক সাংসদ রাঘব লক্ষণ পাল সংসদে এক প্রাইভেট মেম্বার বিল তৈরী করে আনেন যেখানে উনি বলেন দেশের জনসংখ্যা খুব দ্রুতগতিতে বেড়েচলেছে এবং তিনি উত্তরপ্রদেশের কিছু জেলার নাম করে বলেন যে ওই জেলাগুলিতে মুসলিম জনসংখ্যা খুব দ্রুত গতিতে বেড়ে চলেছে ।রাঘব লক্ষণ পাল বলেন এইভাবে মুসলিম জনসংখ্যা বাড়তে থাকলে হিন্দুরাই হিন্দুস্থানে সংখালখু হয়ে পড়বে।বিজেপি সাংসদের বক্তব্য জনসংখ্যার বিষয়ে সরকারের কঠোর নীতি জারি করা দরকার। দেশে জনসংখ্যা নীতি চালু করা হোক যেখানে বলা হবে কোনো দম্পতি ২ এর  থেকে বেশি সন্তান নিলে তাঁদের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে এবং ৩য় সন্তান কোনো রজনৈতিক কার্যকলাপ এ অংশগ্রহণ করতে পারবেন না।এই বিষয়ে ওই বিজেপি সাংসদের উপর সম্প্রদায়ইক রাজনীতির অভিযোগ আনলে উনি বলেন ,'এক বিশেষ সম্প্রদায় এইভাবে বৃদ্ধি পেলে তা দেশের জন্য ক্ষতিকারক,১৯৪৭ সালে এক বিশেষ সসমপ্রদায় অন্য রাষ্ট্র চেয়েছিল বলেই দেশের বিভাজন হয়েছিল এবং বর্তমানে কাশ্মীরে এক বিশেষ সম্প্রদায় বেড়ে যাওয়ার জন্য হিন্দু পন্ড

রাম রহিমের পর এবার দেব বাবা , এনার কান্ড জানলে আপনারাও চমকে যাবেন !

Image
ধর্মের নামে ভণ্ডামি নিয়ে রামরহিম বাবার পর উঠে এলো আরেক নাম।দিল্লির বিজয় বিহার অঞ্চলে আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় নামে একটি দালান তুলেছেন এক ভন্ড বাবা।যার নাম বীরেন্দ্র দেব দীক্ষিত।আসলে এই বীরেন্দ্র দেব দীক্ষিত নিজেকে কৃষ্ণ বা শিব বলে প্রচার করেন এবং হিন্দু ধর্মের নামে ভুল ধারণা মেয়েদের মধ্যে ঢুকিয়ে তাদের শোষণ করতেন।বীরেন্দ্র দেব দীক্ষিত এর এই বিশ্ববিদ্যালয় এ মেয়েদের ব্রেন ওয়াস করা হয় বলে অভিযোগ এনেছেন অনেক।পুলিশ এই বিশ্ববিদ্যালয়ে এলে তদের ঢুকতে বাধা দেওয়া হয় ,এরপর যখন পুলিশ জোর করে প্রবেশ করে তখন দেখা যায় এই বিল্ডিংএর প্রতিটি ঘর খুবই ছোট ছোট এবং এই ঘরের বাইরে বেরোনোর আদেশ নেই কারোর।এই বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে জানান যে তাকে রাতে সবাই গুমিয়ে যাওয়ার পর ডাকা হয় এবং রেপ করা হয়।এই ঘটনা সামনে আসার পর থেকে পুলিশ আরো কয়েকটি জায়গায় তদন্ত শুরু করে।যদিও বীরেন্দ্র দেব দীক্ষিতকে এখনো খুঁজে বের করা যায়নি।জানা গেছে দিল্লির এই বিশ্ববিদ্যালয় প্রায় ৩০ বছর ধরে চলছে।তাহলে এখন বড় প্রশ্ন ৩০ বছর ধরে কি এই কুকীর্তি প্রশাসনের নজরে পড়েনি!পুলিশ এর প্রচেষ্টায় অনেক মেয়েকে উদ্ধার করা হয়েছে।এখণ দেখার কত দূর জল গোড়ায় বাবা

নোটবন্দী ফলে এক নতুন সুখবর যা আপনাকেও খুশি করতে পারে, জানতে দেখুন এই প্রতিবেদনটি !!

Image
মোদী যুগে এই কদম সবাই মনে রাখবে যার ফলে আজ এক খুশির খবর এল,নোট বাতিলের পর দেশে বৃদ্ধি হয়েছে করদাতার সংখ্যা। চলতি অর্থবর্ষে নভেম্বর পর্যন্ত প্রায় ৩.৮৯ কোটি টাকা আয়কর ই-রিটার্ন দাখিল হয়েছে। রিটার্ন পেশের হার বেড়েছে ১৯.৫ শতাংশ।  সংসদে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিবপ্রতাপ শুক্লা।অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী শিবপ্রতাপ শুক্লা শুক্রবার লোকসভায় জানিয়েছেন, চলতি বছরে একইসময়ে (এপ্রিল-নভেম্বর) জমা পড়েছিল ৩.২৫ কোটি টাকার আয়কর রিটার্ন। চলতি আর্থিক বছরে নভেম্বর পর্যন্ত প্রত্যক্ষ কর আদায়ের পরিমাণ বেড়ে হয়েছে ৪.৮ লক্ষ কোটি টাকা। গত আর্থিক বছরে একই সময়ে তা ছিল ৪.২ লক্ষ কোটি টাকা। বৃদ্ধি ১৪.৩ শতাংশ। কালো টাকা উদ্ধার ও কর ফাঁকি রুখতে সরকার একাধিক পদক্ষেপ করেছে বলেও জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তাঁর কথায়, ''৫০ হাজারের বেশি নগদ ব্যাঙ্কে জমার উপরে বাধ্যতামূলক করা হয়েছে প্যান। ২০১৬-২০১৭ সালে ৮,৪৯,৮১৮ কোটি টাকা প্রত্যক্ষ কর আদায় করা হয়েছে। বাজেটে ধরা হয়েছিল ৮,৪৭,০৯৮ কোটি টাকা।''

আসাউদ্দিন ওয়েসী করলেন এমন এক মন্তব্য শোনার পর প্রতিটি হিন্দু রেগে লাল..দেখুন ভিডিও ||

Image
এ আই এম আই এম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি মন্তব্য করলেন, "আর গেরুয়া নয়। এবার গোটা দেশ হবে সবুজে সবুজ। এটাকে এক ধরনের হুমকি বা উস্কানিও বলা যেতে পারে। ফের সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করলেনএর আগেও একাধিক বার তিনি উস্কানিমূলক মন্তব্য করেছেন। এই জন্য তার বিরুদ্ধে মামলাও হয়েছে। তা সত্ত্বেও এই সাংসদ সংযত হননি।আসাউদ্দিন ওয়াইসি বললেন, "আপনারা গেরুয়া পড়লে কিছুই হয় না। কিন্তু আমরা সবুজ পরে সব সবুজ করে দেব। ইনসা আল্লাহ, আমাদের সবুজ রঙের কাছে কোনো রং টিকবে না। মোদীর রংও না আর কংগ্রেসের রংও না।"এর আগেও একাধিক বার উস্কানিমূলক মন্তব্য করেছেন ওয়াইসি। তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে। তা সত্ত্বেও সংযত হননি এই সাংসদ।    দেখুন সেই ভিডিওটি  source

ফের কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত জেলে চললেন লালু প্রসাদ যাদব,তারপর কি দেখুন..

Image
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। সিবিআই-এর বিশেষ আদালত শনিবার এই রায় দিল। আগামী ৩ জানুয়ারি সাজা ঘোষণা করা হবে। এই মামলায় লালু সহ ১৫ জনকে দোষী সাব্যস্ত করেছে রাঁচির বিশেষ সিবিআই আদালত। সেই সঙ্গে ৭ জনকে বেকসুর খালাসের নির্দেশ দেওয়া হয়েছে। ৩ জানুয়ারি সাজা ঘোষণার আগে পর্যন্ত তাঁকে রাখা হবে রাঁচির জেলে,এর আগে চাইবাসা মামলায় দোষী সাব্যস্ত হন লালুপ্রসাদ। তাতে তাঁকে খোয়াতে হয় সাংসদ পদ। সেইসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রেও জারি হয় নিষেধাজ্ঞা। শনিবার দেওঘর মামলার রায়দানের দিন ধার্য করা হয়। প্রশ্ন ছিল এদিনই কি দোষীসাব্যস্ত হবেন লালুপ্রসাদ? অবশেষে সেই বহু প্রতীক্ষিত রায় দিল আদালত। এদিকে সিবিআই আদালতের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাবে আরজেডি।

দুরান্ত ৪০ জিবি ফ্রি অফার নিলে এল জিও,কি করে পাবেন দেখুন ভিডিওটি..

Image
ফের দুর্দান্ত অফার নিলে এল জিও। নতুন বছরের উপলক্ষ্যেই এক ধামাকাদার অফার।এখুন সব জিও গাহকরা পাবে ৪০জিবি ডাটা,রিলায়েন্স এর ৪০ বছর উপলক্ষে সব জিও কাস্টমারকে ফ্রীতে ৪০ জিবি ডাটা জিও দেবে এবং তার সাথে শুক্রবার রাত থেকেই গ্রাহকদের জন্য ‘হ্যাপি নিউ ইয়ার ২০১৮’ অফার নিয়ে এল রিলায়েন্স জিও।এছাড়াও রয়েছে ২৯৯টাকার প্ল্যান। তাতে ফ্রি ভয়েজ ছাড়াও পাওয়া যাবে আনলিমিটেড ডেটা। এক্ষেত্রে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি হাইস্পিড ফোর জি ডেটা ব্যবহার করতে পারবেন। এর সঙ্গে থাকছে আনলিমিটেড এসএমএস করার সুযোগও। এই অফারের বৈধতা ২৮ দিন।জিও প্রাইম সদস্যরা ২৮ দিনের জন্য ১৯৯ টাকার রিচার্জে ফ্রি ভয়েজ কল ছাড়াও পাবেন আনলিমিটেড ডেটা। এক্ষেত্রে প্রতিদিন ১.২ জিবি হাই স্পিড ফোর জি ডেটা পাবেন গ্রাহকরা। এর সঙ্গে থাকবে আনলিমিটেড এসএমএস। কি করে ৪০ জিবি ডাটা পাবেন দেখে নিন এই ভিডিওটিতে

পশুখাদ্য দুর্নীতি মামলায় আজ কি দোষীসাব্যস্ত হবেন লালুপ্রসাদ?

Image
১৯৯১-১৯৯৪ সালের মধ্যে দেওঘরের পশুখাদ্য কেলেঙ্কারিতে ক্ষতি হয় প্রায় ৮৯ লক্ষ টাকা। এই দুর্নীতিতে নাম জড়িয়েছিল আরজেডি প্রধানের। এর আগেও তিনি একটি পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েছিলেন। যার জন্য লালুকে খোয়াতে হয়েছিল লোকসভার সদস্য পদও। এমনকি ভোটে দাঁড়াতেও পারেননি তিনি। আবার তিনি একই কাজে অভিযুক্ত হলেন। কিছুদিন আগে কংগ্রেস শিবিরে সিবিআই-এর বিশেষ আদালতে টুজি কেলেঙ্কারিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ রাজা, কানিমঝি সহ ১৭ জন বেকসুর খালাস পাওয়া স্বস্তি মিলেছে। একই রকম ভাবে কাল মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোকের বিরুদ্ধে ওঠা আদর্শ দুর্নীতি মামলা খারিজ করলো বম্বে হাইকোর্ট। আবার স্বস্তি মেলে কংগ্রেস শিবিরে। আজ পশুখাদ্য কেলেঙ্কারিতে নাম জড়ানো আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের রায় বেরোবে আদালতে। আজই কি লালুপ্রসাদ দোষী সাব্যস্ত হবেন?

লাভ জিহাদের পর এবার ল্যান্ড জিহাদ , পড়ুন চাঞ্চল্যকর প্রতিবেদনটি !

Image
লাভ জিহাদ তো শুনেছেন কিন্তু ল্যান্ড জিহাদ অর্থাৎ জমি জিহাদ শুনেছেন কখনও!উত্তর প্রদেশের মিরাটে শহরে এবার মুসলিম মৌলবাদীদের বিরুদ্ধে অভিযোগ উঠলো ল্যান্ড জিহাদএর অভিযোগ।আসলে রবিবার উত্তরপ্রদেশের মিরাটে শহরে মালিওয়াড়া এলাকায় উসমান নামের এক মুসলিম যুবক সঞ্জয় রোস্তগি নামে এক ব্যাক্তির থেকে একটি বাড়ি কেনেন।এরপর উসমান তাঁর পরিবারকে নিয়ে নতুন বাড়িতে প্রবেশ করতে এলে বাধা দেন ওই এলাকার প্রতিবেশীরা। প্রতিবেশীদের দাবি,কোনো মুসলিম পরিবারকে ওই এলাকায় বাড়ি বিক্রি করা যাবে না।তর্ক বিতর্কের মধ্যে পরিস্তিতি ঘোরালো হয়ে উঠে। ঘটনাস্থলে এসে পৌঁছায় একটি হিন্দুত্ববাদী সংগঠন।ওই হিন্দুত্ববাদী সংগঠনের প্রধান দীপক শর্মার অভিযোগ মিরাট শহরে ক্রমাগতই হস্তগত করছে মুসলিমরা।এতে হিন্দুদের সংকটের মধ্যে পড়তে হতে পারে।কোনোক্রমেই এমনটা হতে দেওয়া যাবে না।অবশ্য এই বিষয়ে মুসলিম যুবক ওসমানের বক্তব্য , বাড়ি কেনার সাথে ধর্মের কি সম্পর্ক আমি বুঝতে পারছি না।বাড়ি ঢুকতে গেলে আমাকে জেহাদি বলে ডাকা হয়।আমি ঝামেলায় জড়াতে চাই না।টাকা পেলেই আমি বাড়ি ছেড়ে দেব।'ওসমান আরও বলেন তার বাবা এক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত,সেই শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ